বেনেটন সংস্থার অতি-অভিনব ‘আনহেট’ প্রচার-অভিযান লইয়া বিস্তর তর্ক চলিতেছে। শোভন-অশোভন, উচিত-অনুচিত ইত্যাদি তর্ক থাকুক। প্রশ্ন ওই শিরোনামটি লইয়া। ঘৃণা করিবেন না এই একটি কথা যদি দুনিয়ার ক্ষমতাবানরা শোনেন, পৃথিবী অনেক বেশি বাসযোগ্য হইবে। কিন্তু অ-ঘৃণা না করিবার উপদেশ দিতে চাহিলে চুম্বনের প্রতীক কেন? ভালবাসা, কাছে আসা, ঠোঁটে ঠোঁট অভিলাষীদের নিকট সকলই অতি উত্তম। ভালবাসা বিশ্বজয়ী হউক। সকল দূরত্ব ঘুচিয়া যাক। শত ওষ্ঠ বিকশিত হউক। কিন্তু সেই সকল না করিয়াও ঘৃণা হইতে শতহস্ত দূরে থাকা যায়। বস্তুত, বাস্তব পৃথিবীতে ভালবাসা দিয়া ঘৃণা জয় করিবার উপদেশ কতটা কার্যকর হইবে, বলা খুব কঠিন। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষাটি দুনিয়াদাররা গ্রহণ করিলেই পরম ভরসা পাওয়া যাইবে। প্রতিপক্ষগণ পরস্পরের কাছে না আসিলেও ক্ষতি নাই, ঘৃণা হইতে দূরে থাকুন, ব্যস। |