প্যাঙ্গোলিনের হাড় পাচারে এক জনকে গ্রেফতার করল রাজ্য শুল্ক দফতর। বুধবার তাকে শিলিগুড়ির সেবক রোডের ক্যুরিয়র সার্ভিসের অফিস থেকে গ্রেফতার করা হয়। বৃপস্পতিবার তাকে শিলিগুড়ির এসিজেএম সন্তোষ পাঠকের এজলাসে তোলা হলে ‘ট্রানজিট রিমান্ডের’ আদেশ দেন বিচারক। শুল্ক দফতরের আইনজীবী রতন বণিক জানান, ধৃতের নাম রাজু রাই। তার বাড়ি নেপালের ইলম জেলায়। গত দু’বছর ধরে সে দার্জিলিং মোড়ে কাছে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন। হিলকার্ট রোডে একটি অফিস আছে ধৃতের। উড়িষ্যার কেওনঝড় থেকে শিলিগুড়ির রাজু রাইয়ের উদ্দেশে ২০ কেজির ওই প্যাকেটটি পাঠানো হয়। কলকাতায় সেটি আটক করেন শুল্ক দফতরের কর্মীরা। তাঁরা বিষয়টি শিলিগুড়ির শুক্ল দফতরের কর্তাদের বিষয়টি জানান। বুধবার সেটি সেবক রোডের এক ক্যুরিয়র সার্ভিস থেকে রাজুর নেওয়ার কথা ছিল। শুক্ল দফতরের অফিসাররা সেখানে গিয়ে রাজুকে গ্রেফতার করে। আটক করা হাড়ের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। বিদেশের বাজারে এর চাহিদা আছে।
|
ইটভাটা চত্বর থেকে মিলল ১২টি কুকুরের দেহ। কাঁচা ইট নষ্ট করার জন্য ভাটা মালিকই বিষ দিয়ে কুকুরগুলিকে মেরেছেন বলে অভিযোগ গ্রামের মানুষের। বুধবার ডোমজুড়ের কাতলিয়া গ্রামের এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। ইটভাটা মালিক পলাতক বলে জানিয়েছে পুলিশ। |