দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নেতা-কর্মীরা মার খাওয়ায় শনিবার সেখানে গিয়ে সংস্থার সিইও-কে স্মারকলিপি দিলেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। কলকাতায় ফিরে আইএনটিইউসি-র প্রদেশ নেতৃত্বকেও অবহিত করবেন বলে তিনি জানিয়েছেন। সিটু নেতা কালী ঘোষ, প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু, সাংসদ সইদুল হক প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
|
স্নান করতে গিয়ে দামোদরে ডুবে মৃত্যু হল পানাগড় কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির এক পড়ুয়ার। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার রণডিহায়। পুলিশ জানিয়েছে, মৃত মোহিত কেশরির (১৬) বাড়ি পানাগড় বাজারে। এ দিন দুপুরে স্কুল ছুটির পরে জনা কয়েক সহপাঠীর সঙ্গে দামোদরে স্নান করতে গিয়েছিল মোহিত। হঠাৎ সে তলিয়ে যায়। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পরে মোহিতের দেহ উদ্ধার হয়।
|
কেতুগ্রামের আরগুন এলাকা থেকে শুক্রবার বিকেলে অস্ত্র সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জিয়ের শেখ ও মনোয়ার শেখের কাছ থেকে ২টি মাস্কেট, একটি দেশি বন্দুক ও বেশ কিছু কার্তুজ পাওয়া গিয়েছে। ধৃতদের শনিবার আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। |