কালামকে তল্লাশি নিয়ে ক্ষমা চাইল আমেরিকা
জে এফ কেনেডি বিমানবন্দরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামকে তল্লাশির ঘটনায় ক্ষমা চাইল আমেরিকা। রবিবার কালাম এবং ভারত সরকারকে চিঠি লিখে ওয়াশিংটন দুঃখপ্রকাশ করেছে। দিল্লিতে মার্কিন দূতাবাসের তরফে এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, “২৯ সেপ্টেম্বর আমেরিকার জে এফ কেনেডি বিমানবন্দরে তল্লাশির সময় কালামের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা দুঃখিত।” তবে ক্ষমা চাইলেও আমেরিকা জানিয়েছে, মার্কিন মুলুকে তল্লাশি করা হবে না, এমন ব্যক্তিদের মধ্যে কালাম পড়েন না।
তবে এই ঘটনা প্রথম নয়। এর আগে ২০০৯ সালের এপ্রিলে কালামকে দিল্লি বিমানবন্দরে হেনস্থা করার অভিযোগ উঠেছিল মার্কিন বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে। তল্লাশির প্রয়োজন নেই, এই তালিকায় নাম থাকা সত্ত্বেও তল্লাশি করা হয়েছিল কালামকে। ভারতীয়দের প্রতিবাদের পর কালামের কাছে ক্ষমা চেয়েছিল আমেরিকা।
ফের একই ঘটনা ঘটল। গত সেপ্টেম্বরে কালাম আমেরিকা গিয়েছিলেন। ২৯ সেপ্টেম্বরে ফিরছিলেন তিনি। বিশেষ সূত্রে খবর, জে এফ কেনেডি বিমানবন্দরে কালাম এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁর আসনে বসে পড়েছিলেন। তার পর বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁকে আবার তল্লাশি করতে চান। কারণ আগে তাঁরা কালামের জুতো ও জ্যাকেট তল্লাশি করতে ভুলে গিয়েছিলেন! কোনও বিস্ফোরক রয়েছে কি না দেখার জন্য বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা কালামের জুতো ও জ্যাকেট নিয়ে যান। পরে অবশ্য তাঁরা সেগুলি কালামকে ফিরিয়ে দেন।
এই ঘটনা জানাজানি হতেই আজ এর তীব্র প্রতিবাদ জানায় ভারত। ভারত সরকারের তরফে সাফ জানানো হয়, এই ধরনের ঘটনা বন্ধ না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে নির্দেশ দেন চিঠি লিখে বিষয়টি ওয়াশিংটনের সর্ব্বোচ্চ মহলে জানানোর জন্য। এর পরই নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন।
চিঠিতে আমেরিকা লিখেছে, “এ বার থেকে কোনও সম্মাননীয় ব্যক্তিকে নিয়ম মেনেই তল্লাশি করা হবে।” এই রকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তা-ও নিশ্চিত করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে। ভিআইপি-দের তল্লাশির পদ্ধতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনার কথাও ভাবছে ভারত ও আমেরিকা।
এর আগে মার্কিন মুলুকে বিভিন্ন বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে আমির খান এবং শাহরুখ খানকে। এ বারের কালামের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি-ও। বিষয়টি নিয়ে ভারত সরকারকে আমেরিকার সঙ্গে কথা বলতে বলার পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে, “এ জিনিস বরদাস্ত করা হবে না।” বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেন, “যে ব্যবহার প্রাক্তন রাষ্ট্রপতি কালামের সঙ্গে করা হয়েছে, তা অত্যন্ত অপমানজনক। ব্যাপারটি নিয়ে ভারতের অবশ্যই আমেরিকার সঙ্গে কথা বলা উচিত।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.