চিকিৎসকের বদলি রুখতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের বদলি রুখতে হাসপাতাল সুপারকে প্রায় ঘন্টা দুয়েক ঘেরাও করে করিমপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিষেবার বিষয়েও অভিযোগ জানান তাঁরা। স্থানীয় বাসিন্দা অভিজিৎ অধিকারী বলেন, ‘‘এই হাসপাতালে এমনিতেই বিশেষজ্ঞ পাওয়া যায় না। এ দিকে সুপার-সহ কিছু চিকিৎসক তাদের ব্যক্তিগত কারণে হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে বদলি করার জন্য উঠে পড়ে লেগেছেন। এটা আমরা কিছুতেই হতে দেব না। হাসপাতালে অরাজকতা চলছে। আমরা সুপারকে ঘেরাও করে রেখেছিলাম। আমাদের দাবি সুপার মেনে নেওয়ার পরে আমরা বিক্ষোভ তুলে নিয়েছি।’’ এ দিন বিকেলেই হাসপাতালের পরিষেবা-সহ নানা বিষয়ে অভিযোগ তুলে করিমপুর-১ এবং ২ ব্লক নাগরিক কমিটির পক্ষ থেকে করিমপুর গ্রামীণ হাসপাতালের সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। নাগরিক কমিটির পক্ষে অতনু ঘোষ জানান, ‘‘হাসপাতালে দালালরাজ বন্ধ করা, রোগীদের ঠিকমত পরিষেবা দেওয়া-সহ বেশ কিছু বিষয়ে অভিযোগ জানিয়ে আমরা সুপারকে স্মারকলিপি দিয়েছি। সুপার অবিলম্বে ব্যবস্থা নেবেন বলে আমাদের কথা দিয়েছেন। এ দিন প্রায় শ’তিনেক লোক ছিলেন আমাদের সঙ্গে।’’ করিমপুর গ্রামীণ হাসপাতালের সুপার বিধুভূষণ মাহাতো বলেন, ‘‘ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের বদলির নির্দেশ দিয়েছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এ দিন আমাকে ঘেরাও করার পর তিনিই আমাকে ফোনে নির্দেশ দেন সাময়িকভাবে এই বদলি স্থগিত রাখতে। ফলে ওই চিকিৎসক এখন এই হাসপাতালেই থাকছেন। নাগরিক কমিটির লোক জনও এসেছিলেন। তাঁরাও হাসপাতালের পরিষেবার বিষয়ে বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। সেগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’’ |
এড্স রোগীদের পাশে উত্তরবঙ্গের চিত্রশিল্পীরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এডস রোগীদের পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গের চিত্রশিল্পীরাও। শুক্রবার শিলিগুড়ির হিলকার্ট রোড লাগোয়া একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জন চিত্রশিল্পী ছবি এঁকে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের হাতে সেগুলি তুলে দেন। পরে একটি পৃথক অনুষ্ঠানে ১৫টি ছবি বিক্রি থেকে সংগৃহীত অর্থ শিলিগুড়ি এবং লাগোয়া এলাকার এডস রোগীদের কাজে লাগানো হবে। এ দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত। অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনকে সাহায্য করেন নর্থ বেঙ্গল আর্ট অ্যাকাডেমি। ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কর্তা তরুণ মাইতি জানান, বিশ্ব এডস দিবস উপলক্ষে এ দিন থেকেই শিলিগুড়িতে সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচির সূচনা হল। ৪ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি চালাবেন তাঁরা। সংস্থাটির উদ্যোগে কৃষি দফতরের সহযোগিতায় এডস রোগীদের জন্য কিচেন গার্ডেন, পুষ্টিকর খাদ্য বিতরণ, জৈব চাষ-সহ নানা কর্মসূচি চলছে। |