|
|
|
|
টুকরো রাস |
• রাস উৎসব শুরু জলপাইগুড়ির বেরুবাড়িতেও। বৃহস্পতিবার নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের লালবাজার পাড়ায় উৎসবের সূচনা হয়। চলবে দশদিন ধরে। উদ্যোক্তারা প্রতিদিন সন্ধ্যায় কীর্তন, পদাবলি, কবিগান, বাউল গানের আয়োজন করেছেন। মেলা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা জানান, মেলার দশদিনও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
• রাসমেলায় ৫টি অতিরিক্ত সিটি বাস নামাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সংস্থা। মেলায় আর একটু ভিড় বাড়লেও সেগুলি রাস্তায় নামানো হবে। রাত ১২টা পর্যন্ত যাত্রীরা সিটি বাসের পরিষেবা পাবেন। নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, বাড়তি ৫টি সিটি বাস তৈরি রয়েছে। প্রয়োজন হলেই রাস্তায় নামানো হবে।
|
|
• রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেন বামেরা। তবে কাউন্সিলরদের পথে হাঁটতে চান না ফরওয়ার্ড ব্লকের কোচবিহারের জেলা সম্পাদক উদয়ন গুহ। তিনি জানান, কোচবিহারের পুর চেয়ারম্যান তাঁকে আমন্ত্রণ পাঠিয়েছেন। ভাল অনুষ্ঠানে রাসের মেলায় যেতে চান তিনি।
• রাসমেলায় এ বার কদর বেড়েছে লাল চায়ের কারবারীদের। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। কনকনে হাওয়া বইছে। তাই মেলা জুড়ে লাল চায়ের কারবারীদের খোঁজ চলছে। শীতের দৌলতে এমন রমরমা বাজার পেয়ে দোকানির মুখে হাসি।
• রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে গান শোনাবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর সন্ধ্যায় গান শোনাবেন ওই শিল্পী। খবর পেয়ে উৎসাহী সঙ্গীত শিল্পীরা। |
|
|
|
|
|