সংস্কৃতি যেখানে যেমন
শিশুদিবস নিয়ে অনুষ্ঠান
চাইল্ড লাইন দোস্তি উপলক্ষে সম্প্রতি ডিএসডব্লিউএস-এর অনুষ্ঠান হয় বসিরহাটের জাতীয় পাঠাগার মাঠে। পরিচালনায় জেলা চাইল্ড কোলাব দফতর। উপস্থিত ছিলেন ডিএসপি হাজি নুরুল ইসলাম, সংস্থার সম্পাদক হৃদয়চাঁদ ঘোষ-সহ বিশিষ্টজনেরা। চাইল্ড লাইন, টেলিফোনের ১০৯৮ নম্বর এবং শিশুদের অধিকার সম্পর্কে বক্তব্য রাখেন তাঁরা। উদ্যোক্তারা জানান, সুন্দরবনের মানুষের সুবিধার্থে বসিরহাটে সংস্থার একটি দফতর খোলা হয়েছে। শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শিশুদের হাতে ছিল পোস্টার-প্ল্যাকার্ড। আঁকা, গান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে ছোট-ছোট ছেলেমেয়েরা।

হাসনাবাদে ফুটবল
সম্প্রতি হাসনাবাদের আবাদ মোহনপুর গ্রামে তরুণ সঙ্ঘের পরিচালনায় দু’দিনের ফুটবল প্রতিযোগিতা হয়। ১৬টি দল যোগ দেয়। চ্যাম্পিয়ন হয় আরএমআই ইন্ডিয়া। ফাইনালে তারা হারায় আবাদ মোহনপুর জনকল্যাণ সমিতিকে। টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী হয় আরএমআই। ফাইনালের সেরা খেলোয়াড় বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের শ্যাম ইব্রাহিম। দু’টি দলকেই ট্রফি এবং নগদ অর্থ দেওয়া হয়। উদ্যোক্তাদের তরফে দীপঙ্কর মণ্ডল বলেন, “সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বিনোদনের বিশেষ কিছু নেই। ছেলেরা ফুটবল ভালবাসে। তাদের উৎসাহ দিতেই এই প্রতিযোগিতা।”

মিনাখাঁয় শিশুদিবস
আঁকা, ক্যুইজ, নাচ, এবং আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু দিবস পালন করল মিনাখাঁর মালঞ্চের নব নালন্দা কিডস্ স্কুল। কচিকাঁচাদের পরিবেশিত নৃত্যানুষ্ঠান ঋতুরঙ্গ দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.