স্বচ্ছতা উৎসব
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর |
স্বরূপনগর পঞ্চায়েত সমিতি এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার থেকে তিন দিনের ‘স্বচ্ছতা উৎসব’ শুরু হল ব্লক অফিসের পাশে। মূলত, এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান এবং স্বাস্থ্য নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। উৎসবের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। |
উপস্থিত ছিলেন রাজ্যের উদ্বাস্তু পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, স্বরূপনগরের বিডিও অরুণাভ পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ গোস্বামী প্রমুখ। ‘স্বচ্ছতা উৎসব’ উপলক্ষে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগেও এ দিন এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
প্রত্যন্ত এলাকার মানুষজনকে এড্স সর্ম্পকে সচেতন করতে মহকুমা ভিত্তিক প্রশিক্ষণ শিবির হল পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি বলেন, “পুরুলিয়ার তিনটি মহকুমা এলাকার সুসংহত শিশু বিকাশ প্রকল্পে কর্মরত বিভিন্ন গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মচারীদের প্রশিক্ষণ দেবে মাস্টার ট্রেনাররা। তাঁদের এখানে প্রশিক্ষণ দেওয়া হল। এর ফলে প্রত্যম্ত গ্রামাঞ্চলে এড্স সর্ম্পকে প্রচার করা যায়।
|
ক্লালাজ্বর নিয়ে সম্প্রতি সচেতনতা শিবির হল ফাঁসিদেওয়ার হেটমুড়ি এলাকায়। ফাঁসিদেওয়া ব্লক মেডিক্যাল অফিসার সৌমিক গঙ্গোপ্যাধায় জানান, কিছু চা বাগানে প্রায় প্রতিবছর কালাজ্বরের প্রাদুভার্ব দেখা দেয়। তাই এই শিবির করা হয়। |