প্রধানমন্ত্রীর সফরের মুখে ইম্ফলে জঙ্গি হানা, হত ১
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মণিপুর সফরের ঠিক মুখেই তাঁর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একদিনের সফরে ইম্ফল যাওয়ার কথা। আর বুধবার তাঁর অনুষ্ঠানস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। এই ঘটনায় এক জন নিহত হয়েছেন। জখম হয়েছেন দুই মহিলা। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, জখমের সংখ্যা চার।
ইম্ফলের হাপটা কাংজেইবাম গ্রাউন্ডে দশ দিনের সাঙ্গাই পর্যটন উৎসব চলছে। আদিবাসীদের এই উৎসবে তাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার-সহ এশিয়ার বহু দেশ থেকে পর্যটকরা এসেছেন। আজ সকালে এই উৎসব স্থলের প্রবেশপথে বিস্ফোরণ ঘটে। মণিপুর পুলিশের ডিরেক্টর জেনারেল জয়কুমার সিংহ জানিয়েছেন, উৎসবস্থলের প্রবেশপথে সকাল ১১টা নাগাদ একটি রিকশা এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। নিহত হন রিকশাচালক মহম্মদ কোরা (৫১)। তিনি থৌবাল জেলার উমাং গ্রামের বাসিন্দা। আহত দুই মহিলা বিদ্যাপতি দেবী ও ওয়াই বালা দেবীকে রিজিওন্যাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, বোমাটি বয়ে আনার জন্য ওই রিকশাচালককে ২০ টাকা দিয়েছিল জঙ্গিরা। মনে করা হচ্ছে উৎসবের মধ্যেই বোমাটি ফাটানোর ছক কষা হয়েছিল। কিন্তু উৎসব প্রাঙ্গণের প্রবেশপথে বোমাটি ফেটে যাওয়ায় ঘটনাটি ভয়াবহ আকার ধারণ করেনি। বিস্ফোরণের পর মণিপুরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন চিদম্বরম।
তখনও বেঁচে। বিস্ফোরণে উড়ে গিয়েছে রিকশাচালক মহম্মদ কোরার শরীরের নিম্নাংশ। ছবি: পিটিআই
বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মেলার সব ক’টি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। স্টলমালিকরাও আরও বিস্ফোরণের আশঙ্কায় স্টল বন্ধ করে দেন। পুলিশপ্রধান জানান, পুলিশ তদন্তে নেমেছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে। কোনও জঙ্গি গোষ্ঠীই ঘটনার দায় স্বীকার করেনি। তবে কাংলেইপাক কমিউনিস্ট পার্টিকেই সন্দেহ করা হচ্ছে। এই মুহূর্তে আই লিগের ম্যাচ খেলতে ইম্ফলে রয়েছে মোহনবাগান দল। বিস্ফোরণের পর তাদের নিরাপত্তাও বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার ইম্ফলে একটি সিটি কনভেনশন সেন্টারের উদ্বোধন করার কথা মনমোহন সিংহের। সেখান থেকে মাত্র ৫০ মিটার দূরে বিস্ফোরণ ঘটেছে। ইম্ফল আকাশবাণীও বিস্ফোরণ স্থলের ৫০ মিটারের মধ্যে। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর সফরের আগে এই জঙ্গি হানা পুলিশের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.