টুকরো খবর |
গঙ্গায় ডুবে মৃত্যু কিশোরের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খেলাধুলোর পর গঙ্গায় স্নান করতে গিয়েছিল তিন বন্ধু। সে সময় জলে তলিয়ে যায় দু’জন। শনিবার সকালে বরাহনগরের আলমবাজারের রামলোচন ঘাটে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এক জনের দেহ উদ্ধার হয়েছে। অন্যের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের ডুবুরি বাহিনী। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চেতন সিংহ (১৫)। ওই কিশোরের বাড়ি ব্যারিস্টার পি মিত্র রোডে। সন্ধ্যা পর্যন্ত তার বন্ধু বান্টি আর্যের খোঁজ মেলেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকালে আলমবাজার ঘাটের পাশের একটি মাঠে ক্রিকেট খেলছিল চেতন, বান্টি এবং মোহিত গুপ্ত নামে তিন কিশোর। খেলা শেষে তারা গঙ্গায় স্নান করতে নামে। ঘাটের কাছেই ছিলেন শ্রীকুমারী যাদব। তিনি বলেন, “ওরা জলে নেমে লাফালাফি করছিল। মোবাইলে ছবিও তুলছিল। হঠাৎ বাঁচাও, বাঁচাও চিৎকার। তিনটে ছেলেই জলে হাবুডুবু খাচ্ছিল।” পুলিশ জানিয়েছে, স্থানীয় এক যুবক জলে ঝাঁপ দিয়ে এক জনকে টেনে তোলে। তত ক্ষণে বাকি দু’জন তলিয়ে যায়। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে নামেন। অজ্ঞান অবস্থায় চেতনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। |
আত্মহত্যার চেষ্টা এএসআই-এর
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
নিজের সার্ভিস রিভলভার থেকে কপালে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন সন্দেশখালি থানার এএসআই প্রদীপ গঙ্গোপাধ্যায়। বছর পঞ্চাশের ওই পুলিশ অফিসার সন্দেশখালির বয়ারমারি পুলিশ চৌকিতে কর্মরত। শনিবার সকালে সন্দেশখালি থানায় আসেন। সেখান থেকে দুপুর পৌনে ২টো নাগাদ ব্যারাকে নিজের ঘরে ফিরে যান। কিছু ক্ষণের মধ্যে গুলির শব্দ শুনে সহকর্মীরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ছটফট করছেন প্রদীপবাবু। তাঁকে প্রথমে সরবেরিয়ার এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রদীপবাবুর বাড়ি হুগলির কোন্নগরের কানাইপুরে। এসডিপিও (আরামবাগ) আনন্দ সরকার বলেন, “কী কারণে প্রদীপবাবু সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন, তা পরিষ্কার নয়। খতিয়ে দেখা হবে।” |
‘শ্লীলতাহানি’, হাতুড়ে ধৃত
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর |
এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ এক হাতুড়েকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায়। ধৃতের নাম সানোয়ার খান ওরফে মুন্না ডাক্তার। পুলিশ জানিয়েছে, জ্বর, সর্দির উপসর্গ নিয়ে বছর চোদ্দর এক নাবালিকা ওই হাতুড়েকে দেখাতে যায়। পরে বাড়ির লোকজনকে সে জানায়, ওই হাতুড়ে তার শ্লীলতাহানি করেছেন। বিষয়টি জানাজানি হতে উত্তেজনা ছড়ায়। বেগতিক বুঝে পুলিশ সানোয়ারকে তেলেনিপাড়া ফাঁড়িতে নিয়ে আসে। কয়েকশো বাসিন্দা ফাঁড়ির সামনে জড়ো হয়। শেষ পর্যন্ত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতুড়েকে গ্রেফতার করা হয়। এসডিপিও (চন্দননগর) তথাগত বসু বলেন, “নাবালিকার বাড়ির লোকজনের অভিযোগে মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।” |
পিস্তল নিয়ে ধাওয়া, হাওড়ায় ধৃত ২ যুবক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রকাশ্য রাজপথে পিস্তল হাতে এক যুবককে তাড়া করছে আর এক যুবক। চোখের সামনে এই ঘটনা দেখে গাড়ি চালিয়ে পথ আটকে সশস্ত্র ওই যুবককে ধরে ফেলেন ট্রাফিক পুলিশের এক কর্তা। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার পঞ্চাননতলায়। পুলিশ জানায়, দু’জন যুবককেই গ্রেফতার করা হয়েছে। সশস্ত্র যুবকের নাম পিন্টু পাল। বিশ্বজিৎ রায় নামে এক যুবককে সে তাড়া করছিল। পিন্টুর কাছ থেকে একটি দেশি পিস্তল ছাড়াও থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি সুকেশ কুমার জৈন জানান, এ দিন বিকেলে ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভাস্কর মুখোপাধ্যায় পঞ্চাননতলা রোডে গাড়ি নিয়ে ফিরছিলেন। |
পলতায় মহিলার ব্যাগ ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলে বেরনোর সময়ে এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ধাক্কায় পড়ে গিয়ে জখম হন ওই মহিলা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার পলতা স্টেশনের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পূর্বশ্রী এলাকার বাসিন্দা জয়ন্তী বিশ্বাস নামে ওই মহিলা এটিএম থকে ২৫ হাজার টাকা তোলেন। হাতব্যাগে টাকা রেখে বেরনোর সময়েই দু’টি মোটরবাইকে আসা চার দুষ্কৃতী তাঁর কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ধাক্কা দেয়। তার পরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। প্রাথমিক চিকিৎসার পরে জয়ন্তীদেবী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। |
স্কুলভোটে মনোনয়ন নিয়ে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একটি স্কুল নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় নৈহাটির হাজিনগর এলাকায়। এ দিন ওই এলাকার আদর্শ হিন্দু স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সিপিএমের অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকেরা তাদের স্কুলে ঢুকতে দেননি। উল্টে সিপিএম কর্মীদের উপরে হামলা চালানো হয়। তিন-চার জন জখম হন। এ ব্যাপরে সিপিএমের পক্ষ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। |
বারাসতে ডাকাতি, মূল অভিযুক্ত ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারাসতের পান্নাঝিল এলাকায় সপ্তাহ দুয়েক আগে গৃহকর্ত্রীকে মারধর করে লুঠ করে পালিয়েছিল ডাকাত দল। ওই ঘটনায় মিঠুন ভৌমিক নামে এক যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। ডাকাতির ঘটনায় মিঠুনই মূল অভিযুক্ত বলে দাবি পুলিশের। তাকে জেরা করে লুঠের কিছু মালপত্র ও আড়াই কিলো গাঁজাও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ৬ নভেম্বর রাতে মিঠুন ও তার দলই পান্নাঝিল এলাকায় ডাকাতি করে। মিঠুনের সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানায় পুলিশ। |
|