|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
পরিচয় মেলে দর্শনচেতনার |
মৃণাল ঘোষ |
অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল শিল্পী নূর আলির একক প্রদর্শনী। তাঁর ছবিতে লৌকিক ও আধুনিকের এক মেলবন্ধন ঘটে। এক সময় বিড়ালের প্রতিমাকল্প নিয়ে কৌতুকদীপ্ত কাজ করে তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাঁর ছাগল নিয়ে করা কয়েকটি রচনায় সেই আঙ্গিকের প্রতিফলন রয়েছে। এ বারে তিনি ক্যানভাসে অ্যাক্রিলিক মাধ্যম ‘হারমনি’ শিরোনামে কিছু নিসর্গের ছবি এঁকেছেন। এই নিসর্গগুলিতে পুরুষ ও প্রকৃতি, পুরুষ ও নারীর মিলনের প্রতীকী অনুষঙ্গ তৈরি করেছেন। আঙ্গিকে স্বাভাবিকতা অতিক্রম করে যে বিশেষ রূপ-গঠনরীতি গড়ে তুলেছেন, তাতে রয়েছে তাঁর দর্শনচেতনা ও রূপভাবনার পরিচয়। |
প্রদর্শনী
চলছে
সিমা: পরেশ মাইতি ৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত।
সৃজনী: শ্রীপর্ণা, তুহিন ৩০ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: শশাঙ্ক ঘোষ, জামিরুল রহমান কাল শেষ।
ক্যানভাস আর্টিস্ট সার্কল ২৭ নভেম্বর পর্যন্ত।
ইমামি চিজেল: শুভাপ্রসন্ন ৮ ডিসেম্বর পর্যন্ত।
কেমোল্ড: অরিন্দম, অলক বর্মন প্রমুখ ২২ নভেম্বর পর্যন্ত।
অ্যাকাডেমি: ‘ধীরাজ ৭৫’ ২৪ নভেম্বর পর্যন্ত।
মন আর্ট গ্যালারি: বিপুল রায় ৩ ডিসেম্বর পর্যন্ত।
ওকাকুরা ভবন: নানগাকু কাওয়ামাতা ২০ নভেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|