নদী নিয়ে অবস্থানে যুব তৃণমূল |
কুমলাই নদী দূষণ মুক্ত করার দাবিতে দিনভর অবস্থান করল ধূপগুড়ির তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। সকাল থেকে ধূপগুড়ি শহরে ঢোকার মূখে কুমলাই নদীর সেতুর পাশে ওই অবস্থাণ কর্মসূচি শুরু করেন তারা। তৃণমূলের যুব সংগঠনের পক্ষে জানানো হয়েছে, শহরের বুক চিরে চলে যাওয়া কুমলাই নদীর পাড়ে শহরের জঞ্জাল ও আবর্জনা ফেলায় জল দুষিত হচ্ছে। এক সময় নদীতে বিভিন্ন প্রজাতির মাছের দেখা মিলত। এখন তা দেখা যায় না। বহুবার ডাম্পং গ্রাউন্ডের জন্য আবেদন নিবেদন করা হয়েছে। পুরসভা কুমলাই নদীর পাড় ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে। কুমলাইয়ের জল দুষণের পাশাপাশি নদীর পাড় থেকে বাতাসে ভেসে আসা দুর্গন্ধে আশেপাশের বাসিন্দা ও ব্যবসায়ীদের থাকা দায় হয়ে পড়েছে। যুব তৃণমূল নেতা গুড্ডু সিংহ বলেন, “আমরা বহুবার পুরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়ে কুমলাই নদীর পাড় আবর্জনা মুক্ত করার জন্য আবেদন করেছি। সিপিএম পরিচালিত ধূপগুড়ি পুরসভা তাতে কর্ণপাত করেনি। সে জন্য আমরা আজ কুমলাই নদীর পাড়ে অবস্থানে বসেছি। দ্রুত নদীর পাড় পরিষ্কার করা না হলে আমরা বড় ধরনের আন্দোলনে নামব।” আগামী বছর ধূপগুড়ি পুরসভার নির্বাচন হতে চলেছে। তার আগে কুমলাই নদীর সংস্কার নিয়ে তৃণমূল রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ করেন ধূপগুড়ির পুর চেয়ারম্যান সত্যরঞ্জন ঘোষ। তাঁর দাবি, “গত ৯ নভেম্বর কুমলাই সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। ১০ লক্ষ টাকা ব্যয়ে পাড়বাঁধাই হবে। এ সব জানার পরে আন্দোলনের মানে কী সেটা মানুষ বোঝেন।”
|
গান্নাভরম বিমানবন্দরে নামার ঠিক আগেই স্পাইসজেট সংস্থার একটি বিমানের ডানায় ধাক্কা খেল একটি পাখি। বুধবার সকাল ন’টার সময় এই ঘটনা ঘটে। পাখির ধাক্কায় বিমানটির ডান দিকের ডানা এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় বিমানটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের অবশ্য কোনও আঘাত লাগেনি। এই ঘটনার জন্য হায়দরাবাদগামী একটি বিমান বাতিল করা হয়।
|
জাতীয় প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালন |
পালিত হল পঞ্চদশ জাতীয় প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ। কালনা ১ ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দফতর উদ্যোগে মঙ্গলবার কালনা ১ ব্লকের বিজোড়া গ্রামে বিভিন্ন অনুষ্ঠান হয়। ছিল গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে প্রাণী পালনের গুরুত্ব শীর্ষক আলোচনাচক্র। এছাড়াও প্রাণী চিকিৎসা শিবির, টীকাকরণ শিবির-সহ বিভিন্ন কর্মসূচি। ছিলেন কালনা ১ ব্লকের সমষ্টি প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক সমীর শীল, মহকুমাশাসক সুমিতা বাগচি, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু প্রমুখ। |