টুকরো খবর
আজ ব্যবসা বনধের ডাক শিলিগুড়িতেও, ছাড় স্কুলবাসকে
খুচরো ব্যবসায় বিদেশি পুঁজির বিনিয়োগ নিয়ে বিতর্কের জেরে ডাকা দেশ জোড়া ব্যবসা বনধের প্রভাবে আজ, বৃহস্পতিবার জনজীবন বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গেও। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ওই ধর্মঘট পালনের ডাক দেওয়া হলেও সিটু ওই বন্ধকে সমর্থন জানিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূলও কেন্দ্রীয় সরকারি ওই সিদ্ধান্তের বিপক্ষে। ফলে উত্তরবঙ্গের হাটবাজার, দোকানপাটের পাশাপাশি সাধারণ জনজীবন বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বনধ আহ্বানকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যবসা বনধের দিনে স্কুল বাস যথারীতি চলবে। শিলিগুড়িতে বন্ধে সামিল হওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি, শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন-সহ বেশ কয়েকটি সংগঠন। বুধবার ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নর্থ বেঙ্গলের (ফোসিন) পক্ষ থেকে বন্ধে সামিল হওয়ার কথা ঘোষণার পাশাপাশি, রাস্তায় প্রতিবাদ মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। ফোসিনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁদের দফতরের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে। বিধান রোড, পানিট্যাঙ্কি, সেবক রোড, হিলকার্ট রোড হয়ে সোজা শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরের সামনে গিয়ে শেষ হবে। ফোসিনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি স্মারকলিপি শিলিগুড়ির মহকুমাশাসক সৌরভ পাহাড়ির হাতে তুলে দেওয়া হবে। কয়েকশো ব্যবসায়ী ওই মিছিলে অংশ নেবেন বলেও বিশ্বজিৎবাবু দাবি করেছেন।

কারখানা বন্ধের নোটিস বড়জোড়ায়
কাঁচামালের অভাবের কারণ দেখিয়ে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল কারখানা কর্তৃপক্ষ। বড়জোড়ার একটি স্পঞ্জ আয়রন কারখানায় এই ঘটনা ঘটেছে। এরফলে কারখানার প্রায় ১৫০ জন শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। বুধবার সকালে কারখানায় গিয়ে শ্রমিকেরা দেখেন মূল গেটের উপরে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর বিজ্ঞপ্তি সাঁটানো রয়েছে। শ্রমিকরা জানান, কাঁচামালের জোগান না থাকায় অনির্দিষ্টকালের জন্য কারখানার উৎপাদন বন্ধ রাখা হচ্ছে- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। এরপরে তাঁরা কারখানার দরজার সামনে কিছু ক্ষণ বিক্ষোভ দেখান। কারখানার শ্রমিক ভাস্কর ভট্টাচার্য, তপন চক্রবর্তীরা বলেন, “এ ভাবে হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা ঘোর সঙ্কটে পড়েছি। কারাখানা না খোলা হলে না অনাহারে আমাদের মরতে হবে।” তাঁরা সমস্যার কথা লিখিত ভাবে বাঁকুড়ার অতিরিক্ত শ্রম কমিশনারকে জানিয়েছেন। তাঁদের দাবি, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কারখানাটি খোলার ব্যবস্থা করতে হবে। কারখানার অন্যতম কর্ণধার দিলীপ চাওলার দাবি, “কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় উৎপাদন বন্ধ করে দেওয়া ছাড়া উপায় ছিল না। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।” তাঁর আশ্বাস, কাঁচামালের জোগান স্বাভাবিক হলেই কারখানা ফের খোলা হবে। অতিরিক্ত শ্রম কমিশনার ধনঞ্জয় গুহ বলেন, “শ্রমিকদের কাছ থেকে কারখানাটি বন্ধ করে দেওয়ার খবর শুনেছি। দ্রুত উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসা হবে।”

