টুকরো খবর |
খুনের মামলা করল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
গাড়ির ধাক্কায় ডিওয়াইএফের যুব নেতা সুজিত রায়ের মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল। বুধবার ১০ টা নাগাদ ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ করেন তাঁর এক সঙ্গী নকুল রায়। বৃহস্পতিবার দুুপুরে লিখিত অভিযোগ করেন সুজিতবাবুর স্ত্রী মঞ্জু দেবী। এদিন ডিওয়াইএফআইয়ের দার্জিলিং জেলা কমিটির তরফ থেকে শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়ে ঘটনার তদন্ত দাবি করা হয়। ওই ঘটনায় ৩০৪, ২৭৯ ও ৩৩৮ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভলগি অবশ্য দাবি করেছেন, “গাড়িটির হদিস করতে তল্লাশি করা হচ্ছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” বুধবার প্রাতর্ভ্রমণের সময় বাড়ির অদূরে লিউসিপাখুরি এলাকায় পিক-আপ ভ্যানের (টাটা এসি) ধাক্কায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় সুজিতবাবুর সঙ্গে থাকা আরও ১ জন দুর্ঘনায় জখম হয়ে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। সিপিএমের বিভিন্ন মহল থেকে তাঁর মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে সরব হয়। খোদ সিপিএমের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যও ডিওয়াইএফের ওই যুব নেতার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে উচ্চ পর্যায়ের দাবি তুলেছিলেন। সুজিতবাবুর সঙ্গী নকুলবাবু পুলিশে অভিযোগ করেন, সুজিতবাবুকে মারার উদ্দেশ্যেই গাড়িটি তাঁকে ধাক্কা মেরেছে। তিনি দাবি করেছেন, গাড়িটি একেবারে মূল রাস্তা ছেড়ে ফুটপাতে গিয়ে সুজিতবাবুকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশ বুধবার রাতেই ফাঁসিদেওয়া ও বিধাননগরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় বলে জানিয়েছে। ওই দুই এলাকার কোথাও সাদা রঙের চার চাকার (টাটা এসি) কোনও পিক-আপ ভ্যান আছে কি না তা দেখছে পুলিশ। ওই দিন রাতেই নকুল রায়কে থানায় ডেকে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন।
|
আন্দোলনের হুমকি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাজ্যের আর্থিক অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ফের আন্দোলনে নামার হুমকি দিল শিলিগুড়ির বেঙ্গল প্রাইভেট টিউটরস অ্যাসোসিয়েশন। সম্প্রতি সংগঠনের তরফে জেলা স্কুল পরিদশর্ককে স্মারকলিপি দেওয়া হয়েছে। সংগঠনের অভিযোগ, এর আগে জেলা স্কুল পরিদর্শককে দু’দফায় বিষয়টি জানানোর পরেই বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশন বন্ধ করছেন না। সংগঠনের সভাপতি পল্টন পাত্র বলেন, “জুন মাসে দুই দফায় আমরা বিষয়টি জেলা বিদ্যালয় পরিদশর্ককে জানিয়েছিলাম। কিছু শিক্ষক-শিক্ষিকার নাম বিদ্যালয় পরিদর্শক দফতরে জানানো হয়। সম্প্রতি দেখা যাচ্ছে আগামী শিক্ষাবর্ষের পড়ানোর জন্য অগ্রিম নেওয়া শুরু হয়ে গিয়েছে। এটা বন্ধ করতে হবে। নইলে আমরা বড়মাপের আন্দোলন করব।” প্রাইভেট টিউশন পড়ান এমন শিক্ষক-শিক্ষিকাদের তালিকা ফের প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলে সংগঠনের সদস্যরা জানিয়েছেন। দার্জিলিং জেলা বিদ্যালয় পরিদর্শক সঞ্জীব কুমার ঘোষ বলেন, “প্রাইভেট টিউশন বন্ধের জন্য সরকারি নির্দেশনামা রয়েছে। শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়ান না বলে জানালেও তা করান বলে অভিযোগ। আমরা এই রকম অভিযোগ পেলে তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট স্কুলের পরিচালন কমিটিকে বিষয়টি জানিয়ে দেব। বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ-র জেলা সম্পাদক তমাল চন্দ বলেন, “আমরা দারোগা বা পুলিশ নই। সদস্যদের বিষয়টি না করার জন্য বলা ছাড়া কিছু করার নেই।”
|
কংগ্রেসে ২৫ জন |
