আলিমুদ্দিনে বুদ্ধ-বিমানের সঙ্গে আলোচনা কারাটের |
মতাদর্শগত দলিল এবং সম্মেলন প্রক্রিয়া নিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট কথা বললেন বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুর সঙ্গে। রাজ্যের আইন বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে কারাট বুধবার দুপুরে কলকাতায় আসেন। তখনই তিনি আলিমুদ্দিনে যান। সেখানে তাঁর সঙ্গে কথা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু এবং দলের রাজ্য সম্পাদক বিমানবাবুর। দলীয় সূত্রের খবর, কারাটের সঙ্গে বুদ্ধবাবুর কথা হয়েছে মতাদর্শগত দলিল নিয়েই। তবে তা খুব বেশি ক্ষণ নয়। কারাট আসার কিছু ক্ষণ পরে বুদ্ধবাবু রোজকার মতো আলিমুদ্দিন থেকে বাড়ি চলে যান। এর পরে অবশ্য কারাট দীর্ঘ ক্ষণ কথা বলেন বিমানবাবুর সঙ্গে। দিল্লিতে সদ্য সমাপ্ত দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বুদ্ধবাবু যাননি। সেখানে দলের মতাদর্শগত দলিল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তাতে ‘নোট’ পাঠিয়ে বুদ্ধবাবু নিজের মতামত জানিয়েছিলেন। তিনি দলের ভিত্তি প্রসারিত করতে দলকে আরও ‘উদার’ করার পক্ষে। পক্ষান্তরে, কারাট কমিউনিস্ট শাসিত চিন-ভিয়েতনাম-কিউবা এবং গণতান্ত্রিক দেশ ভেনিজুয়েলা-ব্রাজিলের মধ্যবর্তী কোনও মতাদর্শের সন্ধানী। মূলত, এ ব্যাপারেই তাঁদের মধ্যে কথা হয়েছে। আগামী জানুয়ারিতে কলকাতায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে মতাদর্শগত দলিলের খসড়া চূড়ান্ত হবে। দলীয় সম্মেলন প্রক্রিয়া কী ভাবে হচ্ছে এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মাওবাদীদের ব্যাপারে রাজ্য সরকারের বর্তমান অবস্থানএ সব নিয়ে কারাট কথা বলেন বিমানবাবুর সঙ্গে। বিকেলে কারাট আইন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মিলিত হন। সেখানে বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে দেশ ও রাজ্য নিয়ে ছাত্র-ছাত্রীদের প্রশ্নের জবাব দেন সিপিএমের সাধারণ সম্পাদক। রাতে কারাট বিধাননগরে এক পরিচিতের বাড়িতে ছিলেন। আজ, বৃহস্পতিবার তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
|
আগামী বছর সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ছাত্র ভর্তির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে তার পরের বছরগুলিতে কোন পদ্ধতিতে ছাত্র ভর্তি হবে, এ দিনের বৈঠকে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। স্থির হয়েছে, এই ব্যাপারে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হবে এবং সেই কমিটিই পরবর্তী বছরগুলিতে ছাত্র ভর্তির পদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। কী ভাবে স্কুলে ছাত্র ভর্তি করা যায়, সেই ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির কাছে পাঁচটি প্রস্তাব পেশ করা হবে। প্রস্তাবগুলি হল: প্রথম আবেদনের ভিত্তিতে ভর্তি (ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড), স্কুল থেকে বড় জোর দুই কিলোমিটারের মধ্যে বসবাসকারী ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ, শিশুদের সাক্ষাৎকার, রাশিবিজ্ঞানের পদ্ধতি মেনে র্যান্ডম সিলেকশন বা কয়েকটি মাপকাঠির উপরে নির্ভর করে তৈরি নম্বরের ভিত্তিতে ভর্তির তালিকা তৈরি।
|
রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। এ বার তাঁর দলের মহিলা শাখাও পরিবারে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাতে সচেতনতা শিবির করবে। ২৫ নভেম্বর থেকে দু’সপ্তাহ ধরে জেলায় জেলায় আলোচনাসভা, নাটকের আয়োজন করা হবে মহিলা শাখার তরফে। তৃণমূলের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মেয়েদের উপর নানান হিংসা দিন দিন বাড়ছে। গ্রামের মেয়েরা যাতে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারে, সে ব্যাপারে তাঁদের সচেতন করা হবে।”
|
আন্দোলনে বাস, মিনিবাস ও ট্যাক্সি |
রাজ্য সরকার ভাড়া বৃদ্ধিতে সায় না-দেওয়ায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন বাস-মিনিবাস ও ট্যাক্সি মালিকেরা। ৮ ডিসেম্বর শুরু হবে আন্দোলন। কী ভাবে তা হবে, সেই বিষয়ে তাঁরা ধন্দে। আন্দোলনের রূপরেখা ঠিক করতে ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। |