টুকরো খবর |
সিপিএম সমর্থক খুন, গণপ্রহারে জখম ২
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক সিপিএম সমথর্ককে খুনের পরে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচকের চামাটোলা গ্রাম। শনিবার সকালে ওই গ্রামের কাছে রেললাইনের ধারে আবদুল রকিব (৪২) নামে ওই সিপিএম সমর্থকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে তিনি এলাকায় পরিচিত হাতুড়ে চিকিৎসকও ছিলেন। খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে কংগ্রেস সমর্থক টিঙ্কু শেখ ও তাঁর বাবা সাইদুল শেখকে এরপরে তুলে এনে পেটাতে থাকেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
মালদহের পুল়িশ সুপার জয়ন্ত পাল বলেন, “পুলিশ এক হাতুড়ে ডাক্তারের মৃতদেহ উদ্ধার করেছে। তাঁকে খুন করা হয়েছে সন্দেহে স্থানীয় বাসিন্দারা দু’জনকে মারধর করছিল। গ্রামবাসীদের হাত থেকে তাঁদের উদ্ধার করে কালিয়াচক থানায় নিয়ে আসা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিনগর পঞ্চায়েতের চামাটোলা গ্রামের সিপিএম সমর্থক আবদুল রকিব এলাকায় হাতুড়ে চিকিৎসার পাশিপাশি ইটের ব্যবসা করতেন। ব্যবসায় মন্দা চলছিল বলে স্থানীয় বাসিন্দা টিঙ্কু শেখের কাছ থেকে তিনি বেশ কিছু টাকাও ধার করেছিলেন বলে রকিবের স্ত্রী সাহেনা বিবি জানিয়েছেন।
তাঁর অভিযোগ, “শুক্রবার সন্ধেয় টিঙ্কু বাড়ি এসে টাকার তাগাদা দিচ্ছিলেন। খানিক পরে স্বামীকে টিঙ্কুর সঙ্গে বেরিয়ে যেতে দেখি। রাতে আর বাড়ি ফেরেননি তিনি।” তাঁর অভিযোগ, টিঙ্কুর লোকজনই রকিবকে খুন করেছে। সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা কালিয়াচকের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ বলেন, “সরকার পরিবতর্নের পরই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে কংগ্রেস। একের পর এক খুন হচ্ছেন আমাদের কর্মী-সমর্থকেরা।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা অবশ্য মনে করেন, “রকিবের মৃত্যুর পিছনে কোনও রাজনীতি নেই। নিছকই অপমৃত্যুর ঘটনা।” আলিনগর পঞ্চায়েতের সিপিএম প্রধান শেখ মইনুল বলেন, “এ দিন সকালে দেহটি উদ্ধারের পরে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে টিঙ্কু ও তাঁর বাবাকে মারধর করছিল। পুলিশ সময়মতো না এলে অঘটন ঘটত।” |
খুন সিপিএম সমর্থক, জখম ২
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
এক সিপিএম সমথর্ককে খুনের পরে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচকের চামাটোলা গ্রাম। শনিবার সকালে গ্রামের কাছে রেললাইনের ধারে আবদুল রকিব (৪২) নামে ওই সিপিএম সমর্থকের দেহ মেলে। পুলিশ জানায়, তিনি এলাকায় পরিচিত হাতুড়ে চিকিৎসকও ছিলেন। খুনে জড়িত সন্দেহে কংগ্রেস সমর্থক টিঙ্কু শেখ ও তাঁর বাবা সাইদুল শেখকে এরপরে মারধর করেন গ্রামবাসীরা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। মালদহের পুল়িশ সুপার জয়ন্ত পাল বলেন, “এক হাতুড়ে ডাক্তারের দেহ উদ্ধার হয়েছে। তাঁকে খুন করা হয়েছে সন্দেহে বাসিন্দারা দু’জনকে মারধর করছিল। তাঁদের উদ্ধার করা হয়েছে।” আবদুল রকিব ইটের ব্যবসাও করতেন। ব্যবসায় মন্দা চলছিল বলে টিঙ্কু শেখের কাছ থেকে তিনি বেশ কিছু টাকা ধার নেন বলে রকিবের স্ত্রী সাহেনা বিবি জানান। তাঁর অভিযোগ, “শুক্রবার সন্ধেয় টিঙ্কু বাড়ি এসে টাকা চাইছিলেন। খানিক পরে স্বামী টিঙ্কুর সঙ্গে বেরিয়ে যা। আর ফেরেননি। টিঙ্কুর লোক তাঁকে খুন করেছে।” সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও কালিয়াচকের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ বলেন, “সরকার পরিবতর্নের পরই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে কংগ্রেস।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা অবশ্য মনে করেন, “রকিবের মৃত্যুর পিছনে কোনও রাজনীতি নেই।” |
