রাজনীতি মুক্ত হয়ে মামলা লড়ার পরামর্শ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মামলা চলার সময় রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করার জন্য সরকারি কৌঁসুলিদের পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পিনাকীরঞ্জন ঘোষ। শনিবার কলকাতায় সরকারি কৌঁসুলিদের এক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন তিনি। সেখানে তিন বলেন, “যদিও সরকারি কৌঁসুলিদের নিয়োগ করে সরকার। তবুও মনে রাখতে হবে তাঁরা মিনিস্টারস অফ জাস্টিস।” ডাইরেক্টোরেট অফ পাবলিক প্রসিকিউশন আয়োজিত ওই শিবিরে হাজির ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, বিচারপতি জয়মাল্য বাগচী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র। বিচারপতি জয়মাল্য বাগচীর কথায়, “মামলায় যুক্ত মানুষের আস্থাভাজন হতে হবে সরকারি কৌঁসুলিদের। নির্ভয়ে এবং নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে।” আইনমন্ত্রী মলয়বাবু জানান, রাজ্যে ২২ লক্ষ মামলা বকেয়া রয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য শনি ও রবি ছুটির দিনে বিশেষ আদালত (শিফট কোর্ট) চালু করার চেষ্টা হচ্ছে। এ ছাড়া, আলিপুর, আসানসোল ও শিলিগুড়িতে আরও তিনটি সিবিআই আদালত চালু করা হবে। মামলায় দেরির কারণ নিয়ে ডিরেক্টর অব পাবলিক প্রসিকিউশন তাজ মহম্মদ বলেন, “পুলিশকে বেশির ভাগ সময় ব্যয় করতে হয় আইনশৃঙ্খলার কাজে। তদন্তের কাজে সময় মেলে না।” দু’দিন ব্যাপী এই শিবিরে কলকাতা, হুগলি ও হাওড়ার সরকারি কৌসুলিরা যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন বেশ কয়েক জন পুলিশ অফিসারও।
|
একে খাদ্যশস্যের ঘোষিত বরাদ্দ মিলছে না। তার উপর সরকাছে সমস্যা জানিয়েও সুরাহা হয়নি। তাই রাজ্য জুড়ে আন্দোলনে নামতে চলেছেন রেশন ডিলার, ডিস্ট্রিবিউটর ও কেরোসিন তেলের বড় ডিলাররা। ‘পশ্চিমবঙ্গ জয়েন্ট ফোরাম ফর পিডিএস ডিলার, ডিস্ট্রিবিউটর’ সংগঠনের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু শনিবার জানিয়েছেন, ১২ ডিসেম্বর খাদ্য ভবনে গিয়ে মন্ত্রীর হাতে তাঁদের লাইসেন্স জমা দেবেন ডিলাররা। ফলে, তাঁদের রেশন দোকানগুলি বন্ধ হয়ে যাবে। বিশ্বম্ভরবাবু বলেন, “দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের (বিপিএল) জন্য খাদ্যশস্যের পরিমাণ বাড়ানো হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বাস্তবে সরকার রেশন ডিলারদের সাপ্তাহিক বরাদ্দে সেই পরিমাণ খাদ্যশস্য দিচ্ছে না। ফলে রেশন ডিলাররা গ্রাহকদের রোষের মুখে পড়ছেন। রেশনে পচা চাল-গম বরাদ্দ করা হচ্ছে।” কেরোসিনের সাপ্তাহিক বরাদ্দ নিয়ে একই ঘটনা ঘটছে বলেও তাঁদের অভিযোগ। তাই কেরোসিনের বড় ডিলাররাও ওই আন্দোলনেসামিল হবে বলে বিশ্বম্ভর বসু দাবি করেছেন। |