দোকানে ঢুকে ট্যাঙ্কার পিষে দিল বালককে |
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্যাঙ্কার রাস্তা ছেড়ে পাশের দোকানে ঢুকে গিয়ে পিষে দিল এক বালককে। রবিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ভদ্রেশ্বরের গৌরহাটি ইএসআই হাসপাতালের কাছে। মৃতের নাম বিজয় যাদব (১২)। কাছেই তার বাড়ি। ওই দোকান এবং পিছনের বাড়িটি বিজয়ের মামা মহাবীর যাদবের। ট্যাঙ্কারের ধাক্কায় দোকান এবং বাড়িটি ধূলিসাৎ হয়। তবে ওই বাড়িতে সেই সময়ে কেউ ছিলেন না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি ভদ্রেশ্বরের একটি জুটমিলে তেল খালাস করে জি টি রোড ধরে হাওড়ায় ফিরছিল। নিয়ন্ত্রণ হারানোর পরে সেটি প্রথমে একটি গাছে এবং তার পরে বিদ্যুৎস্তম্ভে ধাক্কা মারে। এর পরে ঢুকে যায় সাইকেল সারানোর ওই দোকানে। বিজয় তখন দোকানে কাজ করছিল। |
|
ভেঙে পড়া বাড়ি। |
ট্যাঙ্কারটি ঢুকে পড়ায় সে পালানোর সুযোগ পায়নি। তাকে দোকানেই পিষে দেয় ট্যাঙ্কারটি। দোকানের পিছনেই বিজয়ের মামার টালির চালের একতলা বাড়ি। ট্যাঙ্কারের ধাক্কায় বাড়িটি ভেঙে পড়ে দোকানের উপরে। স্থানীয় বাসিন্দারা এসে ওই দোকানে ভেঙে পড়ে থাকা জিনিসপত্র এবং বাড়িটির কংক্রিটের স্তম্ভ সরিয়ে বিজয়কে উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই স্থানীয় লোকজন বিজয়ের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তুলে জি টি রোড অবরোধ করতে যান। ভদ্রেশ্বর থানার ওসি তাপস সিংহ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন। বিজয়ের বাবা রূপচাঁদ যাদব দিনমজুরের কাজ করেন। তাঁর দুই ছেলের মধ্যে বিজয় ছোট। দুর্ঘটনার কথা জানতে পেরেই তিনি ঘটনাস্থলে চলে আসেন। |
|
ঘাতক লরি। |
তাঁর কথায়, “বিজয় বেশির ভাগ সময়ে মামার দোকানেই থাকত। প্রতিদিনের মতো ও দোকান খুলে পরিষ্কার করছিল। হঠাৎই বিকট আওয়াজ পাই। এসে দেখি এই অবস্থা।’’ ঘটনাস্থলে আসেন বিজয়ের মা অমৃতাদেবীও। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায়। ট্যাঙ্কারটি আটক করে গ্রেফতার করা হয় চালককে।
|
ছবি: তাপস ঘোষ। |
|