টুকরো খবর |
পুলিশ হেফাজতে মাওবাদী নেতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
আদালতের পথে সুমন মাইতি। শনিবার।- নিজস্ব চিত্র |
শালবনি থেকে শুক্রবার ধৃত মাওবাদী নেতা সুমন মাইতিকে ১০ দিন পুলিশ-হেফাজতে রাখার নির্দেশ দিল মেদিনীপুর আদালত। সুমন ও তাঁর সঙ্গে ধৃত ৩ জনকে শনিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হয়। ওই ৩ জনের মধ্যে বিনয় এবং উত্তম মাহাতোকেও ১০ দিন পুলিশ-হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। শ্যামপদ মাইতিকে পাঠানো হয় ১০ দিনের জেল-হেফাজতে। ধৃতদের জেরা করে এ দিন ফের শালবনির পাথরি এবং পাথর-কুমকুমির জঙ্গল থেকে ৬টি .৩১৫ রাইফেল, ৯০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি। পুলিশের অনুমান, বড়সড় নাশকতার ছক কষেছিল মাওবাদীরা। পুলিশ সুপারের বক্তব্য, “জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে। গ্রামবাসীদের কাছ থেকেও সাহায্য পাওয়া যাচ্ছে।” পুলিশ সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে, শালবনির মেটালা জঙ্গল লাগোয়া যে পায়রাচালি গ্রাম থেকে ধরা হয়েছে সুমনকে, সেখানেই ছিলেন মাওবাদী নেত্রী তারাও। তারা-সহ সুমনের অন্য সঙ্গীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। |
জামিন পেলেন মজফ্ফর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
লৌহ-আকরিক চুরি ও জালিয়াতির অভিযোগে জেলবন্দি হলদিয়ার সিপিএম নেতা শেখ মজফ্ফর জামিনে মুক্তি পেলেন শনিবার। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের ঘনিষ্ঠ এই নেতাকে গত ১৬ অক্টোবর গ্রেফতার করেছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। হলদিয়া ও তমলুক জেলা আদালতে একাধিক বার তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ার পরে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন মজফ্ফরের আইনজীবী। শুক্রবার হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। শনিবার হলদিয়া উপ-সংশোধনাগার থেকে ছাড়া পান এই সিপিএম নেতা। |
|