টুকরো খবর
চা কংগ্রেসে ভারতের সমালোচনা
নিম্নমানের চা রফতানির জন্যই বিশ্ববাজারে ভারতীয় চা আসন হারাচ্ছে। আন্তর্জাতিক চা বিপণন সংস্থার কর্তাদের এমনটাই মত। বিশ্বের প্রাচীনতম চা-গবেষণা কেন্দ্র টোকলাইতে আন্তর্জাতিক চা কংগ্রেসের আজ ছিল শেষ দিন। বিশ্বের চা-বিজ্ঞানী, গবেষক, স্বাদগ্রাহক ও চা-প্রেমীদের এই সম্মেলনে নানা ধরনের চায়ের স্বাদ যেমন মিলল, তেমনই নতুন চা দিয়ে বানানো ঠান্ডা পানীয়ের উদ্বোধনও হল। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনার পাল্লাও যথেষ্ট ভারী। চা রফতানির ক্ষেত্রে ভারতের ভুমিকার কড়া সমালোচনা করে ব্রিটিশ চা পরিষদের চেয়ারম্যান উইলিয়াম বিল গরম্যান বলেন, “ভারত ক্রমাগত নিম্নমানের চা বিশ্বের বাজারে পাঠাতে থাকবে, আর আশা করবে ক্রেতারা বোকার মতো সেই চা কিনবে! ভারতের কাছে অনুরোধ, দয়া করে ভাল মানের চা রফতানি করা হোক।” গরম্যানের অভিমত, “স্বাস্থ্যকর পানীয় হিসাবে চা বেচার দিন ফুরিয়েছে। এখন চা বিকোবে চটকে। তাই চায়ের মোড়ক, বিপণন, বিজ্ঞাপন সবই এমনভাবে করা প্রয়োজন যাতে, চা যুব সম্প্রদায়কে টানে।” দুবাই চা ব্যবসায়ী কেন্দ্রের অধিকর্তা সঞ্জয় শেঠী বলেন, “ভারতীয় চা পশ্চিম এশিয়া ও কমনওয়েল্থ দেশগুলির বাজার ধরতে একেবারেই ব্যর্থ। ভারত কেবল নির্দিষ্ট কিছু দেশে চা বিক্রি করছে।” ইংল্যান্ড, দুবাই ছাড়াও, জাপান, কেনিয়া, নেদারল্যান্ড্স, শ্রীলঙ্কা, আমেরিকা, ইরান, বাংলাদেশ, চিন, কানাডা, ইন্দোনেশিয়া, মালাউই, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরাও চা কংগ্রেসে হাজির ছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম বলেন, “চা-কে দেশের জাতীয় পানীয় হিসাবে ঘোষণা করা হোক।” অসম চায়ের প্রশংসায় তিনি বলেন, “পরিমাণ, মান ও মূল্যের নিরিখে অসমের চা বিশ্বের সবাইকে পিছনে ফেলে দিয়েছে।” অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আবার চাকে রাজ্যের পানীয় ঘোষণাই করে ফেললেন।

কোম্পানি বিলে সায় মন্ত্রিসভার
নতুন কোম্পানি বিল ২০১১-এ সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আইনে রূপান্তরিত হতে এর পর তা পেশ হওয়ার কথা সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই। ওই অনুমোদন পেলেই প্রায় অর্ধশতক পুরনো বর্তমান কোম্পানি আইনের জায়গায় চালু হবে নতুনটি। প্রসঙ্গত, আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কোম্পানি আইনকে ঢেলে সাজতেই এই বিল। এর প্রস্তাবগুলির মধ্যে অন্যতম: আমজনতার কাছ থেকে তহবিল সংগ্রহে আরও কড়া বিধি, সংস্থার পর্ষদে স্বাধীন ডিরেক্টরদের কাজের মেয়াদ বেঁধে দেওয়া, তিন বছরের গড় মুনাফার ২% সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয়, ভেতরের খবর ব্যবহার করে বেআইনি শেয়ার লেনদেনে কর্তৃপক্ষ জড়িত থাকলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য করা।

এনআইএফটি-র কেন্দ্র
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের মুখে রায়বরেলীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফ টি)-র স্থায়ী কেন্দ্র গড়ায় আজ সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ জন্য ৯৪ কোটি টাকা বরাদ্দ করা হবে। শিলান্যাসের জন্য শীঘ্রই রায়বরেলী যাবেন সনিয়া। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, উন্নয়নকে প্রচারের বিষয়বস্তু করে এ বার যুব সমাজকে কাছে টানতে চাইছে তারা।

কারখানার সুরক্ষায়
কারখানায় ধোঁয়া, বয়লার ফাটা, বিষাক্ত রাসায়নিকের ব্যবহার ইত্যাদি বিপদের মোকাবিলা করা নিয়ে বৃহস্পতি-বার রাজ্য শ্রম দফতর দু’দিনের কর্মশালা শুরু করল কলকাতায়। কর্মশালায় যোগ দিয়েছেন বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৩০০ শ্রমিক ও অফিসার। হাজির ছিলেন জাতীয় সুরক্ষা কাউন্সিলের সহ-সভাপতি দেবু রায়চৌধুরী, জাতীয় সুরক্ষা পর্ষদের চেয়ারম্যান দীপঙ্কর দত্তগুপ্ত প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.