|
|
|
|
|
|
|
কী নেই কী চাই |
|
উত্তর |
চলাচলযোগ্য ফুটপাথ |
টি বোর্ড থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত রাস্তাটি একমুখী। ওই দীর্ঘ রাস্তার দু’পাশের ফুটপাথ হাঁটাচলার অযোগ্য। ফুটপাথের প্রায় এক চতুর্থাংশ দখল হয়ে গিয়েছে নানা বিপণিতে। তার উপরে রাস্তার দু’পাশে গাড়ি দাঁড়ানোর অঘোষিত বন্দোবস্ত। এই পরিস্থিতিতে পথচারীরা নাস্তানাবুদ। ফুটপাথ হোক পথচারীদের। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হীরালাল শীল, কলকাতা ১২
|
রুট নির্দেশিকা |
পার্ক সার্কাস, সিআইটি রোড, ভবানীপুরে রুটনম্বর সংবলিত সরকারি বাস, বেসরকারি বাস ও মিনিবাসের তিনটি পৃথক নির্দেশিকা স্তম্ভ রাখা হয়েছে। এতে যাত্রীরা উপকৃত হচ্ছেন। অনুরূপ নির্দেশিকা শ্যামবাজার পাঁচমাথার মোড়-সহ প্রত্যেক রাস্তায় থাকলে সব যাত্রীই উপকৃত হবেন। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
ডালিমকুমার দত্ত, কলকাতা ৬
|
|
পূর্ব |
জাল নোট বন্ধ হোক |
জাল নোটের বিস্তার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কখনও কখনও এটিএম থেকেও জাল নোট বেরিয়ে আসে। প্রাপকদের সেই নোট নিয়ে দারুণ বিপদে পড়তে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ অবিলম্বে এই সমস্যার সমাধান করা হোক।
ভূপেন বসু, কলকাতা ৫৫
|
|
|
আমাদের লিখুন আপনার পাড়ার নাগরিক সমস্যা জানিয়ে
অনধিক ১৫০ শব্দে লিখে পাঠান। ঠিকানা:
কী নেই কী চাই,
কলকাতা উত্তর/ দক্ষিণ/ পুর্ব,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১।
আপনার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর অবশ্যই লিখবেন। |
|
|
|
|
|
|