|
মনোরঞ্জন ১... |
|
সেই তো আবার কাছে এলে |
‘রাজা লিয়ার’-এর অভিনয়। মঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায়। দর্শকাসনে অপর্ণা সেন। সৌমিত্রর অভিনয়ে বাকরুদ্ধ অপর্ণা।
নাটক শেষ। গ্রিনরুমে এক জন জড়িয়ে ধরলেন লিয়ারবেশী অন্য জনকে। নন্দীগ্রাম বিতর্কের পর দু’জনের মধ্যে তৈরি
হয়েছিল অদৃশ্য দেওয়াল। পরে সে দেওয়াল ভাঙলেও একটা দূরত্ব যেন জেগে ছিল। রবিবারের সেই সন্ধেয় সব
দূরত্ব মিটল। পারস্পরিক সম্মান আর শিল্পের প্রতি ভালবাসায়। দুই বন্ধুর কথোপকথনের সাক্ষী ছিলেন
শতরূপা বসু। অমূল্য সেই সব মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলেন রাজীব বসু। শুধুমাত্র পত্রিকার জন্য |
অপর্ণা: এই বয়সে এসে এ রকম রোল সবার জোটে না। আর জুটলেও তারা জাস্টিস করতে পারে না। তুমি সেটাই করেছ। অসাধারণ অভিনয়।
সৌমিত্র: তোমার মতো গুণী মেয়ের কাছ থেকে এই প্রশংসা পেয়ে খুব ভাল লাগছে। তোমার পরিচালনাতেও তো কাজ করেছি আমি। |
|
অপর্ণা: যেখানে লিয়ার পাগল হয়ে যাচ্ছে সেখানে তোমার অভিনয় দেখে চোখে জল এসে গিয়েছিল।
সৌমিত্র: (স্মিত হাসি) রিনা, আমাদের বন্ধুত্ব তো অনেক দিনের। যোগাযোগ থাকুক আর না থাকুক। |
|
অপর্ণা: তোমাকে সাদা দাড়ি, সাদা পোশাকে দেখে হুইলচেয়ারে শেষ বয়সের বাবার কথা মনে পড়ে যাচ্ছিল।
সৌমিত্র: আমার সত্যি কিছু বলার নেই! তোমার বাবা, চিদানন্দবাবু (দাশগুপ্ত) বয়সে বড় হলেও আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। |
|