কঙ্কালিতলায় শুরু হল গ্রামীণ হাট
এলাকার কৃষিজাত দ্রব্যের উপযুক্ত বাজার তৈরি করা, হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষজন ও স্বনির্ভর মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো লক্ষ্যে গ্রামীণ হাট শুরু করল বোলপুরের কঙ্কালিতলা পঞ্চায়েত। সপ্তাহে দু’দিন করে আমডহরাতে এই হাট বসবে। কঙ্কালিতলা পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের বানী লোহার বলেন, “শুধু কঙ্কালিতলা নয়, লাগোয়া সর্পলেহনা-আলবাঁধ-সহ তিনটি পঞ্চায়েতের বাসিন্দাদের সুবিধা হবে। এলাকার কৃষি ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত বাসিন্দাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের দাবি দীর্ঘ দিনের। তাই আমডহরা বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় রবিবার থেকে হাট শুরু হয়েছে। রবি ও বুধবার এই হাট বসবে।” পঞ্চায়েতের উপপ্রধান উত্তম পাল জানান, গ্রামীণ এই হাট পরিচালনার জন্য দলমত নির্বিশেষে একটি কমিটি গঠন করা হয়েছে। মোদপাড়ার কালীমাতা স্বনির্ভর গোষ্ঠির সদস্য রীনা দে, ভাণ্ডারী পাড়ার স্বনির্ভর গোষ্ঠির নেত্রী সাবি ভাণ্ডারীরা বলেন, “কেউ হাঁস, কেউ মুরগির পসরা নিয়ে এসেছেন। বিক্রি হলে পয়সা হবে।” স্থানীয় ব্যবসায়ী বিজয় লোহার, স্বপন বাদিরা বলেন, “সব্জি, হাঁস, মুরগি বেচতে আমাদের লাভপুর, বোলপুরে যেতে হয়। এ বার এই হ্যাপা নিতে হতে না। পাশাপাশি বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য এই হাটে এলেই হবে। বাসে, ভ্যানে সমস্যা করে যেতে হবে না।”

আগরতলায় পুস্তক মেলা
ত্রিপুরা পাবলিশার্স গিল্ড আয়োজিত সপ্তম আগরতলা পুস্তক মেলার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল। আগরতলার সুকান্ত অ্যাকাডেমি সংলগ্ন শিশু উদ্যানে সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনিল সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও ছিলেন এ রাজ্যের বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বইমেলা মূলত শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতি দিন সন্ধ্যায় আলোচনা সভা ছাড়াও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০০৫ সাল থেকে গিল্ড এই বইমেলার আয়োজন করছে। গিল্ডের সভাপতি সমীরণ রায় জানান, ত্রিপুরা ছাড়াও দিল্লি, পশ্চিমবঙ্গ, অসম, মণিপুর, এমনকী বাংলাদেশ থেকেও প্রকাশকরা এ মেলায় উপস্থিত থাকছেন। গিল্ডের সম্পাদক শুভব্রত দেব বলেন, বাংলা, ইংরেজির পাশাপাশি ককবরক ভাষার প্রকাশকরাও এ বার আসছেন। ৫০ থেকে ৬০টি প্রকাশনা সংস্থা এ বারের বইমেলায় অংশগ্রহণ করছে।

১০ বছরের নয়া এন এস সি চালু
দশ বছর মেয়াদের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) চালু হচ্ছে বৃহস্পতিবার থেকেই। যেখানে বছরে সুদ পাওয়া যাবে ৮.৭% হারে। কর ছাড়ের সুবিধাযুক্ত এই প্রকল্পের মেয়াদ এখন ৬ বছর। এখন তা হবে দু’ধরনের পাঁচ ও দশ বছরের। তার মধ্যে ১০ বছরেরটির জন্যই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেটি চালু হচ্ছে আগামী কাল। এই প্রকল্পে ১০০ টাকা রাখলে মেয়াদ শেষে সঞ্চয়কারী পাবেন ২৩৪.৩৫ টাকা। একটি ডাকঘরে প্রকল্প খুললেও পরে তা অন্য ডাকঘরে তা সরিয়ে আনা যাবে। ১০০, ৫০০, ১,০০০ ও ১০,০০০ টাকার মূল্যে মিলবে এনএসসি সার্টিফিকেট।

রাজ্যে চার সুতোকল চাঙ্গা করার উদ্যোগ
কল্যাণী, রায়গঞ্জ, শ্রীরামপুর, বীরভূমে লোকসানে চলা চারটি সুতোকলকে চাঙ্গা করতে উদ্যোগী হল রাজ্য। এগুলির ২৬৪৯ জন কর্মীকে বেতন দেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বুধবার আলোচনায় বসেন ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানস ভুঁইয়া ও প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তী। কথা হয় কর্মী সংখ্যা না কমিয়ে সুতোকলগুলিকে লাভজনক করা নিয়েই। মানসবাবু জানান, প্রতিটিতে রাজ্য বছরে প্রায় ৪০ কোটি টাকা ভর্তুকি দেয়। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.