টুকরো খবর |
গোয়ালতোড়ে হাতির তাণ্ডব
নিজস্ব সংবাদাতা • গোয়ালতোড় |
দলমার দামালদের একটি দল ফের দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোড়ে। দলে রয়েছে মোট ৩০টি হাতি। গত শুক্রবার থেকে নয়াবসত রেঞ্জের ভেদুয়া, কেতাড়া, ঘোষকিরা, কুসুমডহরি, নয়াবসত-সহ প্রায় ২০-২৫টি গ্রামে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করছে দলটি।
শনিবার সকাল থেকে দলমার ওই দল তিন ভাগে ভাগ হয়ে গ্রামগুলিতে তাণ্ডব চালায়। একরের পর একর পাকা ধান, সব্জি, আলু-সহ নানা ফসলের ক্ষতি করছে। রবিবার সকালেও একই ভাবে দাপিয়ে বেড়াচ্ছে তারা। গ্রামবাসীদের অভিযোগ, বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হলেও বন দফতরের কোনও হুঁশ নেই। মেদিনীপুরের ডিএফও আশিস সামন্ত বলেন, “দু’দিন ধরে গোয়ালতোড় থানা এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতির পাল। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। দফতরের আধিকারিকদের রিপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দফতর ক্ষতিপূরণের আশ্বাস দিলেও আদতে কোনও টাকা মেলে না। হাতির পালটি অনত্র সরানোরও ব্যবস্থা নেয়নি বন দফতর। বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই রাত জেগে পাহারা দিতে শুরু করেছে।
|
ঝালদায় সাফাই অভিযান
নিজস্ব সংবাদদাতা • ঝালদা |
পুরুলিয়ার পরে জেলার অন্যতম পুরশহর ঝালদাতেও ‘অপারেশন ক্লিন অ্যান্ড গ্রিন’ শুরু করল প্রশাসন। রবিবার এই কর্মসূচীর উদ্বোধন করেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ঋষিকেশ মুদী। ছিলেন মহকুমাশাসক (পুরুলিয়া পশ্চিম) শঙ্কর নস্কর ও ঝালদার পুরপ্রধান প্রদীপ কর্মকার। জেলার অন্যতম প্রাচীন পুরশহর ঝালদাতে নিকাশি-সহ আবর্জমা জমে থাকার সমস্যা এখানকার অন্যতম বড় পুরসমস্যা। |
|
ছবি: প্রদীপ মাহাতো। |
এ দিন সকাল থেকে ১, ৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ওই কর্মসূচি পালিত হয়েছে। অতিরিক্ত জেলাশাসক বলেন, “স্থানীয় বাসিন্দাদের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। সেই লক্ষ্যে নাগরিকদের নিয়ে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রদীপবাবু জানান, ১০০ দিনের কাজের প্রকল্পে শহরের ২ ও ৮ নম্বর ওয়ার্ডে ২টি ভ্যানে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। পরে শহরের বাকি ওয়ার্ডগুলিতেও এই পরিষেবা শুরু করা হবে।”
|
আটক লাল চন্দন কাঠ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দুই ট্রাক ভর্তি লাল চন্দন কাঠ সহ ৩ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। শনিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন বিধাননগরের ঘোষপুকুর বাইপাসে। ধৃতদের নাম সুভিন্দর সিংহ, হরপাল সিংহ ও সুখবিন্দর সিংহ। তাদের বাড়ি হরিয়ানার লুধিয়ানায়। যে দুটি ট্রাক আটক করা হয়েছে তার একটির মালিক সুভিন্দর। বাকি ২ জন দুটি গাড়ির চালক। তাদের কাছ থেকে ১ কোটি ৪০ লক্ষ লক্ষ টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। আলুর ভিতরে সেগুলি লুকিয়ে বিদেশে পাচার করা হচ্ছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে এসিজেএম সুপ্রিয়া খাঁ তাদের ২৫ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে শ্রীরামপুরের জিটি রোডের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চালানে আলু নিয়ে যাচ্ছিল অসমের শিলচরের নিউ মার্কেটে। ওই ট্রাক দুটিতেই আলুর বস্তার নীচে চন্দন কাঠ লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ঘোষপুকুর বাইপাসে ট্রাক দুটিকে আটক করতেই একজন পালিয়ে যায়।
