গত ২৪ ঘণ্টায় জোড়া খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাঁচি শহর লাগোয়া ওঁরমাজি থানা এলাকা। এক জনকে গলায় ফাঁস লাগিয়ে, পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে। আর এক জনকে মারা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এক জন ডাহু এলাকার বাসিন্দা। তাঁর নাম মতিউল্লাহ্ আনসারী (৪৫)। জমিজমার ব্যবসা করতেন। শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাতে জিরাবার ফুটবল ময়দানের কাছে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁকে গলায় ফাঁস দিয়ে, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। দ্বিতীয় খুনের ঘটনাটি আজ ঘটেছে চাকলা অঞ্চলে। এখানে খুন হয়েছেন রতিলাল মাহাত নামে মাঝবয়সী এক ব্যক্তি। তাঁর শরীরে ধারালো আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই জোড়া খুনের প্রতিবাদে গত কাল রাত থেকেই পথে নামেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের বক্তব্য, আনসারীর নিখোঁজ থাকার খবর তাঁর পরিবারের তরফে সকালেই থানায় জানানো হয়। কিন্তু পুলিশ এই অভিযোগে কোনও রকম গুরুত্ব দেয়নি।
|
তিন দিন ধরে টানা তল্লাশি চালিয়েও সিস্টার ওয়ালসার হত্যাকারীদের খোঁজ পায়নি পুলিশ। তবে যে ধর্ষণের ঘটনার এফআইআর লিপিবদ্ধ করার জন্য সিস্টারের দাবি পাকুড়ের আমরাপাড়া থানা খারিজ করে দিয়েছিল, সিস্টার খুন হওয়ার পর সেই ধর্ষণের ঘটনার তদন্তেই পুলিশ তৎপর হয়ে উঠেছে। ওই ঘটনায় মূল অভিযুক্তকে আজ পুলিশ গ্রেফতার করেছে। পাকুড় জেলার পুলিশ সুপার অমরনাথ খান্না জানান, ওই ধর্ষণের ঘটনার এফআইআর-এ মূল অভিযুক্ত কলেজ ছাত্র এডভিন মুর্মুকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় ধৃত যুবকের সঙ্গী আরও তিন জনের খোঁজ চলছে। তবে তিন দিন ধরে তদন্ত চালিয়েও সিস্টার খুনের ইতিবাচক কোনও সূত্র পুলিশ পায়নি। এরই মধ্য আজ পাচুয়ারা গ্রামেরই সন্দেহভাজন আরও ৮ জনকে আটক করে জেরা শুরু করেছে পুলিশ। এ নিয়ে সিস্টার খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশ সন্দেহভাজন মোট ১৫ জনকে আটক করল। পুলিশ সূত্রের খবর, আটকদের অধিকাংশই পাচুয়ারা গ্রামের বাসিন্দা এবং সিস্টারের একদা ঘনিষ্ঠ।
|
পরেশপন্থী আলফা নতুন কেন্দ্রীয় সমিতি তৈরি করছে। আলফার এই গোষ্ঠীর মুখপাত্র অরুণোদয় দহোটিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, আলফার সম্পূর্ণ সামরিকীকরণ হয়েছে বলে যে সংবাদ প্রচারিত হচ্ছে তা সত্য নয়। সংগঠনের সংগ্রাম-কর্মসূচি রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেই পরিচালিত হয়। সেনাধ্যক্ষ পরেশ বরুয়া বাদে আলফার পুরনো কেন্দ্রীয় সমিতির প্রায় কেউই সংগ্রামের রাস্তায় নেই, তাই ‘বিপ্লব চালিয়ে যেতে’ নতুন কেন্দ্রীয় সমিতি গড়া আশু প্রয়োজন।
|
মাওবাদী প্রভাবিত পশ্চিম সিংভূম জেলার সারেণ্ডা থেকে গত কাল যৌথবাহিনী শক্তিশালী ল্যান্ডমাইন এবং ডিটোনেটর-সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে। পাওয়া গিয়েছে তিনটি বড়মাপের বাক্সবোঝাই মাওবাদী গেরিলা-পোশাক এবং কিছু নথিপত্রও। আজ পশ্চিম সিংভূম জেলার এসপি অরুণকুমার সিং জানিয়েছেন, গত কাল সারেণ্ডার জেরাকেলা থানা এলাকার জঙ্গলে সিআরপি জওয়ানদের সঙ্গে জেলা পুলিশের যৌথ অভিযান চলছিল। সেই সময়েই ১৮ কেজি ওজনের একটি ল্যান্ডমাইন পাওয়া যায়। মিলেছে ৩৫টি ডিটোনেটর এবং ১৫০টি ফিউজ।
|
অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন ইঞ্জিনিয়ারিং ছাত্রও রয়েছে। পুলিশ সূত্রে খবর, গত শনিবার গাড়ি করে বাড়ি ফেরার সময়ে দুই ছাত্রকে অপহরণের চেষ্টা করে ওই পাঁচ যুবক। কিন্তু ছাত্ররা চেঁচিয়ে ওঠায় আশপাশের লোকেরা সতর্ক হয়ে যায়। বেগতিক বুঝে পালিয়ে যায় তারা। |