ব্রিটিশ দূতাবাসে হামলার ‘ফল ভাল হবে না’ বলে ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত কাল তেহরানের ব্রিটিশ দূতাবাস এবং দূতাবাসের কর্মীদের আবাসন চত্বরে শতাধিক বিক্ষোভকারীর হামলার জেরে ব্রিটেন তাদের সমস্ত দূতাবাস কর্মীকেই ইরান থেকে সরিয়ে নিচ্ছে বলে একাধিক কূটনৈতিক সূত্রের খবর। যদিও ব্রিটিশ বিদেশ মন্ত্রক বলছে, ‘কিছু সংখ্যক’ কর্মীকে ফিরিয়ে নিচ্ছে তারা। ব্রিটিশ দূতাবাসের সমস্ত কর্মীই সুরক্ষিত আছেন বলে মনে করা হচ্ছে। কারণ গত কাল রাতের দিকে পুলিশ পরিস্থিতি আয়ত্তে এনেছে বলে ইরানের সংবাদমাধ্যমই জানিয়েছে। তবে ওই জোড়া হামলার পরে নিরাপত্তার কারণ দেখিয়ে তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে নরওয়ে। ইরানের একটি সংবাদসংস্থা বলেছে, বিক্ষোভকারীদের হাতে বন্দি ছ’জন দূতাবাস কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। আবার অন্য একটি সূত্রের দাবি, গত কাল কিছু কর্মীকে একটি ঘরে বন্ধ করে রেখে বিক্ষোভকারীরা দূতাবাস চত্বরে অবাধ ভাঙচুর চালিয়েছে। ব্রিটিশ বিদেশমন্ত্রী উইলিয়াম হেগ অবশ্য ওই কর্মীদের ‘বন্দি’ বলতে নারাজ। তাঁর মতে, গোটা ঘটনা ঘিরে বিভ্রান্তি রয়েছে যথেষ্ট। ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনাকে ‘অনভিপ্রেত’ বলে দুঃখপ্রকাশ করে গত কালই ইরান বলেছিল, কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। কিন্তু তা সত্ত্বেও বিশ্বের সমালোচনা এড়াতে পারেনি মাহমুদ আহমেদিনেজাদের সরকার। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ইরানকে তাদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলাকারীদের শাস্তির দাবি তুলেছেন। ইরানের রাষ্ট্রদূতকে বার্লিনে ডেকে পাঠিয়েছে জার্মান সরকার। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন, “আমাদের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার ফল ভাল হবে না। ইরান সরকারকে সেটা বুঝতে হবে।”
|
|
অরুণ মজুমদার |
বারাক ওবামার রাজ্যপাট সামলাতে এ বার বড়সড় দায়িত্ব পেলেন এক প্রবাসী বাঙালি। মুম্বই আইআইটির প্রাক্তন ছাত্র অরুণ মজুমদার। আর তাঁর হাতে এই দায়িত্ব তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা স্বয়ং। ‘অ্যাডভানসড রিসার্চ প্রজেক্টস এনার্জি-এজেন্সি’ (এআরপিএ-ই)-এর ডিরেক্টর অরুণ মজুমদারকে মনোনীত করা হল ‘ইউএস আন্ডার সেক্রেটারি অফ এনার্জি’ পদে। আজ হোয়াইট হাউসের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। মার্কিন শক্তি দফতরের কাজ মূলত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরমাণু শক্তি নিরাপত্তা ইত্যাদি পর্যালোচনা করা। এ ছাড়াও, বিভিন্ন গবেষণামূলক কাজ পরিচালনা। ২০০৯ থেকে এআরপিএ-ই ডিরেক্টর পদে বহাল রয়েছেন অরুণ। তার আগে লরেন্স বার্কলে গবেষণাগারে অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন তিনি।
|
