‘তোদের ওদিকেই গেছে রে...’, মোবাইলে খবরটা পেয়েই রাস্তার মোড়ে ছিনতাইবাজ ধরতে ওঁত পেতে ছিলেন তাঁরা। মোটরবাইকে চেপে তিন দুষ্কৃতী ওন্দার মোড়ে আসতেই রাস্তার পাশ থেকে ঝাঁপিয়ে পড়ে এক দুষ্কৃতীর ঝাঁকড়া চুলের মুঠি চেপে ধরেন এক যুবক। টালমাটাল মোটরবাইকটি হুড়মুড়িয়ে রাস্তায় আছড়ে পড়তেই সবাই মিলে চেপে ধরেন তিন ছিনতাইবাজকে। উদ্ধার হয় কয়েক কিলোমিটার দূরের বিবরদা মোড়ের গয়নার দোকানে ছিনতাই করা গয়না আর নগদ টাকা। শনিবার সকালে ঘটনাটি বাঁকুড়ার ওন্দা চৌমাথা এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তালড্যাংরার বিবরদা গ্রামের একটি গয়নার দোকান থেকে এ দিন সাত সকালে হাজার কয়েক টাকা আর খানকতক গয়না নিয়ে চম্পট দিয়েছিল তিন যুবক।
ঘটনাটি চোখের সামনেই দেখেছিলেন স্থানীয় এক ভাড়াগাড়ির চালক পানু। আচমকাই তার মাথায় বুদ্ধি খেলে যায়, দ্রুত ফোন করেন ওন্দা মোড়ের বাসিন্দা তাঁর বন্ধু সন্দীপ গড়াইকে। সাত সকালে দুষ্কৃতী ধরার রোমাঞ্চ এড়িয়ে যেতে পারেননি সন্দীপ। পাড়ার বন্ধুদের নিয়ে সে মোড়ে অপেক্ষা করতে থাকে সেই বাইকের। তাঁর কথায়, “বাইক নিয়ে দুষ্কৃতীরা অন্য পথেও চলে যেতে পারত। কিন্তু মন বলছিল ওরা এ দিকেই আসবে। বাইকটি দেখতে পেয়েই হাত নেড়ে তাদের থামতে বলি। কিন্তু তারা গতি কমায়নি। থামবে না বুঝতে পেরে আমি বাইকের পিছনে বসা ছেলেটার মাথার চুল ধরে ঝুলে পড়ি। বেসামাল হয়ে তিন জনই পড়ে যায়। ব্যাস কেল্লা ফতে!” তাঁর খোয়া যাওয়া গয়না উদ্ধার হয়েছে জানতে পেরে খুশি বিবরদার গয়না ব্যবসায়ী আশিস দে। তিনি বলেন, “সন্দীপবাবুর সাহসিকতার জন্য এটা সম্ভব হল।” বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ওই যুবকদের পুরস্কৃত করার চিন্তাভাবনা করছি।” |