|
দমদম জেলে কাকের মড়ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোনও অজ্ঞাত কারণে দমদম সেন্ট্রাল জেলে গত দু’দিনে অন্তত ৩০০ কাক মারা গিয়েছে। ওই জেলের ভিতরে ছোট-বড় শ’চারেক গাছ রয়েছে। সেই সব গাছে কাকেরা বাসা বেঁধে থাকে। হাজারখানেক কাক রয়েছে ওই সব গাছে। জেল সুপার দেবাশিস মুখোপাধ্যায় জানান, শনি এবং রবিবার দু’দিন ধরে দেখা যাচ্ছে, গাছ থেকে মরা কাক মাটিতে পড়ছে। বিষয়টি আইজি (কারা) রণবীর কুমারকে জানানো হয়েছে। আইজি (কারা) বলেন, “কী কারণে এ ভাবে কাক মরছে, বোঝা যাচ্ছে না। বিষয়টি পশুচিকিৎসক এবং বিশেষজ্ঞদের জানানো হয়েছে। তাঁরা পরীক্ষানিরীক্ষা চালিয়ে কাকেদের অস্বাভাবিক মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন।” তিনি জানান, আজ, সোমবার বিশেষজ্ঞেরা ময়না-তদন্ত করে জানাবেন, ঠিক কী কী কারণে কাকেরা মরছে। তার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
বাগানে বাইসন
নিজস্ব সংবাদদাতা • বানারহাট |
চা গাছের ঝোপে বাইসনের গুঁতোয় জখম হলেন এক চা শ্রমিক। রবিবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট থানার কারবালা চা বাগানে। জখম ওই শ্রমিককে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার কারবালা বাগানের পাশে রেতি জঙ্গল থেকে দলছুট বাইসনটি বাগানে ঢুকে পড়ে। চা বাগানের ভেতর দিশাহারা বাইসনটি যোগী ওঁরাওকে দেখে হামলা চালায়। মেলা শেষ। সোমবার সন্ধ্যায় সাড়ে সাত হাত কালী মূর্তি ভাসানে শেষ হচ্ছে বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লাকালী পুজো ও তিনদিনের মেলা। রবিবার ছিল বউ মেলা।
|
খেতে সাপ পুজো
নিজস্ব সংবাদদাতা • মাদারিহাট |
গ্রামের সবজি খেতে ৪ দিন আগে একটি গোখরো সাপ দেখতে পান কয়েকজন বাসিন্দা। দুদিন ধরে সেটি চুপচাপ এক জায়গায় শুয়ে থাকায় পুজো শুরু করেছেন গ্রামবাসীরা। মাদারিহাটের ছেকামারি গ্রামে বাসিন্দারা জানান, ৪ দিন আগে সরকারি স’মিলের পাশে একটি সবজি খেতে সাপটি দেখতে পান কয়েকজন বাসিন্দা। এরপর কাছে গিয়ে সাপটিকে কয়েকজন ছুঁয়ে দেখেন। রবিবার নাগ দেবতার পুজো হয়ে গেল সেখানে। সর্প বিশারদ মিন্টু চৌধুরীর কথায়, অসুস্থ সাপটি এক জায়গায় আশ্রয় নিয়েছে। এভাবে অত্যাচার করা ঠিক নয়।
|
পিংলায় শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পরিবেশ সচেতনতা শিবির হল পিংলার আগরপাড়ায়। এক বেসরকারি সংস্থার রবিবারের ওই অনুষ্ঠানে ছিলেন জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল শূর। এ দিন অন্তত দু’শো জনের হাতে আমলকি, সর্পগন্ধার চারা তুলে দেওয়া হয়। সংস্থার সম্পাদক লক্ষ্মীকান্ত অধিকারী বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন।” |
|