রেলের টিকিট নিয়ে দালালির অভিযোগে বনগাঁ স্টেশনের কম্পিউটার চালিত আসন সংরক্ষণ কেন্দ্রের সামনে থেকে বুধবার সকালে তিন জনকে গ্রেফতার করল আরপিএফের ‘ক্রাইম ইনটেলিজেন্স ব্রাঞ্চ’ (সিআইবি)-এর শিয়ালদহ শাখার অফিসাররা। ধৃতদের নাম জগদীশ বিশ্বাস, শঙ্কর মণ্ডল এবং পুষ্পেন্দু বিশ্বাস। সকলে স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে হাওড়া-পুণের দু’টি-সহ মোট ৪টি টিকিট এবং নগদ হাজার খানেক টাকা উদ্ধার করেছে সিআইবি। এ দিনই ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। |
বিচারক তাদের তিন দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। ওই আসন সংরক্ষণ কেন্দ্রে দীর্ঘদিন ধরেই দালাল-চক্র সক্রিয় বলে অভিযোগ তুলছিলেন সাধারণ মানুষ। সিআইবি সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে রেল সংক্রান্ত অভিযোগ নেওয়ার জন্য যে নির্দিষ্ট জায়গা আছে, তাতে বনগাঁর বহু মানুষ জানিয়েছেন, ওই আসন সংরক্ষণ কেন্দ্রে দালালদের দাপটে টিকিট কাটার উপায় থাকে না। দালালরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট তুলে নেয়। পরে তা বেশি দামে বিক্রি করে। অনেক সময়ে আবার দালালরা নিজেদের লাইন যাত্রীদের ছেড়ে দিয়ে তার বিনিময়েও টাকা নেয়। বাধ্য হয়ে যাত্রীদের অনেককে রানাঘাট বা কল্যাণীতে গিয়ে টিকিট কাটতে হয়।
এই সব অভিযোগের ভিত্তিতেই আরপিএফের (শিয়ালদহ শাখা) সিনিয়র কমান্ডান্ট মনোহর খুরশিদের নির্দেশে এ দিন অভিযান চালায় সিআইবি। বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক গোপাল শেঠ জানান, তিনি কিছু দিন আগেই দালাল-চক্রের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষের সুবিধার জন্য ওই সংরক্ষণ কেন্দ্র চালু করেছিলেন। কিন্তু দালালদের জন্য মানুষ বঞ্চিত হচ্ছেন।” |