৩ দিনের সফরে আজ মায়ানমার পৌঁছলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। ১৯৫৫ সালে জন ফস্টার ডুলেসের পর এই প্রথম কোনও গুরুত্বপূর্ণ মার্কিন কূটনীতিক এ দেশে এলেন। কাল প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকে বসবেন হিলারি। বিরোধী নেত্রী আউং সাং সু চি-র সঙ্গেও বৈঠকে বসার কথা আছে তাঁর। হিলারির এই মায়ানমার সফর চিন্তা বাড়িয়েছে চিনের। চিনের উপরে চাপ বাড়াতে তাদের ঘনিষ্ঠ দেশগুলির উপরে সম্প্রতি প্রভাব বাড়ানোর কৌশল নিয়েছে আমেরিকা।
|
ন্যাটোর হামলায় ২৪ পাক সেনার মৃত্যুর প্রতিবাদ জানাতে সম্ভাব্য সব ক’টি কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক মঞ্চকেই মরিয়া ভবে কাজে লাগাচ্ছে ইসলামাবাদ। ঘটনাটি নিয়ে ন্যাটো দুঃখপ্রকাশ করার পরেও পাক নেতৃবৃন্দ লাগাতার মার্কিন নীতির কড়া নিন্দা করে যাচ্ছেন। বিষয়টি নিয়ে তাঁরা নালিশ জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জেও। প্রতিবাদের তালিকায় এ বার আফগানিস্তান সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন বয়কট করার হুমকি। দক্ষিণ কোরিয়ায় এক অনুষ্ঠানে মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন আজও বলেন, “বিমানহানার ঘটনায় আমরা দুঃখিত। এটা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তও হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তান বন সম্মেলন বয়কট করলে তা খুবই হতাশাজনক হবে। আফগানিস্তানকে সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক দেশ হিসেবে নতুন করে গড়ে তুলতে ওই সম্মেলনের গুরুত্ব অপরিসীম। প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানেরও প্রয়োজন, ভবিষ্যতে স্থিতিশীল আফগানিস্তানকে পাশে পাওয়া।” কিন্তু প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও দিনই ঘোষণা করেছেন, আফগানিস্তানের মাটিকে ব্যবহার করেই পাকিস্তানের উপরে হামলা চালানো হচ্ছে। তাই ওই সম্মেলনে যোগ দেওয়া তাঁদের পক্ষে অসম্ভব। পাকিস্তানের নিরাপত্তাই তাঁদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ। পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার ফোন করে ব্রিটিশ বিদেশমন্ত্রী উইলিয়াম হেগকে বলেন, আমেরিকাকে তাদের পাক-নীতি খতিয়ে দেখতে বলুক ব্রিটেন।
|
ভারতের মতো দক্ষ কর্মী-সরবরাহকারী দেশগুলির পক্ষে সুখবর। মার্কিন আইনসভা আজ চাকরি সংক্রান্ত ভিসার ক্ষেত্রে নিয়মবিধি অনেকটাই শিথিল করার পক্ষে ভোট দিল। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আজ ধ্বনিভোটে পাশ হয়ে গেল ‘এইচ আর ৩০১২’ বিল। কর্মসূত্রে এ দেশে আসার জন্য বছরে মোট যত ভিসা দেয় মার্কিন সরকার, তার ৭ শতাংশের বেশি এখন কোনও একটি দেশকে দেওয়া হয় না। আজ পাশ হওয়া বিলে সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই নতুন ব্যবস্থার সুবাদে ভারতের মতো দেশ থেকে আরও অনেক কর্মপ্রার্থী আমেরিকা যেতে পারবেন। |
অনেক বারই তাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এ বার নিজেই সাংবাদিক হিসেবে কাজ করবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ও বিদেশসচিব হিলারি ক্লিন্টনের কন্যা চেলসি ক্লিন্টন। এনবিসি নিউজে বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বাবা মা অবশ্য চেলসিকে সংবাদমাধ্যম থেকে দূরেই রাখতে চেয়েছিলেন। |