টিএমসিপি নেতা অভিযুক্ত র্যাগিংয়ে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আইন কলেজের এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগে উত্তাল হল বালুরঘাট। বালুরঘাট আইন কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে তাঁর তিন সহপাঠী শুধু গালিগালাজ নয়, তাঁকে শারীরিক অত্যাচারও করেছে বলে অভিযোগ করেছে মানসিক ভাবে বিধ্বস্ত ছাত্রীটি। তাঁর সঙ্গে অন্য সহপাঠীরা যাতে কথা না বলে সে ব্যাপারেও ফতোয়া জারি করেছে ওই তিন ছাত্র। ছাত্রীটির বাবা হরিদাস ব্রহ্ম জেলার পুলিশ সুপার চিরন্তন নাগের কাছে এমনই অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই তিন ছাত্রের মধ্যে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র কলেজ ইউনিটের সম্পাদকও। তবে ওই ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করে শনিবার বিকেল থেকে কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে টিএমসিপি। তারা এ দিন কলেজের অধ্যক্ষ সন্তোষ তেওয়ারিকে ঘেরাও করে। অভিযোগ প্রত্যাহার করা না হলে অনশনে বসার হুমকিও দিয়েছেন তাঁরা। পুলিশ সুপার অবশ্য অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সন্তোষবাবু বলেন, “এর আগে ওই তিন ছাত্রের বিরুদ্ধে ওই ছাত্রীটিকে বিরক্ত করার অভিযোগ উঠেছিল। সতর্কও করা হয়েছিল তাঁদের। কিন্তু ফের ওই ছাত্রীকেই হেনস্থা করায় হরিদাসবাবু আমার কাছে অভিযোগ করেন।” হরিদাসবাবুর অভিযোগ, “অত্যাচারে আমার মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে। কলেজে যাওয়াই বন্ধ করে দিয়েছে।” |
হামিদপুর চরে স্কুল খুলল সর্বশিক্ষা মিশন
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
‘ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন চাইল্ড রাইটস’-এ নির্দেশে শনিবার মালদহের হামিদপুর চরে একটি প্রাথমিক স্কুল খুলল সর্বশিক্ষা মিশন। দীর্ঘদিন ধরে চরের বাসিন্দারা ওই দাবি আদায়ের জন্য লড়াই করছিলেন। তা পূরণ হওয়ায় খুশি কালিয়াচকের ওই চরের বাসিন্দারা। সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক চিন্ময় সরকার বলেন, “আজকে হামিদপুর চরে প্রথম সরকারি প্রাথমিক স্কুল খোলা হল। ওই স্কুল তৈরির জন্য সর্বশিক্ষা মিশন থেকে ৮ লক্ষ ৬২ হাজার টাকা অনুমোদন করা হয়েছে। ওই স্কুলের জন্য ইতিমধ্যে জেলা প্রাথমিক সংসদ থেকে দুইজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। স্থানীয় এলাকার বাসিন্দারা স্কুল তৈরির জন্য ২০ কাঠা জমি দিয়েছে। সেই নিচু জমিতে ১০০ দিনের কাজের প্রকল্পে মাটি ফেলে স্কুল ভবন তৈরি করা হবে।” চিন্ময় বাবু বলেন, আগামী সপ্তাহে নারায়ণপুর চরে আরো একটি প্রাথমিক স্কুল খোলা হবে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রামপ্রবেশ মন্ডল বলেন, “চরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূর্ণ করতে পেরে নিজেকে গবির্ত বলে মনে হচ্ছে।” জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গঙ্গা ভাঙ্গনের ফলে সর্বস্ব খুইয়ে কালিয়াচকের পঞ্চানন্দপুরের কয়েক হাজার উদ্বাস্তু হয়ে পড়েন। নতুন জেগে ওঠা চরে আস্তানা গেড়ে বসবাস শুরু করেন দুর্গতেরা। কিন্তু হামিদপুর চরে ছিল না কোনও সরকারি স্কুল নেই। ৪২১ জন ছাত্রের শিক্ষার স্বার্থে চরের বাসিন্দারা তাই আন্দোলন শুরু করেছিলেন। ওই স্কুল গড়ে সেই দাবিকেই স্বীকৃতি দিল সরকার। |
