পশ্চিমী দুনিয়ার অথর্নীতির উপর নতুন করে ঘনিয়ে আসা মন্দার মেঘ ভারত ও এশীয় দেশগুলির সহযোগিতার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে এই মন্তব্য করে ২০১২ সালের মার্চের মধ্যে পরিষেবা বিনিময় ও লগ্নি চুক্তি চূড়ান্ত করার উপর জোর দিয়েছেন। তবে তা ‘বাণিজ্যিক দিক থেকে অর্থবহ’ হওয়া চাই বলে সওয়াল করেছেন তিনি।
শনিবার দশটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশের জোট আসিয়ান-এর মঞ্চে মনমোহন বলেন, “সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি রূপায়ণে পথ দেখাবে এই পরিষেবা বিনিময় ও লগ্নি চুক্তি। ২০০৩ সালেই এই সংক্রান্ত খসড়া চুক্তি সই হয়। আসিয়ান সদস্যদের সঙ্গে সহযোগিতা দেশের বৈদেশিক নীতির অন্যতম স্তম্ভ ও ‘পূবে তাকাও’ নীতিরও ভিত্তি।” তিনি জানান, গত অক্টোবরের আলোচনার শর্তের উপর ভিত্তি করেই চুক্তিটি চূড়ান্ত হবে।
প্রসঙ্গত, পণ্য লেনদেনের ক্ষেত্রে ভারত-আসিয়ান অবাধ বাণিজ্য চুক্তি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। গত অগস্টে কাম্বোডিয়া চুক্তিতে সায় দেওয়ার পর থেকেই তা ভারত ও আসিয়ান-এর সব সদস্য রাষ্ট্রে চালু হয়েছে বলে উল্লেখ করেন মনমোহন। |