টাকা সরিয়েছেন খালেদার ছেলে: এফবিআই |
বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘ফেরার’ বড় ছেলে তারেক রহমান ২০.৪১ কোটি টাকা হাতিয়ে সিঙ্গাপুরের একটি ব্যাঙ্কে সরিয়েছেন বলে ঢাকা আদালতে জানল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আদালতে প্রমাণ হিসেবে দু’টি নথিও জমা দিয়েছেন এফবিআই-এর বিশেষ এজেন্ট ডেবরা লাপ্রিভোত্তে। বিএনপি-র সহ সভাপতি তারেক রহমান এবং তাঁর বিতর্কিত ব্যবসার অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে টাকা সরানোর দুর্নীতি মামলা-সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। অভিযোগ, ২০০৩-থেকে ’০৭ এর মধ্যে তাঁরা প্রায় ২০.৪১ কোটি টাকা সরান। এই মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন মামুন। তারেক রয়েছেন লন্ডনে। সমন জারি হওয়া সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় তাঁকে ‘ফেরার’ ঘোষণা করা হয়েছে। এ দিন আদালতে এফবিআই-এর বিশেষ এজেন্ট জানান, বাংলাদেশ সরকারের অনুরোধেই এই ব্যাপারে তদন্ত করেছে এফবিআই। এই কথা জানার পরই শুনানি বয়কট করেন তারেকের আইনজীবীরা। ‘ফেরার’ থাকায় সরকারি ভাবে আইনজীবী নিয়োগ করতে পারেননি তারেক। কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মেহবুব হোসেন-সহ বিএনপি সমর্থক আইনজীবীরা খালেদা জিয়ার বড় ছেলের হয়ে দাঁড়িয়েছিলেন।
|
অপ্রকাশিত রবীন্দ্র-পাণ্ডুলিপি সদবির নিলামে |
নিলামে উঠছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি। নিউ ইয়র্কের সদবিতে ১৩ ডিসেম্বর এই নিলাম হবে। দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ ডলারে পাণ্ডুলিপিটি বিক্রি হবে বলে আশা সদবি কর্তৃপক্ষের। কী আছে এই পাণ্ডুলিপিতে? সদবি সূত্রে খবর, রবীন্দ্রনাথ একটি নোটবুকে ১২টি কবিতা ও ১২টি গান লিখেছিলেন। ১৯২৮ সালে লেখা এই গান ও কবিতাগুলির প্রায় সব ক’টিই পরিবর্তিত রূপে পরে অন্য কোথাও প্রকাশিত হয়েছিল। যেমন ‘চিত্রাঙ্গদা’র দু’টি গান, যার মধ্যে একটি ‘মন যে বলে চিনি চিনি’। এই নৃত্যনাট্যটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯২ সালে। বহু বছর পরে, ১৯৩৬ সালে ‘চিত্রাঙ্গদা’র পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়। এই পাণ্ডুলিপিতে যে গান দু’টি রয়েছে, সেগুলি সেই পরিমার্জিত সংস্করণের অংশ। ১৯৩০-এর দশকের মাঝামাঝি তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এক পরিবারকে এই নোটবুকটি উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথ।
|
ওয়াশিংটনের নতুন সিআইও ভারত শ্যাম |
ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক ভারত শ্যাম ওয়াশিংটনের নতুন মুখ্য তথ্য অফিসার (সিআইও) নিযুক্ত হলেন। সোমবার গভর্নর ক্রিস গ্রেগর এই ঘোষণা করে জানান, শ্যামের মতো বিশেষজ্ঞের পরামর্শে ওয়াশিংটনের উন্নতি হবে। মুম্বই আইআইটির ছাত্র শ্যাম ১৯৯৩ সালে মাইক্রোসফট-এ যোগ দেন। একাধিক সফটওয়্যার তৈরিতে তাঁর বিশেষ ভূমিকা ছিল।
|
একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ফলে মারা গেলেন সাত জন। আহত অন্তত ৩১। সোমবার সকালে চিনের শানসি প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। রেস্তোরাঁয় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেছিল। তাতেই আগুন ধরে যায়। |