ভারত-ওয়েস্ট ইন্ডিজ এক দিনের সিরিজের দল নির্বাচনে তাঁর ২৬৭ রানের মেগা ইনিংস ভালই প্রভাব ফেলবে বলে মনে করছেন মনোজ তিওয়ারি। শুক্রবার বিকেলে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে বাংলা অধিনায়ক বলে দিলেন, “রবীন্দ্র জাডেজা, রোহিত শর্মা এরা সবাই আমার বন্ধু। রঞ্জিতে ওরা ভাল খেলছে, ওদের জন্য শুভেচ্ছা রইল। কিন্তু আমি মনে করি, ভারতের ওয়ান ডে-র দল নির্বাচনে আমার এই ইনিংস অনেকটাই প্রভাব ফেলবে।”
একটুর জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। আফসোস রয়েছে সে জন্য। মনোজের মনে হচ্ছে, গুরুত্বপূর্ণ উইকেটগুলো পরপর না চলে গেলে তাঁর তিনশো হওয়া আটকাত না। আলাদা করে কারও নাম মুখে আনেননি। কিন্তু মনোজ বলছিলেন, “অনেক অভিজ্ঞ ব্যাটসম্যানকেও দেখলাম ভুল শট খেলে আউট হতে। সব ক্ষেত্রে যে ভাল বলে উইকেট গিয়েছে এমন নয়। যা-ই হোক, পাঁচশোর কাছাকাছি রান উঠেছে। আমাদের বোলিং লাইন আপ ভাল। আর এটাও জানি যে, ওদের ব্যাটিং খুব একটা অভিজ্ঞ নয়।”
নিজের ক্রিকেট কেরিয়ারের সর্বোচ্চ স্কোর এ দিন করে ফেললেন। কিন্তু মধ্যপ্রদেশের বিরুদ্ধে ২৬৭-কে সেরার শিরোপা দিতে চাইছেন না। বরং মনোজের মতে, বছর চারেক আগে মুম্বইয়ের বিরুদ্ধে ২১০ রানের ইনিংসটা অনেক ভাল ছিল। “উইকেট তো এখানে ব্যাটিং ট্র্যাক। স্ট্রোক খেলতে সুবিধা হয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরিটাই আমার এখন পর্যন্ত সেরা।” তবে এটা মানছেন যে, চলতি মরসুম তাঁর যে ভাবে শুরু হল সেটা কোনও বার হয়নি। বলছিলেন, “পরপর দু’টো ম্যাচে সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি কখনও হয়নি। স্বপ্নের শুরু বলা যায়।” এমন পারফরম্যান্সের পিছনে অনেকটাই কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় ড্রেসিংরুমকে। “আপনি যদি ড্রেসিংরুমে ধোনিকে পান, রাহুলকে দেখেন, ফ্লেচারের মতো কোচের কাছ থেকে টিপস পান, তা হলে আপনার এমনিই উন্নতি ঘটবে। গত কয়েক মাসে অনেক কিছুই আমি শিখেছি। পারফরম্যান্সেও সেটা টের পাচ্ছি।” পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে পেয়েও যে উপকার হয়েছে, জানাচ্ছেন মনোজ। বলছেন, “ব্যাটিংয়ে কিছু ছোট অদলবদল দরকার ছিল। দাদি সেটা দেখিয়ে দিয়েছে।” |