রামদেবের আন্দোলনে তাঁদের দেখা গিয়েছে। অন্না হজারের অনশনেও তাঁরা সক্রিয় ছিলেন। তাই বলে টিম অন্নার খসড়াটিই লোকপাল আইনে পরিণত হোক, এমনটা চায় না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তবে একশো ভাগ মতের মিল না-হলেও দুর্নীতির বিরুদ্ধে যারাই আন্দোলন করবে, তাঁরা তাঁদের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন পরিষদের সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক সুনীল অম্বেদকর।
সম্প্রতি শিলচর সফরে এসে তিনি এক ছাত্র সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানেই সুনীল বলেন, টিম অন্না সি বি আই, জুডিশিয়াল কমিশন-সহ সব কিছুকে লোকপালের আওতায় এনে খসড়া তৈরি করেছে। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ ধরনের স্বশাসিত প্রতিষ্ঠানগুলিকে লোকপালের বাইরে রাখারই পক্ষপাতী।
কারণ একজনকে সর্বশক্তিমান করা হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাঁরা ব্যর্থ জনপ্রতিনিধিদের ফিরিয়ে আনার (রাইট টু রি-কল)-এরও বিরোধী। সুনীলের কথায়, একবার জিতিয়ে দিয়ে পরে টেনে নামানো, অবাস্তব প্রস্তাব। এর চেয়ে বরং ভোটাধিকার বাধ্যতামূলক করা উচিত। সবাই ভোটের লাইনে দাঁড়ালে দায়বদ্ধতা বাড়বে। এতে দুর্নীতি কমবে। এ জন্য পাসপোর্ট বা সরকারি নথি তৈরিতে ভোটিং সার্টিফিকেট বাধ্যতামূলক করার দাবি তোলেন এবিভিপি নেতা।
বিদেশে গচ্ছিত কালো টাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণার দাবি করে সুনীল বলেন, এ কাজ দ্রুত সারতে হবে। নইলে ক’দিন পর ওই টাকারও আর হদিস মিলবে না। একই সঙ্গে ৫০০ ও ১০০০ টাকার নোট সম্পূর্ণ নতুন করারও আর্জি জানান তিনি।
বিদ্যার্থী পরিষদের অভিমত, এক মাসের সময় দিয়ে বাজার থেকে সমস্ত পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নিলে দুর্নীতিবাজরা কালো টাকাকে সাদা করার সুযোগ পাবে না।
সম্মেলনে উপস্থিত ছাত্রদের তিনি বলেন, শুধু কৃতী ছাত্র বা প্রতিষ্ঠিত ব্যক্তি হলেই হবে না। নিজের বিদ্যাবুদ্ধিকে দেশের কাজে লাগাতে হবে। নইলে শুধুই শিক্ষিত হলে দেশের লাভ হবে না। এই জায়গায় তিনি কানিমোঝি, রাজাদের উদাহরণ দেন। বলেন, এঁরা সবাই উচ্চশিক্ষিত। বিদেশের ডিগ্রিপ্রাপ্ত। কিন্তু দেশের কাজ করার মানসিকতা না-থাকলে যত বড় ডিগ্রিই থাক, তা দেশের কাজে লাগবে না। এঁরা বিদ্বান বলেই শত-শত, হাজার হাজার কোটি টাকা সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। আইনের সংশোধন, নতুন আইন তৈরির ক্ষেত্রে কথাবার্তার চেয়েও আন্দোলনের ওপর অনেক বেশি গুরুত্ব দেন সুনীল অম্বেদকর। এবিভিপির সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদকের কথায়, আন্দোলনের জেরেই রাজা, কানিমোঝি, কলমডীদের জেলে যেতে হয়েছে। প্রচলিত আইনেই তাদের আটকে রাখা সম্ভব। |