শহর সাজাতে কমিটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির সৌন্দর্যায়নে দার্জিলিংয়ের জেলাশাশকের নেতৃত্বে ৬ জনের মনিটরিং কমিটি তৈরি হল। শুক্রবার শিলিগুড়ি সার্কিট হাউসে বৈঠক করে ওই কমিটির কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। কমিটিতে দার্জিলিংয়ের জেলাশাসক ছাড়াও শিলিগুড়ি পুরসভার মেয়র, জলপাইগুড়ির জেলাশাসক, কমিশনার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের পুলিশ সুপার, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক থাকবেন। বৈঠকে ঠিক হয়, শহরের বিদ্যুদয়ন, পার্কগুলির আধুনিকীকরণ, ফুটপাথ দখলমুক্ত করে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি মহানন্দার পাড়ে সবুজায়ন, শহরে ছোট ফুটব্রিজ তৈরির সিদ্ধান্তও হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “শহরকে দ্রুত সাজিয়ে তুলে জেলাশাসককে সামনে রেখে কমিটি তৈরি করা হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।” |
শহর সাজাতে ৬ জনের কমিটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির সৌন্দর্যায়নে দার্জিলিংয়ের জেলাশাসকের নেতৃত্বে ৬ জনের মনিটরিং কমিটি তৈরি হল। শুক্রবার শিলিগুড়ি সার্কিট হাউসে বৈঠক করে ওই কমিটির কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। কমিটিতে শিলিগুড়ি পুরসভার মেয়র, জলপাইগুড়ির জেলাশাসক, কমিশনার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের পুলিশ সুপার, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক থাকবেন। ঠিক হয়, শহরের বিদ্যুদয়ন, পার্কগুলির আধুনিকীকরণ, ফুটপাথ দখলমুক্ত করে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি মহানন্দার পাড়ে সবুজায়ন, শহরে ছোট ফুটব্রিজ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “শহর সাজাতে জেলাশাসককে সামনে রেখে কমিটি হয়েছে। আশা করছি দ্রুত শিলিগুড়ির আকর্ষণ বাড়বে পর্যটকদের কাছে।” |
বেতন নেই, অবস্থান
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আলিপুরদুয়ার ডিপোর কর্মীরা। শনিবার সকাল থেকে ডিপোর অফিসের বারান্দায় নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের সমর্থকরা অবস্থান বিক্ষোভ করেন। সংগঠনের পক্ষে জীবন দাস জানান, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের ২১টি ডিপোর কর্মীদের অক্টোবরের বেতন দেওয়া হয়নি। বেতন না দেওয়া পযর্ন্ত এই কর্মসূচি চলবে। এ জন্য গাড়ি চলাচলে কোনও বিঘ্ন না হয় সে দিকে নজর রাখা হচ্ছে। |
ধর্ষণ, যুবক ধৃত
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আড়াই বছরের মামাতো বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার জয়গাঁয় ধৃত ওই যুবকের নাম প্রবীণ কামি। বিচ চা বাগানের বাসিন্দা এক দম্পতি তাদের আড়াই বছরে মেয়েকে মামার বাড়িতে রেখে হাসপাতালে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে আর খুঁজে পাননি। পর দিন বাগানের ১৬ নম্বর সেকশনে শিশুটির দেহ মেলে। ঘটনার পর প্রবীণ দিল্লিতে পালিয়ে যায়। |
