|
|
|
|
টুকরো খবর |
সভায় আসতে বাধা, নালিশ রাহুল সিংহের
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
মূল্যবৃদ্ধি ও সারের কালোবাজারির প্রতিবাদে এবং ধানচাষিদের ফসলের ন্যায্য মূল্য দেওয়ার দাবিতে রবিবার চন্দ্রকোনার তাতারপুরে সভা করল বিজেপি। প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ। তৃণমূলের বাধায় দলের অনেক কর্মী-সমর্থকই এ দিন সমাবেশে আসতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। বলেন, “পুরশুড়া, মাংরুল, মেকরবাক, গোয়ালডাঙা, মিচনা, কুবিরের ঘাট, হাজিপুর-সহ নানা জায়গায় বিজেপি কর্মীদের উপরে চড়াও হয় তৃণমূল। বোমাবাজি, মারধরের পাশাপাশি কোথাও গুলিও চালিয়েছে। সভায় না আসার জন্য মাইকে প্রচারও চালিয়েছে ওরা। আমার গাড়িও পুলিশ এসকর্ট করে ঘুরপথে সভাস্থলে নিয়ে গিয়েছে।” তবে প্রশাসনের বিরুদ্ধে রাহুলের কোনও অভিযোগ নেই। বরং, তাঁর বক্তব্য, “পুলিশ-প্রশাসনের সহায়তাতেই শেষ পর্যন্ত সভা হতে পেরেছে।” বাধাদানের অভিযোগ মানেননি ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই। তাঁর দাবি, “সিপিএমের লোকজনই বাধা দিয়েছে। এতে আমাদের কেউ জড়িত নয়।” বিজেপি’র এই সভা ঘিরে ক’দিন ধরেই গোলমাল চলছে। শুক্রবার রাতে চন্দ্রকোনার পুড়সুড়িতে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে অশান্তি বাধে। চলে বাড়ি ভাঙচুর, লুঠপাট। এই ঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশি টহল চলছে পুড়সুড়িতে। এ দিন সভাস্থলেও ছিল কড়া পুলিশ পাহারা। সভায় ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, রামকুমার দে, অশোক মাল প্রমুখ।
|
মদের দোকানে মিড ডে-র চাল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মদের দোকানে অবৈধ ভাবে মজুত করা হয়েছিল চাল-গম-আটা। রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ধর্মায় দীপক সাহার মদের দোকানে হানা দিয়ে সে সব আটক করে পুলিশ। ওই দোকানে অবৈধ ভাবে মিড ডে মিলের চাল, বিপিএলের খাদ্যশস্য মজুত করা হয় বলে অভিযোগ ছিল। এ দিন বিধায়ক তথা মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি দোকানে যান। খবর দেওয়া হয় কোতয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে ৩০ বস্তা চাল, গম ও প্যাকেট আটা উদ্ধার করে। মৃগেনবাবু বলেন, “যাঁরা গরিব মানুষ ও স্কুলপড়ুয়াদের ঠকিয়ে এই ব্যবসা করছে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছি।”
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিমবঙ্গ সরকারি চালক ও কারিগরি কর্মচারী সমিতির ৩০তম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন হল রবিবার। মেদিনীপুরে পূর্ত (সড়ক) দফতরে এই সম্মেলন হয়। তৈরি হয় সংগঠনের নতুন জেলা কমিটি। সম্পাদক ও সভাপতি হয়েছেন আশিসকুমার পাল ও বাদলচন্দ্র শীট। |
|
|
|
|
|