নিজস্ব সংবাদদাতা • বেলাকোবা |
স্থানীয় স্তরের তিন তৃণমূল নেতা সহ ২৫ জন কংগ্রেসে যোগ দিলেন। বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা অঞ্চলে ওই দল বদলের ঘটনাটি ঘটেছে। দলত্যাগীরা হলেন, বেলাকোবা অঞ্চল কমিটির সভাপতি সহিদুল ইসলাম, সংখ্যালঘু সেলের সভাপতি ফয়জার আলি ও মুদিপাড়া বুথ কমিটির সুধীর রায়। সদর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি তথা জেলা কিসান কংগ্রেস চেয়ারম্যান দুলাল দেবনাথ জানান, তৃণমূলের অনৈতিক কাজকর্মে তাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন। এই উপলক্ষে এ দিন বিকালে স্থানীয় ঘোষপাড়া প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠনিকভাবে তাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন।” দলত্যাগের কথা স্বীকার করে ফয়জার ও সুধীরবাবুরা বলেন, “তৃণমূলের প্রথম সারির নেতারা কোনও বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া হয় না। নিজের খেয়ালখুশি মতো অনৈতিক কাজ ও দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছেন। তাই আমরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছি।” দুলাল দেনাথ, তারাপদ রায়, রমজান আলির মতো কংগ্রেস নেতাদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। জেলা তৃণমূল কার্যকরী কমিটির সভাপতি তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এমন কোনও খবর জানেন না বলে দাবি করেছেন।
|
তেলের ট্যাঙ্কারে আগুন, জখম ৭ |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাস্তায় উল্টে যাওয়া তেলের ট্যাঙ্কারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ রাজগঞ্জ থানার সারিয়াম এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ওই ঘটনায় তেল সংগ্রহ করতে গিয়ে পুড়ে জখম হয়েছেন ৭ জন। তাঁদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাসিন্দারা পালাতে থাকেন। রাস্তার দু’দিকে বহু গাড়ি আটকে পড়ে। ছুটে যায় পুলিশও। প্রায় এক ঘণ্টা ধরে ট্যাঙ্কার জ্বলতে থাকলে জলপাইগুড়ি থেকে দমকলের ৩ টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। পুলিশ জানায়, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সত্যেন মণ্ডল ওই এলাকায় থাকেন। সত্যেনবাবু বলেন, “ভয়ানক অবস্থা। আরও বড় ধরণের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। আগুনের লেলিহানে কেউ কাছে আসতেই পারছিল না।” প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বঙ্গাইগাঁও থেকে ডিজেল ভর্তি ট্যাঙ্কারটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সারিয়াম বাজারের কাছেই গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারেই উল্টে যায়। স্থানীয় কিছু বাসিন্দা তেল সংগ্রহ করতে গিয়ে গাড়িটির কাছে যেতেই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটি উল্টে যাওয়ার সঙ্গে চালক-খালাসি পালিয়ে যায়। আগুন লেগে কয়েকজন জখম হন। বাসিন্দাদের তৎপরতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে।
|
দলবদল |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি সদর ব্লকে প্রায় ১৫০ তৃণমূল কংগ্রেস সমর্থক তাঁদের দলে যোগ দিয়েছেন বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। ব্লক কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, সদর ব্লকের বেলাকোবা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা সইদুল ইসলাম সহ তাঁর অনুমাগীরা কংগ্রেসে যোগ দিয়েছেন। একই দিনে নতুনবস গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ জন তৃণমূল সমর্থক এবং বাহাদুর এলাকার ৫০ জন তৃণমূল নেতা কর্মীরা কংগ্রেসে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত, কংগ্রেস নেতা হাসান আলি প্রধান উপস্থিত ছিলেন। সদর ব্লক কংগ্রেস সভাপতি দুলাল দেবনাথ বলেন, “সদর ব্লকে কংগ্রেসের সংগঠন বাড়ছে।”
