ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে জমা টাকা থেকে ঋণ দেওয়ার হার কমানোর ফলে রাজ্যগুলি সমস্যায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সে ক্ষেত্রে ওই সমস্যা কাটিয়ে উঠতে রাজ্যগুলিকে বাড়তি কিছু সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি। সম্প্রতি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-সহ ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে সুদ বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু পাশাপাশি ডাকঘরে জমানো টাকা থেকে রাজ্যগুলিকে যে ঋণ দেওয়া হয়, তার হারও কমিয়ে দেওয়া হয়েছে। আগে নিট হিসাবে মোট জমার ৮০ শতাংশ ঋণ নিতে পারত রাজ্যগুলি। নতুন ব্যবস্থায় তা কমে ৫০ শতাংশ হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের মতো যে সব রাজ্য আর্থিক সঙ্কটে ভুগছে, তারা সমস্যায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দিন সে কথাই স্বীকার করে নিয়ে প্রণববাবু বলেন যে, “আগের বামফ্রন্ট সরকারও ডাকঘর সঞ্চয় থেকে ঋণ নিয়েছে। এখন রাজ্যের নতুন সরকার চাইলে তাদেরও ঋণ দেওয়া হবে। এ ছাড়া, নির্দিষ্ট প্রকল্প জমা দিলে টাকা দেওয়া হবে ‘ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ড’ থেকেও।”
|
কয়লার দাম ঢেলে সাজতে চলেছে কোল ইন্ডিয়া। আগামী জানুয়ারি থেকেই সংশোধিত দাম চালু হবে বলে জানিয়েছেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যন নির্মল চন্দ্র ঝা। নির্মলবাবু জানান, এ বার থেকে ‘হিট ভ্যালু’ বা তাপ-মূল্যের ভিত্তিতে ওই দাম নির্ধারিত হবে। খনি থেকে তোলার পর কয়লার ছাই ও আর্দ্রতা বার করে নিলে তার তাপ-মূল্য বেড়ে যায়। এই প্রক্রিয়ার খরচের কথা মাথায় রেখেই কম এবং বেশি তাপ-মূল্যের কয়লার দামের মধ্যে ফারাক করা হবে। এ দিকে, চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে সংস্থার নিট মুনাফা ৬৭.৫৭% বেড়ে ৬,৭৩৭.০৩ কোটি টাকা হয়েছে। এই সময়ে উৎপাদন কমলেও বিক্রি খাতে আয় বেড়েছে বলে জানান ডিরেক্টর (ফিনান্স) এ কে সিংহ।
|
বজাজ গোষ্ঠীর আর্থিক সংস্থা বজাজ ফিনসার্ভ এ বার মিউচুয়াল ফান্ড ব্যবসায় পা রাখতে চলেছে। এই জন্য প্রয়োজনীয় শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির অনুমোদনও পেয়েছে তারা। এবং সে ক্ষেত্রে আগামী ২০১২ সালের শেষের দিকেই সংস্থা এই ব্যবসা চালু করে দিতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব বজাজ। ওই মিউচুয়াল ফান্ড ব্যবসার সঠিক ‘মডেল’ কী হবে, এই মুহূর্তে তারই মূল্যায়নের কাজ চলছে বলে জানান তিনি। |