টুকরো খবর
গাছে ধাক্কা, সিউড়িতে মৃত্যু তিন জনের
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গাছে ধাক্কা মারায় মৃত্যু হল তিন জনের। জখম অবস্থায় ১০ জন আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টে নাগাদ সিউড়ি থানার কোনাইপুর গ্রামের কাছে সিউড়ি-পুরন্দরপুর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতেরা হলেন এনামুল হক (৫৫), শেখ আনিসুর রহমান (৬০) ও শেখ মণ্টু (৫৫)। এনামুল হকের বাড়ি লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে। বাকি দু’জনের বাড়ি ওই থানারই বামনি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সিউড়ির ঈদগার মাঠে এক ধর্মীয়সভায় যোগ দিতে লাভপুর থেকে কয়েক জন একটি গাড়িতে করে যাচ্ছিলেন। সিউড়ি ঢোকার তিন চার কিলোমিটার আগে কোনাইপুর গ্রামের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। বাকি জখম ১০ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এটিএম বন্ধ
এটিএম বন্ধ রয়েছে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। দুবরাজপুর থানা সলংগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু গ্রাহক। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সচেতনতার অভাবে এটিএম ঠিকমতো ব্যবহার করতে না পারা কোনও গ্রাহকের জন্যই আপাতত অচল রয়েছে এটিএম। ব্যাঙ্কের এটিএমের দায়িত্বে থাকা আধিকারিক সমর কুণ্ডু বলেন, “টাকা তোলার পরে কার্ড পাঞ্চ করার জায়গায় কোনও গ্রাহক রসিদ ঢুকিয়ে দিয়েছেন। তার জেরেই বিপত্তি।” তাঁর আশ্বাস, কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শীঘ্রই এটিএম ঠিক হবে।

দেহ উদ্ধার
এক অজ্ঞাতপরিচয় তরুণীর মৃতদেহ উদ্ধার করল পাড়ুই থানার পুলিশ। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পাড়ুইয়ের কেন্দ্রডাঙাল বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পিছনে দেহটি পড়েছিল। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে মৃতদেহের পাশ থেকে মোবাইল ফোন, ডায়েরি উদ্ধার হয়েছে। কিন্তু ফোনে সিম কার্ডও ছিল না।

আন্দোলনের হুমকি
লিখিত ভাবে জানিয়েও রামপুরহাট শহরের ফুটপাথ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের জন্য পুর কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। ১০ দিনের মধ্যে লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা। পুরপ্রধান তৃণমূলের নির্মল বন্দ্যোপাধ্যায় বলেন, “বৃহস্পতিবার কোনও চিঠি পাইনি। তবে তাদের নিয়ে বসতে হবে। বিষয়টি নিয়ে ওরা হয়তো ভুল বুঝেছে। খুব শীঘ্রই আলোচনায় বসব।”

চলছে কর্মবিরতি
দাবিতে অনড় থেকে বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করলেন রামপুরহাট মহকুমা হাসপাতালের বেসরকারি পাহারাদার ও সাফাইকর্মীরা। ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম জানান, হাসপাতাল সুপার, আন্দোলনকারী ও ঠিকাসংস্থাদের নিয়ে বৈঠকে বসতে বলা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.