টুকরো খবর
ভাঁওয়ারি কাণ্ডে অভিযুক্ত নেতা সাসপেন্ড
মন্ত্রী পদ গিয়েছিল আগেই। এ বার দল থেকেও সাসপেন্ড হলেন ভাঁওয়ারি দেবী কাণ্ডে অভিযুক্ত রাজস্থানের কংগ্রেস নেতা মহীপাল মাদেরনা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি চন্দ্রবাহন। নার্স ভাঁওয়ারি দেবীর অন্তর্ধান কাণ্ডের জেরে আগেই মাদেরনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। ঘটনার তদন্ত করছে সিবিআই। জেরায় এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন মাদেরনা। আজও জেরার জন্য হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু একটি মেডিক্যাল সার্টিফিকেট পাঠিয়ে মাদেরনা জানান, তিনি অসুস্থ। তাই সিবিআই অফিসারদের সামনে হাজিরা দিতে পারবেন না। আজ বিধায়ক মালকান সিংহ ও মাদেরনার স্ত্রী লীলাকে জেরা করেছে সিবিআই। লীলার দাবি, তাঁর স্বামীর সঙ্গে ভাঁওয়ারির কোনও সম্পর্ক ছিল না।

কামরূপে পথ দুর্ঘটনায় মৃত ৩
ট্রাক ও বাইকের সংঘর্ষে তিন যুবক মারা গেলেন। আজ সকালে কামরূপ জেলার বাকুতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, হেকেরার বাসিন্দা দিলীপ ছেত্রী, বাকুর বাসিন্দা শঙ্কর কলিতা ও খানাপাড়ার হিমাংশু রাভা বাইকে চেপে ৩৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। শুকানিয়াপাড়ার কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। দু’জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে হিমাংশুবাবুর মৃত্যু হয়।

ডাইনি অপবাদে ফের হত্যা অসমে
ডাইনি অপবাদে ফের হত্যার ঘটনা ঘটল অসমে। এবারে ঘটনাস্থল শোণিতপুর জেলার বিশ্বনাথ চারিয়ালি। পুলিশ জানায়, গত রাতে পিরসুলানি গ্রামের বাসিন্দা বিরস ওরাং নামে এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রামের বাসিন্দাদের অভিযোগ ছিল, আদিবাসী ওই মহিলা তন্ত্র চর্চা করেন। ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।

মন্ত্রীর উপর জঙ্গি হানা
নিজের গ্রামের কাছেই আক্রান্ত হলেন মণিপুরে শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী ডি ডি থাইসি। তিনি ওক্রাম ইবোবি মন্ত্রিসভার একমাত্র নাগা মন্ত্রী। আজ সন্ধ্যায়, সেনাপতি জেলায় নিজের বিধানসভা কেন্দ্র, কারোং-এ একটি নির্মীয়মাণ কমিউনিটি হল তদারক করতে এসেছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে পুরুল গ্রামের রাই বস্তিতে জঙ্গিরা তাঁর কনভয় আক্রমণ করে। বুলেটপ্রুফ গাড়িতে থাকায় মন্ত্রী বেঁচে যান। তবে তাঁর পাইলট গাড়িতে থাকা এক দেহরক্ষী গুলিতে জখম হন। তাঁকে রিমস্ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরুণকে জুতো
নিজের দলের সমর্থকদের হাতেই জুতো খেলেন বিজেপি সাংসদ বরুণ গাঁধী। নবাবগঞ্জ তেহসিলে ঘটনাটি ঘটেছে। নবাবগঞ্জের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বরুণের। নবাবগঞ্জ নগর পালিকা পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করেছিল। পার্টি সূত্রের খবর, বরুণ নবাবগঞ্জে পৌঁছলেও অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেন। এতেই খেপে যান দলীয় সমর্থকরা। বরুণকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ করে জুতোও ছোড়েন তাঁরা।

জাল নোট-সহ ধৃত
৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করল বিএসএফ। শনিবার সকালে অসমের ধুবুরি জেলার মানিকাচর থানার হাটসিঙ্গিমারি বাজার এলাকার ঘটনা। ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বকতার জামান ও সইদুর রহমান। বাংলাদেশে থেকে ওই জাল নোট নিয়ে হাটসিঙ্গিমারি বাজারে হাতবদল করার জন্য তারা অপেক্ষা করছিলেন বলে বিএসএফের দাবি।

নুনমাটিতে বিস্ফোরণ
গত রাতে বিস্ফোরণ ঘটল গুয়াহাটিতে। পুলিশ জানায়, নুনমাটির সুনসালি বিলপারে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণটি ‘ঘটানো’ হয়েছে। সেটি কম শক্তিশালী ছিল। ডিব্রুগড় জেলার টিংখংয়ে গত রাতে এক কিলোগ্রাম টিএনটি উদ্ধার করেছে পুলিশ। ধরা পড়েছে তপন গগৈ নামে এক পরেশপন্থী আলফা।

ভারতে পাক বাণিজ্যসচিব
ভারতে এলেন পাকিস্তানের বাণিজ্যসচিব জাফর মেহমুদ। সোমবার ভারতের বাণিজ্যসচিব রাহুল খুল্লারের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। বৈঠকে ভারতের ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ’ (এমএফএন) মর্যাদার বিষয়টি আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

তিস্তা চুক্তিতে সময় লাগবে: মনমোহন
প্রধানমন্ত্রীর বিশেষ বিমান থেকে, ১২ নভেম্বর: তিস্তা চুক্তি নিয়ে সমস্যা মিটতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে গিয়েছিল বাংলাদেশের সঙ্গে তিস্তার জল নিয়ে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া। মনমোহন জানান, এই বিষয়ে মমতার সঙ্গে তাঁরা প্রাথমিক কথাবার্তা বলেছেন। এখনও কিছু প্রশ্নের মীমাংসা হয়নি। মলদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে মনমোহনের। মনমোহন জানিয়েছেন, তিস্তা চুক্তি নিয়ে জাতীয় ঐকমত্য গঠন করতে চায় কেন্দ্র। সে কথা বাংলাদেশকে জানানো হয়েছে।

রাহুল নেতা হলে স্বাগত মনমোহনের
প্রধানমন্ত্রীর বিশেষ বিমান থেকে, ১২ নভেম্বর রাহুল গাঁধী কংগ্রেসের কাযর্করী সভাপতি হলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রাহুল গাঁধীকে কংগ্রেস কার্যকরী সভাপতি করা হতে পারে বলে যে জল্পনা চলছে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে মনমোহন বলেন, “এটা দলের ব্যাপার। দলের সিদ্ধান্তের ব্যাপারে আমি কিছু বলতে পারব না। তবে রাহুল গাঁধীকে তেমন কোনও নতুন দায়িত্ব দেওয়া হলে স্বাগত জানাব।” মনমোহন জানান, তিনি রাহুলকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য আগেই অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু রাহুল রাজি হননি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.