টুকরো খবর
সিউড়ি শহরের এটিএমে দুষ্কৃতী হানা
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা চালাল এক দল দুষ্কৃতী। পুলিশ জানায়, তারা এটিএমের মনিটর ভাঙতে পারলেও ভল্ট ভাঙতে পারেনি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ি শহরে। সিউড়ি থানার ১০০ মিটারের মধ্যে থাকা এই এটিএমে দুষ্কৃতী হানায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মূল শাখার গা ঘেঁষে থাকা এই এটিএম কাউন্টারে দু’টি যন্ত্র আছে। তারই একটির মনিটর রবিবার সকালে ভাঙা অবস্থায় দেখা যায়। সিসি টিভির কানেকশনও তারা কেটে গিয়েছে। ওই এটিএমের ম্যানেজার অমিতাভ বিশ্বাস বলেন, “অন্যান্য বেসরকারি ব্যাঙ্কের বিভিন্ন এটিএমে সব সময় নিরাপত্তারক্ষী থাকলেও এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বীরভূম জেলার কোনও এটিএমেই নিরাপত্তারক্ষীর ব্যবস্থা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ভবিষ্যতে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হবে।” গ্রাহকদের অভিযোগ, সিউড়ি শহরে ওই ব্যাঙ্কের মোট ৫টি এটিএম কাউন্টার থাকলেও প্রায়শই কোনও না কোনও কাউন্টার বিকল থাকে। রবিবার দু’টি যন্ত্র বন্ধ থাকায় অসুবিধা বেড়েছে। অমিতাভবাবু অবশ্য বলেন, “সাধ্যমতো শহরের সমস্ত এটিএম কাউন্টার সচল রাখার ব্যবস্থা করা হয়।”

আইএনটিটিইউসিতে যোগ
বাম শ্রমিক সংগঠন সিটু ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগ দিলেন বেশ কিছু শ্রমিক। রবিবার সকালে রাজনগরে এই দলবদল চলল রীতিমতো সভা করে। সদ্য প্রাক্তন বাম শ্রমিক সংগঠনের সদস্য এবং তৃণমূল শ্রমিক সংগঠন উভয় পক্ষেরই দাবি, এ দিন প্রায় আড়াই হাজার সিটু সমর্থক দলবদল করেছেন। যাঁদের একটা বড় অংশই রাজনগরের কাঠমিল ও কাঠমিলের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, অসংগঠিতও বটে। এ দিনের সভায় আইএনটিটিইউসির জেলা সভাপতি বিকাশ রায়চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সদ্য যোগদানকারী রাজনগর ব্লকের বাম শ্রমিক সংগঠনের প্রাক্তন ব্লক সম্পাদক শেখ মানিক, শেখ নজুরা বলেন, “সিটু করার সময়েও শ্রমিকদের জন্য সুযোগ-সুবিধা পেয়েছিলাম। কিন্তু বর্তমানে রাজ্যে ক্ষমতাসীন সরকারের শ্রমিক সংগঠনে আসার উদ্দেশ্য হল আরও বেশি করে রাজনগরে কাঠশিল্পের সঙ্গে যুক্ত বহু গরিব শ্রমজীবী মানুষদের জন্য সুবিধা পাওয়া।” বিকাশবাবু বলেন, “দীর্ঘদিন বাম শাসনে শ্রমিকেরা বঞ্চিত এবং লাঞ্ছিত হয়েছেন। সেই জন্য তাঁরা আমাদের সংগঠনে এলেন। আমরা দেখব ওই সব শ্রমিকেরা যাতে কোনও পাওনা থেকে বঞ্চিত না হন।”

পৌষমেলার উপসমিতিতে পরিবর্তন
আসন্ন পৌষমেলার প্রথম বৈঠক হল রবিবার। মেলা আয়োজনের দায়িত্বে থাকা উপসমিতিগুলির আহ্বায়ক পদে যাঁরা তিন বছরের বেশি সময় ধরে ছিলেন, এ বার তাঁদের ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল। এ দিন চিন ভবনে বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এ কথা জানান কর্মীমণ্ডলের যুগ্ম সম্পাদক কানাই চট্টোপাধ্যায়। তিনি বলেন, “উপাচার্যের নির্দেশ ছিল, উপসমিতিগুলিতে তিন বছরের বেশি কাউকে আহ্বায়ক পদে রাখা যাবে না। তাঁর নির্দেশ অনুযায়ী উপসমিতিগুলি গঠন করা হয়েছে।” তিনি জানান, ১৭টি উপসমিতি গঠন করা হয়েছে। তাঁর আশা, “এর ফলে মেলা পরিচালনায় আরও স্বচ্ছতা ও গতি আসবে।” বিশ্বভারতী সূত্রের খবর, এত দিন এক-একটি উপসমিতিতে কয়েক বছর ধরে একই ব্যক্তি আহ্বায়ক পদে ছিলেন। তাঁদের বিরুদ্ধে বেনিয়মেরও অভিযোগ উঠেছে। এ বার উপাচার্যের নির্দেশে এই পদক্ষেপ করায় খুশি বিশ্বভারতীর অনেকে। ওই বৈঠকে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে সহ-উপাচার্য উদয়নারায়ণ সিংহ, কর্মসচিব মণিমুকুট মিত্র-সহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রতি বছর ২৩ ডিসেম্বর পৌষমেলা শুরু হয়।

প্রবীণদের আলোচনা
বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে রবিবার রামপুরহাট কলেজের সরোজ স্মৃতি মঞ্চে একটি আলোচনাসভা হয়েছে। সেখানে শহরের প্রবীণ নাগরিকরা চিকিৎসা ক্ষেত্রে যে যে সুবিধা পান গ্রামঞ্চলের প্রবীণেরা সেই সব সুবিধা কেন পাবেন না তা নিয়ে আলোচনা হয়। এখানে দু’জন প্রবীণকে সর্ম্বধনা দেওয়া হয়েছে। এই সভায় পুরপ্রধান নির্মল বন্দ্যোপাধ্যায় ও উপপুরপ্রধান আব্বাস হোসেন এলাকার গাঁধীপার্ক এলাকায় একটি বৃদ্ধাশ্রম গড়ার জন্য জায়গা দেওয়ার প্রস্তাব দিয়েছে আলোচনাসভার আয়োজক রামপুরহাট বিদ্যাসাগর প্রবীণসভাকে।

মুরারইয়ে অনুষ্ঠান
জাতীয় প্রাণিবিকাশ সপ্তাহের রাজ্যস্তরের অনুষ্ঠান রবিবার থেকে মুরারইয়ে অনুষ্ঠিত হল। কাল, মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠান চলবে। নানা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ছিলেন দুই মন্ত্রী নুরে আলম চৌধুরী ও চন্দ্রনাথ সিংহ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.