টুকরো খবর
ঘুমন্ত অবস্থায় দগ্ধ আট জন
ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৮ জনের। কাল রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব চম্পারণ জেলার পিপড়াকোঠি থানার সুরজপুর গ্রামে। দিল্লিতে কাজের খোঁজে যাওয়ায় বেঁচে গিয়েছে এই পরিবারের এক কিশোর। কী ভাবে আগুন লেগেছে পুলিশ তা নিয়ে তদন্ত করছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, লম্ফ থেকে ঘরে আগুন লেগে থাকতে পারে। কাল রাত সাড়ে দশটা নাগাদ যখন ঘরে আগুন লাগে সেই সময় আকলুরাম তাঁর স্ত্রী রঞ্জুদেবী এবং ছয় ছেলেমেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরে আগুন ব্যাপক আকার ধারণ করলে গ্রামের মানুষের ঘুম ভাঙে। গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে এলেও ওই পরিবারের কাউকে বাঁচানো যায়নি। পুলিশকে খবর দেওয়া হলে আকলুরামের পুড়ে যাওয়া ঘর থেকে আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ছেলেমেয়েদের বয়স দেড় থেকে ১২ বছর পর্যন্ত। আকলুরাম জনমজুরের কাজ করতেন। এই ঘটনার পর জেলাশাসক অভিজিৎ সিংহ, পুলিশ সুপার গণেশ কুমার এবং মোতিহারির বিজেপি বিধায়ক প্রমোদ কুমার ঘটনাস্থলে যান। পুলিশ সুপার বলেন, “আগুন লাগার ঘটনায় একই পরিবারের আট জনের মৃত্যু হয়েছে। কী ভাবে আগুন লেগেছে এই মূহূর্তে জানা না গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে লম্ফ থেকে ঘরে আগুন লেগে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে।” বিধায়ক বলেন, “এই পরিবারের ১৬ বছরের কিশোর বুধন রাম কাজের সন্ধানে দিল্লি গিয়েছিল। তাই সে বেঁচে গিয়েছে। সরকারের দুর্ঘটনাজনিত তহবিল থেকে তাকে সাহায্য দেওয়া হবে। ”

জঙ্গলে খোঁজ মিলল অপহৃত শিশুর
অপহরণের পরের দিন অপহৃত শিশুর সন্ধান মিলল অরুণাচলে। গোহপুরের কোকিলাগুড়ি থেকে মঙ্গলবার রাতে পাঁচ বছরের শিশু পল্লাব বারোইকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, উজানি অসমের কুখ্যাত দুষ্কৃতী কোকিলের উপরে প্রতিশোধ নিতেই তার পরিবারের শিশুকে অপহরণের ছক কষা হয়। কিন্তু ভুল করে, অন্য শিশুকে অপহরণ করা হয়। ভুল বুঝে ইটানগরের কাছে জঙ্গলে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। কাল সন্ধ্যায়, গ্রামবাসীরা শিশুটিকে পুলিশে দেন। মণিপুরের শিক্ষামন্ত্রী ডি ডি থাইসির ব্যক্তিগত সচিব কে টি জোশেফের সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে শিশুকন্যাকে স্কুলে পৌছে দিতে যান জোশেফ। লামফেল মৎস দফতরের কাছে জঙ্গিরা তাঁদের গাড়ি থামিয়ে জোর করে গাড়িতে ওঠে। জোশেফের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গুলিতে খুন প্রাক্তন মাওবাদী
গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন প্রাক্তন মাওবাদী নেতা। এক মাস আগে তিনি জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়ি এসেছিলেন। আজ সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে সেওহর জেলা পূর্ণাহিয়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, গৌরী শঙ্কর ঝা নামে প্রাক্তন জোনাল কম্যান্ডার এ দিন সকালে বাড়ির বারান্দায় বসেছিলেন। এমন সময় মোটরবাইক চেপে আসা পাঁচ জন যুবক তাঁর বাড়ি সামনে এসে হঠাৎ গুলি চালাতে শুরু করে। আওয়াজ শুনে তাঁর স্ত্রী দেবতা দেবী বাইরে বেরিয়ে এলে তাঁরও গুলি লাগে। একই সঙ্গে গুলিতে জখম হন তাঁর বিবাহিত মেয়ে পুষ্পাঞ্জলি। দেবতা দেবী পূর্ণাইয়া ব্লকের প্রাক্তন সভাপতি। ডিএসপি (সদর) উমাকান্ত বেইতা বলেন, “পুরনো শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। মাওবাদীদের একটা অংশ এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে।” পুলিশের অনুমান, মাওবাদীরা মনে করছে এই প্রাক্তন মাওবাদী নেতা জেলে থাকাকালীন দলের গোপন খবর পুলিশকে দিয়েছেন। পুলিশের চর অনুমান করেই মাওবাদীরা তাঁকে খুন করেছে বলে মনে করা হচ্ছে। অপরাধীরা সীতামঢ়ী জেলা দিয়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। মুঙ্গের জেলার বাংলাওয়া জঙ্গলে অতর্কিত অভিযান চালিয়ে পুলিশ যোগেশ্বর যাদব নামে এক মাওবাদীকে গ্রেফতার করেছে। গত এপ্রিলে কারেলি গণহত্যা কাণ্ডে এই মাওবাদী জড়িত ছিল বলে পুলিশের দাবি।

বিপাকে প্রাক্তন বিজেপি বিধায়ক
যৌন কেলেঙ্কারিতে এ বার নাম জড়াল রাজস্থানের এক প্রাক্তন বিজেপি বিধায়কের। হরিয়ানার এক মহিলার অভিযোগ, ওই বিধায়কের কাছে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। বিজেপির পক্ষে কিছুটা হলেও ঘটনাটি অস্বস্তির। কারণ কিছু দিন আগেই ভাঁওয়ারি দেবী মামলায় অশোক গহলৌতের সরকারকে আক্রমণ করেছিল বিজেপি। ফলে সরতে হয়েছিল মন্ত্রী মহিপাল মাদেরনাকে।

মাওবাদী নেতার জামিন নাকচ
মাওবাদী তাত্ত্বিক নেতা নারায়ণ সান্যালের জামিনের আবেদন নাকচ করে দিল ছত্তীসগঢ় হাইকোর্ট। সংগঠন মজবুত করার কাজে সক্রিয় সহযোগিতার অপরাধে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, একই মামলায় এর আগে জামিন দেওয়া হয়নি বিনায়ক সেনকে। তাই এ ক্ষেত্রেও জামিন দেওয়া সম্ভব নয়।

‘জন সম্পর্ক যাত্রায়’ বলরামপুরে রাহুল গাঁধী। ছবি: পি টি আই

বৃহস্পতিবার দুপুর দেড়টা। সংসদ ভবনের রিসেপশনে হইচই। জোর করে সংসদে ঢুকতে গিয়ে আটক
২৯ বছরের এক যুবক। নাম অরুণ কুমার। বাড়ি বিহারে। তাঁর দাবি, সে ‘টিম-অণ্ণা’র সদস্য। অণ্ণার গ্রাম
রালেগন সিদ্ধিতেও গিয়ে থেকেছে কিছু দিন। পুলিশের ধারণা, অরুণ মানসিক ভারসাম্যহীন। তবে তার দাবি
খতিয়ে দেখা হচ্ছে। ছবি: পি টি আই


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.