সিপিএমকে ‘শিক্ষা’ দিতে কোচবিহার জেলায় বামফ্রন্টের ঘোষিত আন্দোলন কর্মসূচি থেকে সরে দাঁড়াল ফরওয়ার্ড ব্লক।
শুক্রবার ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা নেতৃত্ব আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর তা নিয়েই জেলার বাম-মহলে শোরগোল পড়ে গিয়েছে।
ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, দিনহাটা মহকুমায় সিপিএমের বিভিন্ন লোকাল কমিটির সম্মেলনের প্রতিবেদনে তাদের তুলোধোনা করা হচ্ছে। পরিকল্পিত ভাবে বাম-মনস্ক মানুষের কাছে ফরওয়ার্ড ব্লকের ‘ভাবমূর্তি’ খারাপ করতেই ওই সমস্ত প্রতিবেদন সংবাদ মাধ্যমের হাতেও তুলে দেওয়া হচ্ছে। শুক্রবার দিনহাটায় দলের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে এসে ফব কর্মীরা দলীয় নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেন। এরপরেই বামফ্রন্টের কর্মসূচি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জেলা ফব নেতারা।
দলের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “বাম-মনস্কদের কাছে ফরওয়ার্ড ব্লকের ভাবমূর্তি খাটো করতে সংবাদ মাধ্যমের কাছে লোকাল সম্মেলনের প্রতিবেদন তুলে দিচ্ছে সিপিএম। যা পরিকল্পিত ভাবেই করা হচ্ছে। সে জন্যই ২৪ থেকে ২৮ তারিখের বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচি থেকে আমরা সরে দাঁড়াচ্ছি।”
এ ব্যাপারে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “ওঁরা কী করবেন, সেটা ওঁদের ব্যাপার। তবে কর্মসূচি থেকে সরে না গিয়ে বিষয়টি নিয়ে ওঁরা ফ্রন্টের বৈঠকে আলোচনা করতে পারতেন।”
সম্প্রতি দিনহাটার ভেটাগুড়ি লোকাল কমিটির সম্মেলনে সিপিএম যে প্রতিবেদন প্রকাশ করে তাতে ফব-র ‘রাজনৈতিক চরিত্র’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক তাঁদের ‘কাঁধে চড়ে’ই নির্বাচনী বৈতরণী পার হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে ফব কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে মহাজোট গড়তে পারে বলেও কর্মীদের সতর্ক করা হয়েছে। এমনকী নিগমনগর লোকাল কমিটির সম্মেলনে অভিযোগ ওঠে, বিধানসভায় তাঁরা কোনও আসন না পাওয়ায় ফব কর্মীরা উল্লসিত হয়েছেন। পাশাপাশি উল্লেখ ছিল, তৃণমূলের সঙ্গে ফব কর্মীদের ‘ঘনিষ্ঠতা’র।
ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের যুক্তি, নীতিগত ভাবে তাঁরা ভুল পদক্ষেপ করলে তার সমালোচনা হতে পারে। কিন্তু শরিক দলের সম্মেলনের প্রতিবেদনে এমন রাজনৈতিক শিষ্টাচার বিরোধী ভাষা কেন প্রয়োগ করা হবে? উদয়নবাবু বলেন, “যা ঘটেছে তা নিয়ে আমরা দলীয় স্তরে আলোচনায় বসব। তার পরে সিপিএম নেতৃত্বের মনোভাব বুঝে অন্য কোনও কর্মসূচিতে সিপিএমের সঙ্গে অংশ নেব কি না ঠিক করব।”
মূল্যবৃদ্ধি, সন্ত্রাস, সারের কালোবাজারি-সহ ১২ দফা দাবিতে ২১ নভেম্বর তুফানগঞ্জে, ২৪ নভেম্বর দিনহাটা, ২৫ নভেম্বর মাথাভাঙা মহকুমাশাসকের দফতরের সামনে আইন অমান্যের ডাক দিয়েছে কোচবিহারে জেলা বামফ্রন্ট। ২৮ নভেম্বর ওই কর্মসূচি হবে কোচবিহারে জেলাশাসকের দফতরের সামনে। কিন্তু ফব সরে দাঁড়ানোয় সিপিএমের একক শক্তিতে আইন অমান্য কতটা সফল হবে, এখন প্রশ্ন উঠেছে তা নিয়েই। |