|
|
|
|
টুকরো রাস |
|
ছবি : হিমাংশুরঞ্জন দেব। |
• ওয়ান, টু শিখেছে হাতিও! রাসমেলার সার্কাসে ওই দৃশ্য দেখে ছোটরা উৎসাহে মেতেছে। শুঁড় দুলিয়ে অঙ্ক শেখা হাতি মজা নিচ্ছে। কী করছে ওই হাতি? দর্শনার্থীদের কথা শুনে মঞ্চে সাজানো জিরো থেকে নাইন লেখা বিভিন্ন বোর্ড থেকে নির্দিষ্ট নম্বর তুলে দেখাচ্ছে। আর ছোটদের হাত তালিতে ফেঁটে পড়ছে গোটা সার্কাস তাঁবু।
|
• শীতের রাতে পিঠে। ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া ভাপা পিঠে সবই মিলেছে। পাটিসাপটা একটি ১৫ টাকা, মালপোয়া ও ভাপা পিঠে ৫ টাকায় বিক্রি হচ্ছে।
|
• ময়ূরের পাখনার ছড়াছড়ি রাসমেলায়। বাসিন্দারাও ওই পাখনা কিনছেন। বাঘ, সিংহের চামড়া তো আর পাওয়া যাবে না।
|
• আজ, বৃহস্পতিবার কোচবিহারে আসছেন কলকাতার খ্যাতনামা শিল্পী শুভমিতা। পুরসভা সূত্রে জানানো হয়েছে, রাসমেলার মঞ্চে তিনি গান গাইবেন। এ ছাড়াও কাল, শুক্রবার রুমা বন্দ্যোপাধ্যায় ও শনিবার মিতা চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে সঙ্গীতপ্রেমীদের কাছে এ বারের রাসমেলা সত্যিই সুরেলা।
|
|
|
|
|
|