গ্রন্থাগার সারিয়ে দিল ডিএসপি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা গ্রন্থাগার ভবন সংস্কার ও সম্প্রসারণের কাজ করে দিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ। ভিড়িঙ্গি মোড়ের এই গ্রন্থাগার গড়ে ওঠে ১৯৪০ সালে। ১৯৬২ সালে এটি মহকুমা গ্রন্থাগারে উন্নীত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৫৪৫। দীর্ঘ দিন ধরেই তাঁরা অভিযোগ করছিলেন, উপযুক্ত পরিকাঠামোর অভাবে পড়াশোনা করতে এসে তাঁরা সমস্যায় পড়েন। নির্দিষ্ট বই বের করতেও অসুবিধায় পড়তে হয়। এর পরেই ডিএসপি কর্তৃপক্ষ গ্রন্থাগার ভবনের সংস্কার ও সম্প্রসারণের কাজ করে দেন তাঁরা। সংস্থার ইডি (পি অ্যান্ড এ) জিবেশ মিশ্র জানান, কমিউনিটি সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় এই কাজ করা হয়েছে। |
লাইসেন্সের দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অটো রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট অনুমোদনের দাবিতে বুধবার কয়েকশো অটো চালক মহকুমাশাসকের হাতে দাবিপত্র তুলে দেন। আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে বিএনআর মোড় থেকে মিছিল করে তাঁরা মহকুমাশাসকের কার্যালয়ে যান। সংগঠনের নেতা রাজু অহলুওয়ালিয়ার অভিযোগ, ২০০৬ সাল থেকে ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট দেওয়া বন্ধ রয়েছে। অবিলম্বে তা চালু করতে হবে।
মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, সুপ্রিম কোর্টের নির্দেশেই আসানসোলে যাত্রীবাহী গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার কাজ বন্ধ আছে। তিনি বলেন, “ভারি গাড়ি চালানোর জন্য চালকদের অভিযোগ পুনর্নবীকরণের সময় আবার লার্নারস শংসাপত্র নিতে হচ্ছে। চালকেরা রিটেস্ট দিতে রাজি। বিষয়টি লিখিতভাবে জেলাশাসককে জানাব।” |
ধানের সঠিক দাম চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
একাধিক দাবিতে জামুড়িয়ার বিডিও-র কাছে বিক্ষোভ দেখানোর পরে তাঁর হাতে দাবিপত্র তুলে দিল কংগ্রেস। দলের জামুড়িয়া ব্লক ২ সভাপতি ভক্তিপদ চক্রবর্তী জানান, ধানের উচিত মূল্য, সারে ভর্তুকি চালু করা,কালোবাজারি বন্ধ করা-সহ একাধিক দাবিতে বিক্ষোভ হয়। বিডিও জয়ন্ত দাস জানান, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। |