|
চোর সন্দেহে ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে প্রধাননগর থানার কুলিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতরা দিন চারেক প্রধাননগরের একটি বাড়িতে চুরি করে। ঘটনার তদন্তে নেমে কুলিপাড়ার বাসিন্দা ওই ৩ জনের কথা জানতে পারে পুলিশ। এদিন তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে অলঙ্কার উদ্ধার করে পুলিশ।
|
ছাই ৪টি ঘর |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
|
আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্য বিলি। নিজস্ব চিত্র। |
আগুনে চার খেত মজুরের ঘরবাড়ি পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ফালাকাটার প্রমোদনগরে। শিশুদের স্কুলে পাঠিয়ে ৪ পরিবারের সদস্যরা অন্যের জমিতে আমন ধান কাটতে গিয়েছিলেন। টিনের চাল ও দরমার বেড়া দেওয়া ঘরগুলি নিমেষে ছাই হয়। ধূপগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য ব্লক প্রশাসনকে জানানো হবে।
|
বিচারককে জুতো |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আদালতের ঢুকে বিচারকের আসন লক্ষ করে জুতো ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার মহকুমা আদালতে ঘটনাটি ঘটেছে।, ওই ব্যক্তির নাম উপল সমাদ্দার। তাঁর আলিপুরদুয়ারের ইটখোলার বাসিন্দা। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সমীর সরকার জানান, এদিন দুপুরে অতিরিক্ত মুখ্যবিচার বিভাগীয় আদালতে এক মানসিক অবসাদগ্রস্ত ব্যাক্তি ঢুকে পড়ে। তিনি জুতো খুলে বিচারকের আসনের দিকে ছুড়ে মারেন। সেই সময় ভারপ্রাপ্ত বিচারক এজলাসে থাকলেও তিনি উদার মানসিকতার পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে কিছু বলেননি।
|
ঝুঁকির পারাপার |
|
ছবি: বিশ্বরূপ বসাক। |
নির্দিষ্ট সময় থেকে প্রায় দেড় ঘন্টা দেরিতে স্টেশনে ট্রেন আসায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি টাউন স্টেশনে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, এনজেপি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি সকাল ৮টা নাগাদ টাউন স্টেশনে আসার কথা থাকলেও সেটি সাড়ে ৯টা নাগাদ স্টেশনে আসে। এতে ডুয়ার্স-সহ বিভিন্ন এলাকায় অফিস যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে প্রায় আধ ঘণ্টা অবরোধ করেন। অবরোধের জেরে বাগরাকোটে প্রহরীবিহীন লেবেল ক্রসিং-এ একটি মালগাড়ি আটকে যায়। দীর্ঘদিন অপেক্ষার করার পর বাসিন্দারা ঝুঁকি নিয়ে ট্রেনের তলা দিয়েই যাতায়াত শুরু করেন। গুলমা স্টেশনে আটকে পড়ে আলিপুরদুয়ার জংশন-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসও।
|
ছাত্র যুব উৎসব |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাজগঞ্জ ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হতে চলেছে রাজগঞ্জে। রবিবার সকাল ১০ টায় স্থানীয় শ্রীসঙ্ঘ ক্লাব মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। ব্লক যুব আধিকারিক প্রশান্ত বর্মন জানান, সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা হবে। ৪ ডিসেম্বর বেলাকোবা হাইস্কুল মাঠেও একই অনুষ্ঠান হবে।
|
জয়ী ভিএনসি |
কিরণ চন্দ্র নৈশ ফুটবলে ফাইনালে উঠল শিলিগুড়ির ভিএনসি ক্লাব। বৃহস্পতিবার কাঞ্চন জঙ্ঘা স্টেডিয়ামে সেমিফাইনালে তারা কলকাতার বিধাননগর ফুটবল অ্যাকাডেমিকে ৩-১ হারিয়েছে। ফাইনালে মহানন্দা স্পোর্টিং ক্লাবও।
|
গাড়ি উদ্ধার, ধৃত |
চোরাই গাড়ি উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া পুলিশ। বুধবার স্থানীয় কান্তিভিটা এলাকায় ঘটনাটি ঘটেছে। গোপন সূত্রে খবর পেয়ে কান্তিভিটা রেল গেটে চার চাকা ওই গাড়িটি আটক করা হয়। চালক পালিয়ে গেলেও গাড়িতে বসা এক আরোহীকে ধরা হয়। |
|