নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ক্ষমা চাইল মিশরীয় সেনা। আজ ‘সুপ্রিম কাউন্সিল অফ দ্য আর্মড ফোর্সেস’ (এসসিএএফ) এক বিবৃতিতে এ কথা জানিয়ে আশ্বাস দেয়, বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তি হবে। হোসনি মুবারকের সঙ্গে সামরিক শাসকদের তুলনা না করতেও বিবৃতিতে আর্জি জানিয়েছে সেনা। তবে, ক্ষমতা ছাড়ার কোনও ইঙ্গিত তারা দেয়নি। শুধু জানিয়েছে, নির্বাচন যথাসময়েই হবে। টেলিভিশন বিবৃতিতে সেনা সুর নরম করলেও বিক্ষোভ কমার লক্ষণই নেই মিশরে। বুধবার সারা রাত কায়রোর রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চলেছে বিক্ষোভকারীদের। তাহরির স্কোয়ারে জমায়েতও অব্যাহত। বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, হুসেন তানতাওয়াই পদত্যাগ করলে তবেই তাহরির স্কোয়ার ছাড়বেন তাঁরা। মিশরে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনার সমালোচনা করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনার নবি পিল্লাই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন তিনি।
|
জাপানের সুনামি পীড়িত হোক্কাইডো দ্বীপে আজ আবার বড় ধরনের কম্পন অনুভূত হয়। সন্ধ্যা স্থানীয় সময় সাতটা পঁচিশ মিনিটে কেঁপে ওঠে এই দ্বীপ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১। হোক্কাইডোর দক্ষিণে সমুদ্রগর্ভে তিরিশ কিলোমিটার গভীরে কম্পনের জন্ম। আজ সকালে ৫.৯ রিখটারে কম্পন হয়েছিল। |