ছাত্রের মৃত্যু, বিক্ষোভের মুখে ডাক্তার |
এক কিশোর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় এক চিকিৎসক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বেলেঘাটার সরকারবাজার এলাকার মিয়াঁবাগানে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। ওই চিকিৎসকের বিরুদ্ধে রাত পর্যন্ত অবশ্য থানায় কোনও অভিযোগ জমা পড়েনি। পুলিশ জানায়, মৃতের নাম কুবের কুণ্ডু (১৪)। তার বাবা বাসুদেব কুণ্ডু ভ্যানরিকশা চালান। কিশোরটির পরিবারের লোকেরা জানিয়েছেন, শুক্রবার ভোর থেকে নবম শ্রেণির ওই ছাত্র অসুস্থ হয়ে পড়েছিল। পাড়ার এক হোমিওপ্যাথ চিকিৎসকের কাছে যান তাঁরা। কুবেরের জেঠিমা ঝর্না কুণ্ডু এ দিন বলেন, “ওর গা হলুদ হয়ে গিয়েছিল। বিছানা ছেড়ে উঠতে পারছিল না। শরীর ক্রমশ খারাপ হচ্ছিল। কিন্তু দু’দিন ধরে ডাক্তারবাবু বলেন, ভয়ের কিছু নেই। হাসপাতালে পাঠানোর কথাও বলেননি।” গত বছর কুবেরের জন্ডিস হয়েছিল। তখন ওই চিকিৎসকই
তাকে সারিয়ে তুলেছিলেন বলে জানান ঝর্নাদেবী।
|
ডুয়ার্সের কুমারগ্রাম ও আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ফের ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দুটি ব্লকে গত এক সপ্তাহে মোট ৫২ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কামাখ্যাগুড়ি ব্লক হাসপাতালে ৪ শিশু সহ ১৩ জনকে ভর্তি করানো হয়েছে। যশোডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১ জন এবং শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৩ জন ভর্তি রয়েছে। এ ছাড়াও আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকে আরও ৮ জন এবং কুমারগ্রাম ব্লকে ২৩ জন ম্যালেরিয়া আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। শনিবার ম্যালেরিয়া পরিস্থিতি খতিয়ে দেখতে যান জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার। স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করে দেন তিনি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।”
|
ত্বকের জটিল রোগ নির্ণয় ও চিকিৎসার নতুন কেন্দ্র চালু হল বাইপাসের একটি শপিং মলে। প্রথাগত চিকিৎসার পাশাপাশি লেসার রশ্মির সাহায্যেও ত্বকের নানা সমস্যা সমাধানের চেষ্টা হবে এখানে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পার্থ পাল জানান, শুধু সৌন্দর্য সংক্রান্ত সমস্যাই নয়, পুড়ে গিয়ে ত্বকে যে ক্ষত হয়, তার নিরাময়ের ব্যবস্থাও থাকছে ওই ক্লিনিকে।
|
একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও সিউড়ির নয়াপ্রজন্ম নামে একটি পত্রিকার উদ্যোগে রবিবার দিনভর হয়ে গেল স্বাস্থ্যশিবির। সিউড়ি পুরসভা, জেলা স্বাস্থ্য দফতর ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় সবুজের অভিযান প্রাঙ্গণে এই শিবির হয়েছে। বিনামূল্যে বিভিন্ন বিভাগের মোট ২১ জন চিকিৎসক সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৭৫ জন রোগীর পরীক্ষা করেছেন। ওষুধও দেওয়া হয়েছে।
|
খ্রিস্টান সোসাইটির উদ্যোগে তৈরি সেন্ট জোসেফ হাসপাতালের উদ্বোধন হল রবিবার। তবে তা চালু হবে চলতি মাসের শেষে। ৮০ শয্যার হাসপাতালে যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি মেডিসিন ও সার্জারি বিভাগে কম খরচে চিকিৎসা পরিষেবা মিলবে বলে জানান তাপস ফ্রান্সিস বিশ্বাস।
|
বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে এক যুব প্রশিক্ষণ শিবির হল শহরে। হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে শিবিরের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি পি মণ্ডল। মনসংযোগ, চরিত্র গঠন-সহ নানা বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অন্তত ১২০ জন ছাত্র ও শিক্ষক শিবিরে যোগ দেন। |