জাহিরের অস্ট্রেলিয়া যাওয়া নিশ্চিত
শেষ দুই ম্যাচে খেলার অনুরোধ, সচিন শুনবেন কি
চিন তেন্ডুলকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের শেষ দু’টো ম্যাচে খেলবেন কি না তা নিয়ে আচমকা জল্পনা শুরু হয়েছে। সচিন নিজে মুম্বইতে জাতীয় নির্বাচকদের জানিয়েছিলেন, একটা ম্যাচও খেলতে চান না। বরং তাঁর পরিকল্পনায় রয়েছে, আগে-আগে অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট সিরিজের জন্য নিজেকে তৈরি করা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দু’টি ওয়ান ডে যথাক্রমে ৮ এবং ১১ ডিসেম্বর ইন্দৌর এবং চেন্নাইতে।
আবার পরিকল্পনা অনুযায়ী সচিনদের অস্ট্রেলিয়া বেরিয়ে যাওয়ার কথা ৮ তারিখেই। তা হলে তিনি শেষ দুই ওয়ান ডে খেলবেন কী করে? ১০ ডিসেম্বর বোর্ডের বার্ষিক পুরস্কার অনুষ্ঠান রয়েছে। কিন্তু সেখানে হাজির থাকার চেয়েও সচিনের কাছে বেশি প্রাধান্য পাচ্ছিল অস্ট্রেলিয়ার টেস্ট প্রস্তুতি। বুধবার রাতের দিকে আবার শোনা যাচ্ছে, সচিনকে বিশেষ ভাবে অনেকে অনুরোধ করেছেন শেষ দু’টো ম্যাচ খেলার জন্য। এঁরা এমনও পরামর্শ দিয়েছেন যে, শততম সেঞ্চুরিটা করে অস্ট্রেলিয়ার বিমান ধরো। তা হলে অনেক খোলা মনে ডনের দেশে নামতে পারবে। সচিন কি সেই অনুরোধে সাড়া দেবেন? ছবি এখনও পরিষ্কার নয়। ৫ ডিসেম্বর আমদাবাদে তৃতীয় এক দিনের ম্যাচ। সেখানেই শেষ দু’টি ম্যাচের দল নির্বাচন হবে। নির্বাচকদের মধ্যেও কিছুটা হলেও সচিনকে নিয়ে এই সংশয় ছড়িয়েছে। বুধবার রাত পর্যন্ত তাঁদের কাছে স্পষ্ট কোনও বার্তা নেই।
এ বার লড়াই বিশাখাপত্তনমে। বুধবার সকালে ভূবনেশ্বর বিমানবন্দরে সহবাগ-পোলার্ডরা। ছবি: পিটিআই।
এ দিকে, টাঙ্গিতে জাহির খানের ছয় ওভার বোলিং করা নিয়ে নির্বাচকেরা খুশি। ৬ ওভার বল করে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার। জাহিরের ফিটনেস মাপতে গিয়েছেন নির্বাচক সুরেন্দ্র ভাবে। মোটামুটি ঠিকই হয়ে গিয়েছে, জাহির টিমের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন। যদি না রঞ্জি খেলতে খেলতে আবার কোনও দুর্ঘটনা ঘটে তিনি আহত হন। এখনও টেস্ট সিরিজ শুরু হতে এক মাস মতো বাকি। জাহিরের সামান্য কিছু অসুবিধা যদি থেকেও থাকে সেটা দূর হয়ে যাবে বলে সকলে মনে করছেন। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচ দিয়ে পন্টিংদের দেশে অভিযান শুরু করছে ধোনির টিম। তার আগে অবশ্য দু’টো প্রস্তুতি ম্যাচ রয়েছে। টিম ম্যানেজমেন্ট এবং জাতীয় নির্বাচকেরা মনে করছেন, প্রথম টেস্টের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন জাহির। তাঁকে নিয়ে তাই কিছুটা ঝুঁকি নিতে হলেও সেটা নেওয়া যায়।
এ দিকে, চোট পাওয়া প্রবীণ কুমারের জায়গায় অস্ট্রেলিয়া সফরের দলে ঢোকার প্রধান দাবীদার অভিমন্যু মিঠুন। চলতি এক দিনের সিরিজেও বদলি হিসেবে তাঁকে নেওয়া হয়েছে।
সংবাদসংস্থার সংযোজন, জাহির রঞ্জি খেলতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন অজিত আগরকরের পাশে দাঁড়াতে গিয়ে। মুম্বই ক্রিকেট সংস্থার নির্বাচক কমিটির চেয়ারম্যান মিলিন্দ রেগে এবং মুম্বই রঞ্জি টিমের কোচ সুলক্ষণ কুলকার্নিকে এক হাত নিয়ে জাহির বলেছেন, “রেগে এবং কুলকার্নি মুম্বই ক্রিকেটকে টেনে নামাচ্ছেন।” ওড়িশার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ না পেয়ে আগরকর টিম ফেলে মুম্বই চলে আসেন। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে ঘরোয়া ক্রিকেটে। রেগে এ দিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগরকরকে তাঁরা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে মানানো যায়নি। তবে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জাহিরের মন্তব্য বিতর্ককে আরও উস্কে দিয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.