টুকরো খবর
আবু ধাবির নায়ক হ্যামিল্টন ছিটকে গেলেন ভেটেল
প্রথম ল্যাপেই চাঞ্চল্য! অবিশ্বাস্য ভাবে চাকা ফেটে রেস থেকে ছিটকে গেলেন পর পর দু’ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল। কিন্তু তার পরেও দারুণ একটা রেসের সাক্ষী থাকল আবু ধাবি। ফ্লাইড লাইট উজ্জ্বল ইয়াস মারিনা সার্কিটে রেস জিতলেন ম্যাকলারেনের লুইস হ্যামিল্টন। গতকাল ভেটেলের কাছে পোল হারানোর বাইরে আবু ধাবিতে আসার পর থেকে আর কোনও ভুল করেননি যিনি। মাইকেল শুমাখারের এক মরসুমে ১৩টি জয়ের রেকর্ডও স্পর্শ করা হল না ভেটেলের। সহারা ফোর্স ইন্ডিয়ার আদ্রিয়ান সুটিল এবং পল ডি’রেস্টা শেষ করলেন যথাক্রমে আট আর নয় নম্বরে। সুটিলের চার আর ডি’রেস্টার দুই পয়েন্ট মিলিয়ে ছ’ পয়েন্ট তুলে চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান আরও পাকা করে নিল বিজয় মাল্যর দল। দ্বিতীয় হলেন ফেরারির ফের্নান্দো আলোনসো। তৃতীয় স্থানের লড়াই চলল মার্ক ওয়েবার, ফিলিপে মাসা এবং জেনসন বাটনের মধ্যে। শেষ ল্যাপে গিয়ে যে লড়াইটা জিতে গেলেন ম্যাকলারেনের বাটন।

মাস্টার্স সেরা বোপান্নারা
জীবনের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের এক সপ্তাহ আগে প্রথম মাস্টার্স ট্যুর-এ চ্যাম্পিয়ন হলেন টেনিসের ইন্দো-পাক জুটি রোহন বোপান্না-আইসাম কুরেশি। এ দিন প্যারিস ওপেন ডাবলস ফাইনালে বোপান্নারা ৬-২, ৬-৪ মাহু-বেনেতেউকে হারিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে সাত থেকে পাঁচে উঠে এলেন। লি-হেশের ঠিক পরেই। অন্য দিকে, প্যারিস মাস্টার্স সিঙ্গলস খেতাব প্রথম বার জিতলেন রজার ফেডেরার। এখানেই পেশাদার কেরিয়ারের ৮০০ ম্যাচ জয়ী, ১৬ গ্র্যান্ড স্লাম জয়ের বিশ্বরেকর্ডের মালিক ফেডেরার রবিবারের আগে এই ট্রফি কখনও ধরেননি। এ বার অবশ্য ফাইনালে ফেডেরার ৬-১, ৭-৬ (৭-৩) হারান সঙ্গা-কে। সেই সঙ্গে অ্যান্ডি মারেকে টপকে র্যাঙ্কিংয়ে তিন নম্বরে ফিরলেন ফেডেরার।

ইংল্যান্ড হারাল স্পেনকে
দশ বছর পরে ফুটবলে স্পেনকে হারাল ইংল্যান্ড। শনিবার দর্শকঠাসা ওয়েম্বলিতে একমাত্র গোল করলেন ইংল্যান্ডের বিকল্প অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ম্যাচের ৪৯ মিনিটে, পোস্টে লাগা একটি ফিরতি হেড থেকে আবার হেড করে ১-০ করেন চেলসি-মিডফিল্ডার। মজার ব্যাপার ম্যাচে আগাগোড়া নিয়ন্ত্রণ ছিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। তাদের বিখ্যাত কোচ ভিনসেন্ট দেল বস্কি হতাশা গোপন না করে বললেন, “আমি দারুণ হতাশ। বলতে পারেন ক্রুদ্ধও!” আর গোল করা ল্যাম্পার্ড মানলেন এই জয় নিয়ে তাঁদের বেশি হইচই করা উচিত না। শনিবার তাঁর টিম নিয়ে দু’টি পরীক্ষা করেন ব্রিটিশ কোচ ফাবিও কাপেলো। বাদ দেন ওয়েন রুনিকে। সঙ্গে অধিনায়ক জন টেরিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখেন।

বাংলার খেলার দূত ভাইচুং
বাংলার খেলাধুলোর দূত হচ্ছেন ভাইচুং ভুটিয়া। রবিবার দার্জিলিং গোল্ড কাপের ফাইনালের পরে এই ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বলেন, “ব্র্যান্ড অ্যাম্বাসাডর নয়, আমরা বাংলার খেলার সার্বিক উন্নতিতে ওকে দূত হিসেবে কাজ করতে বলেছি।” ভাইচুংয়ের দল ইউনাইটেড সিকিম হেরে যায় টাটা ফুটবল অ্যাকাডেমির কাছে। ভাইচুং বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে গর্বিত।” মহমেডানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আক্রম: মহমেডান ক্লাবের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হচ্ছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আক্রম। আনুষ্ঠানিক ঘোষণা হবে দিল্লিতে। রবিবার মহমেডানের ক্রিকেট চেয়ারম্যান হাসিবুল হক বলে দিলেন, “আক্রমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। উনি এই মুহূর্তে আসতে পারছেন না বলে এ মাসের শেষে চুক্তি হবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.