চিকিৎসার ভার নিলেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক বালিকার চিকিৎসার দায়িত্ব নিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শনিবার মন্ত্রীর প্রতিনিধির সঙ্গে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় ১১ বছরের দীপিকা চিকবরাইক। সঙ্গে মা-বাবা। গৌতমবাবু বলেন, “সরকারি তরফে টাকা দেওয়া হচ্ছে না। আমি ব্যক্তিগত ভাবে ওর চিকিৎসার দায়িত্ব নিয়েছি।” তিনি জানান, প্রথমে দীপিকাকে শিলিগুড়ির নার্সিংহামে পরীক্ষা করানো হবে। ডুয়ার্সের ঢেকলাপাড়া চা বাগান বন্ধ হওয়ার পর বিপাকে পড়েন দীপিকার বাবা রামচন্দ্র। সম্প্রতি জানতে পারেন দীপিকা থ্যালাসেমিয়া আক্রান্ত। গত ৯ অক্টোবর বাগানে ত্রাণ দিতে গিয়ে বিষয়টি জানতে পারেন গৌতমবাবু। |
যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। নাম গোবিন্দ দাস (২২)। বাড়ি ডুয়ার্সের কুমারগ্রাম ব্লকের ক্ষীরঝিড়ির পূর্ব শালবাড়ি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমির ফসল ভাগাভাগি নিয়ে কাকার সঙ্গে বচসা বাধে গোবিন্দর। তার জেরে শুক্রবার রাতে কীটনাশক খান গোবিন্দ। প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যানা গোবিন্দ। এই ঘটনায় গোবিন্দর বাবা অধীর দাস কুমারগ্রাম থানায় ভাই হরেন দাস ও তাঁর ছেলে গৌরাঙ্গ দাসের নামে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্তে নেমেছে। |
বসছে নতুন মেশিন
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
নিউ কোচবিহারে সংস্থার কেন্দ্রীয় ওয়ার্কশপ পুনরুজ্জীবনে উদ্যোগ নিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ। আগামী সোমবার ওই উদ্যোগের প্রাথমিক ধাপ হিসেবে অত্যাধুনিক স্বয়ংক্রিয় টায়ার রিসোলিং মেশিন বসানো হচ্ছে কোচবিহারে। এর সাহায্যে পুরনো টায়ার মেরামত করে ব্যবহারযোগ্য করা যাবে। নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বাম সরকারের অবহেলায় মৃতপ্রায় ওয়ার্কশপটির পুনরুজ্জীবনে প্রাথমিক ভাবে রিসোলিং মেশিন বসানো হচ্ছে।” |
জাল নোট-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জাল নোট কারবারে জড়িত সন্দেহে শুক্রবার রাতে রাসমেলা থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ফিরোজ ইসলাম ও কাজিরুল ইসলাম। বাড়ি ময়নাগুড়িতে। ধৃতদের কাছ থেকে ৫০০ টাকার ২৫টি নোট উদ্ধার হয়েছে। |
আত্মঘাতী যুবক
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে এক সদ্য-যুবক। শনিবার আমবাড়ি ফাঁড়ির গধেয়াগঞ্জে মৃত ওই যুবকের নাম মোস্তাফা মহম্মদ (১৮)। এ দিন সকালে বাড়ির লোকেদের অনুপস্থিতিতে তিনি গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। কারণ হিসেবে পুলিশ জানায়, মানসিক অবসাদ। |
গাড়ি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
একটি পরিত্যক্ত বিলাসবহুল গাড়ি উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে বক্সিরহাটের টাকোয়ামারির একটি জঙ্গল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। সেটি চুরি করে নিয়ে যাওয়ার পথে লুকিয়ে রাখা হয় বলে পুলিশের ধারণা। |
ট্রাক উল্টে জখম ১১ |
ট্রাক উল্টে জখম হলেন ১১ জন। শনিবার সকালে হলদিবাড়ির কাশিয়াবাড়ি এলাকায় হলদিবাড়ি-জলপাইগুড়ি সড়কের ঘটনায় আহত দু’জনকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের হলদিবাড়ি গ্রামীণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেওয়া হয়। |
|