টুকরো খবর
কৃষি ঋণের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী
প্রণব মুখোপাধ্যায় ও অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।
কৃষকদের মহাজনি ঋণ থেকে মুক্তি দিতে ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ৩ লক্ষ টাকা ঋণ দেওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। রবিবার লালগোলার কৃষ্ণপুরে গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একটি শাখার উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, “কৃষি ঋণের জন্য স্থানীয় চাষিদের যাতে মহাজনদের কাছে হাত পাততে না হয় সে জন্য ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি হারে ওই ঋণ দিতে বলা হয়েছে।” তিনি জানান, এ ক্ষেত্রেও টাকা সময়ে পরিশোধ করলে ৭ শতাংশ ধার্য সুদ থেকে ৩ শতাংশ হারে ছাড় দেওয়া হবে তাঁদের। ওই সুদ-ছাড়ের টাকা ব্যাঙ্কগুলিকে ভর্তুকি দিয়ে মিটিয়ে দেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। প্রণববাবু জানান, এ বার কষি ঋণের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা। অর্থমন্ত্রী বলেন, “২০০৮ সালের বিশ্বব্যপী আর্থিক মন্দার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এ বার ইওরোপ-আমেরিকা-সহ বিশ্বের উন্নত দেশগুলিতে ফের সেই মন্দার রেশ। এর প্রভাব ভারতেও পড়েছে। এই মন্দার প্রভাব কাটিয়ে উঠতে মজবুত ব্যাঙ্কিং-ব্যবস্থা দরকার। ব্যাঙ্কগুলির মূলধন মজবুত করতে এ বারের বাজেটে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।” তিনি বলেন দেশের ব্যাঙ্কিং-ব্যবস্তা অনেকটাই মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে বলে মন্দার প্রভাব কাটিয়ে উঠতে পেরেছে। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিলও দ্রুত পাশ করানো হবে বলে এ দিন জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “দেশের মানুষের মুখে খাবারটুকু তো তুলে দিতে হবে। এ দায়িত্ব সরকারকেই নিতে হবে।”

চাপড়ায় প্রহৃত শিক্ষক
নতুন সরকার এসেও পার্শ্ব শিক্ষকদের সমস্যার তেমন ‘সুরাহা’ হয়নি। মঞ্চে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের এক সম্মেলনে এমনই ক্ষোভ ফুটে উঠেছিল এক শিক্ষকের গলায়। আর তাতেই মঞ্চ থেকে নামিয়ে তাঁকে মারধর করেছে স্থানীয় তৃণমূল নেতারা। এমনই অভিযোগ করেছেন রকিবুল হালসানা নামে ওই শিক্ষক। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে জানায়, ওই শিক্ষক সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোয় তাঁকে মঞ্চ থেকে নামিয়ে বের করে দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি অবশ্য দলীয় কর্মীদের পাশেই দাঁড়ান। বলেন, “মারধর নয়, ওঁর কথায় উত্তেজনা ছড়িয়েছিল মাত্র।”

সন্ত্রাসের অভিযোগ
সিপিএমের পঞ্চায়েত প্রধান সুখেন নন্দীকে খুনের চেষ্টা করে এলাকায় সন্ত্রাস তৈরি করছে তৃণমূল। রবিবার কালীগঞ্জে সিপিএমের মাটিয়ারি লোকাল কমিটির সম্মেলনে এমনই অভিযোগ করেন সম্পাদক সুবোধ চক্রবর্তী। তাঁর অভিযোগ, “লোকাল কমিটির সম্মেলনের আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আমাদের পঞ্চায়েত প্রধানকে খুনের চেষ্টা করেছে। সম্মেলন বানচাল করতেই এই কাজ করেছে তারা।” কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ বলেন, “দুষ্কৃতী সকলের চোখেই অপরাধী। পুলিশ এই ঘটনায় ডেঙাই শেখ নামে এক দুষ্কৃতীকে ধরেছে।”

অস্বাভাবিক মৃত্যু
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে নওদার মহম্মদপুর গ্রামে রেবেকা বিবি (২২) নামে ওই মহিলার মৃত্যু হয়। মৃতার দাদা সাহেব শেখ রেবেকার স্বামী গজলু কারিগর ও তাঁর পরিবারের ৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে অভিযুক্তেরা সকলেই পলাতক। স্থানীয় সূত্রে খবর, রেবেকাকে তাঁর স্বামী শনিবার রাতে মারধর করে। পরে তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ।

অ্যাকাডেমি গড়ছেন প্রণব
ফেব্রুয়ারির মধ্যেই জঙ্গিপুরে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপোধ্যায়। নিজের সাংসদীয় এলাকায় বাবার নামে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায়র উদ্বোধন করে শনিবার তিনি বলেন, “আমার বহু দিনের ইচ্ছে জঙ্গিপুরে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ার। এ জন্যই গ্রামীণ-ফুটবল প্রতিযোগিতার আয়োজক একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে জমি দেখতেও বলা হয়েছে। ফেব্রুয়ারিতে ওই প্রতিযোগিতার ফাইনালের আগেই জমি দেখে তাতে অ্যাকাডেমির কাজ শুরু হয়ে যাবে।” এ দিকে, শনিবার শুরু হল চতুর্থ বর্ষের কেকেএম ফুটবল প্রতিযোগিতা। শুরুর বিকেলে অবশ্য কোনও প্রতিযোগিতামূলক ফুটবল নয়, মহমেডান-এসি বনাম পৈলান অ্যারোজের মধ্যে একটি প্রদশর্নী ম্যাচ ছিল। সে খেলায় ১-০ গোলে জয়ী হয় পৈলান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.