চুঁচুড়া-তারকেশ্বর (ভায়া ধনিয়াখালি) জেলা সড়কের উপর দিয়ে ধনিয়াখালি হল্ট স্টেশন অতিক্রম করে রুদ্রাণীর কাছে এবং দশঘড়া উত্তরপাড়ার কাছে প্রি-কাস্ট ইলেট্রিক পোল দিয়ে তিনটি হাম্প তৈরি হয়েছে। প্রায় এক ফুট উচ্চতার ত্রিভুজাকৃতি এই হাম্পগুলি অত্যন্ত বিপজ্জনক। দু’চাকার গাড়ি কিংবা চার চাকার ছোট গাড়ি এই হাম্প অতিক্রম করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। জেলা পূর্ত দফতরের কাছে আবেদন, এই হাম্পগুলি থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে বিধিসঙ্গত ভাবে স্পিড ব্রেকার দেওয়া হোক। তাতে দুর্ঘটনা কমবে।
লক্ষ্মণ সাঁতরা। দাদপুর, হুগলি।
|
সাঁকরাইল স্টেশন রোড, সাঁকরাইল ও সন্নিহিত গ্রামগুলির একমাত্র প্রবেশ পথ। ভোর থেকে রাত পর্যন্ত বহু মানুষ এই রাস্তায় চলাফেরা করেন। অটো, বাস, ছোট গাড়িও চলে প্রচুর। যানজট এবং দুর্ঘটনা লেগেই আছে। সন্ধের সময় এই রাস্তায় আলো না থাকায় পরিস্থিতি আরও ঘোরাল হয়। সাঁকরাইল স্টেশন (পূর্ব) থেকে হাজি এসটি মল্লিক প্রাথমিক চিকিৎসাকেন্দ্র পর্যন্ত রাস্তায় আলো দেওয়া দরকার।
শঙ্কর মল্লিক। শরৎপল্লি, সাঁকরাইল।
|
পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখায় বৈদ্যবাটি এবং ভদ্রেশ্বর স্টেশনের মাঝে খুড়িগাছিতে একটি স্টেশন খুবই দরকার। প্রয়াত রেলমন্ত্রী গনি খান চৌধুরীর আমলে শোনা গিয়েছিল, স্টেশনটি হবে। কিন্তু এখনও তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। খুড়িগাছি এলাকাটি ভদ্রেশ্বর এবং বৈদ্যবাটির প্রায় মাঝামাঝি অংশে অবস্থিত। অনেকটা হেঁটে, অটোতে চেপে পৌঁছতে হয় যে কোনও একটি স্টেশনে। এলাকাবাসীর দীর্ঘ দিনের চাহিদা মেনে একটি স্টেশন তৈরি করলে বহু মানুষ উপকৃত হবেন।
কালীশঙ্কর মিত্র। পূর্বাচলপল্লি, ভদ্রেশ্বর।
|
হুগলি ও হাওড়া জেলার সংযোগকারী একটি রাস্তা ইছাপসর পর্যন্ত গিয়েছে। বাকিটা হাওড়ার বড়গাছিয়াগামী সংকীর্ণ পথ। হরিপুর পঞ্চায়েতের ইছাপসর থেকে পূর্ত বিভাগের পথটি জিয়াড়া খাদপুর প্রভৃতি গ্রামের দিকে গিয়েছে। চক জিয়াড়ায় এই রাস্তাটি অজস্র খানাখন্দে ভরা। রাস্তাটি সারানো খুবই দরকার। আবুল ফতেহ কামরুদ্দিন। চাঁদবাটি, হুগলি।
|
তারকেশ্বর-চুঁচুড়া (১৭ নম্বর রোড) রোডের চৌতারা থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তার অবস্থা চূড়ান্ত খারাপ। শুধু গর্ত আর গর্ত। হেলতে দুলতে গাড়ি যায় যে ভাবে, যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। যাত্রী, চালক, সকলেই আতঙ্কে থাকেন। রাস্তাটির হাল কি ফেরানো যায় না?
সৈয়দ মহম্মদ মুসা। সাহাবাজার, হুগলি।
|
তারকেশ্বর পৌরসভার চাউলপট্টি চৌমাথা থেকে চকদিঘি রোড বাজার সংলগ্ন থানা রোড, নতুন বাজার, জয়কৃষ্ণ বাজারমোড়, নেতাজি সুভাষ রোড ও সাহাপুর ফুটবল মাঠ এবং কাঁড়াড়িয়া রোড পর্যন্ত সমস্ত রাস্তাগুলির হাল খারাপ। পায়ে হাঁটাও সমস্যার হয়ে দাঁড়িয়েছে। বিডিও অফিসের সামনের রাস্তা কার্যত ডোবার আকার নিয়েছে। মাঝে মধ্যে তালিতাপ্পি দেওয়া হলেও রাস্তা বার বারই ভাঙছে। রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগী হোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিদ্যুৎ ভৌমিক। তারকেশ্বর। |