টুকরো খবর
ক্ষমা চাইলেন মনোজ
সতর্কিত হলেন মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বাংলা অধিনায়ককে জানিয়ে দিলেন, হালফিলে যা বিতর্ক তাঁকে নিয়ে ঘটছে তা যেন ভবিষ্যতে আর না ঘটে। শুধু তাই নয়, নিজের অভব্য আচরণের জন্য চিঠি দিয়ে ক্ষমাও চেয়ে নিতে হল মনোজকে। এ দিন নিজের অফিসে ডালমিয়া আলাদা-আলাদা করে বসেছিলেন অধিনায়ক মনোজ, কোচ ডব্লিউ ভি রামনের সঙ্গে। সেখানেই মনোজকে রীতিমতো ভর্ৎসিত হতে হয় প্রেসিডেন্টের কাছে। তাঁকে বলা হয়, বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি যে নির্দিষ্ট সংবাদপত্রের থাকার ব্যাপারে শর্ত আরোপ করেছিলেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। শেষ পর্যন্ত চিঠি দিয়ে মনোজকে লিখতে হয়, ‘সাংবাদিক সম্মেলনকে ঘিরে আমি যা করেছি, তা ঠিক করিনি। ব্যাপারটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। ভবিষ্যতে এ জিনিস আর ঘটবে না।’শুধু মনোজই নন, বাংলার কোচ ডব্লিউ ভি রামনের সঙ্গেও আলাদা করে বৈঠক সারেন সিএবি প্রেসিডেন্ট। তাঁর কাছে জানতে চাওয়া হয়, মনোজের সঙ্গে টিমের বাকি ক্রিকেটারদের সম্পর্ক কেমন? কারণ, রঞ্জিতে ভাল কিছু করতে হলে টিম স্পিরিটটা ঠিকঠাক থাকা দরকার। টিমের সঠিক কম্বিনেশন কী হতে পারে, সে ব্যাপারেও জানতে চাওয়া হয় রামনের কাছে। সন্ধেয় সিএবি-তে ডালমিয়াও বলে দেন, “কোচ-ক্যাপ্টেনের সঙ্গে আজ বৈঠক করেছি। কয়েকটা ব্যাপার নিয়ে কথা হয়েছে। তবে মনোজকে বলে দেওয়া হয়েছে যে, সাংবাদিক সম্মেলনে কোনও নির্দিষ্ট সংবাদপত্রের সাংবাদিককে আটকানো যাবে না। মনোজ এ ব্যাপারে আমাদের একটা চিঠিও দিয়েছে।”

জিতল সম্বলপুর
আন্তঃঅ্যাকাডেমি ফুটবলের খেলা হল দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। নিজস্ব চিত্র।
সারা ভারত আমন্ত্রণমূলক আন্তঃঅ্যাকাডেমি ফুটবলে বৃহস্পতিবারের প্রথম খেলায় জিতল সম্বলপুর ফুটবল অ্যাকাডেমি। নেহরু স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারায় উত্তরাখণ্ড ফুটবল অ্যাকাডেমিকে। দ্বিতীয় ম্যাচে আইএফএ ফুটবল অ্যাকাডেমি ৩-০ গোলে এসইএসএ গোয়া ফুটবল অ্যাকাডেমিকে হারায়। লিগের ফলাফল অনুযায়ী আজ, শুক্রবার ভগৎ সিংহ ক্রীড়াঙ্গণে প্রথম সেমিফাইনালে খেলবে টিএফএ এবং আইএফএ অ্যাকাডেমি। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি ও জেসিটি ফুটবল অ্যাকাডেমি।

পৈলানের ফের ড্র
আই লিগে সাতটি ম্যাচের পরেও জিততে পারল না পৈলান অ্যারোজ। বৃহস্পতিবার যুবভারতীতে প্রথমে পিছিয়েও চিরাগ ইউনাইটেড কেরলের সঙ্গে ১-১ ড্র করল পৈলান। অ্যারোজের টিডি সুখবিন্দর সিংহের দাবি, “প্রি-সিজন কন্ডিশনিং ঠিকঠাক হয়নি।” ৩১ মিনিটে গোল করেন চিরাগের সাবা সলিল। বিরতির পর হেডে গোল শোধ দেন সাবিথ। চিরাগের একমাত্র বিদেশি চার্লস জিশা ৩৬ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখার পরের মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান। বাকি সময়ে পৈলান দশ জনের চিরাগের বিরুদ্ধে প্রাধান্য নিয়েই খেলেছে। কিন্তু গোটা পাঁচেক সহজ সুযোগ নষ্ট করেন সাবিথ-মিলন সিংহরা।

জকোভিচের হার
রাফায়েল নাদালের পরে নোভাক জকোভিচ। এটিপি বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর জকোভিচকে মাত্র ৭৫ মিনিটে ৬-৩, ৬-১ দুরমুশ করে গ্রুপ ‘এ’ থেকে প্রথম সেমিফাইনালিস্ট হলেন স্পেনের ডেভিড ফেরার। যাঁর স্বদেশি নাদালকে গতকাল প্রায় একই ভাবে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে গিয়েছেন রজার ফেডেরার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.