টুকরো খবর
অনথিভুক্ত বিদেশি সংস্থা কেনায় সায় কোল ইন্ডিয়াকে
শেয়ার বাজারে নথিভুক্ত নয় এমন বিদেশি সংস্থা অধিগ্রহণ করার ব্যাপারেও কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সায় পেল কোল ইন্ডিয়া। তবে সে ক্ষেত্রে ওই সংস্থার আয় অধিগ্রহণ খাতে খরচ হওয়া অর্থের উপর ন্যূনতম ১২% হতে হবে। তার কম হলে সংস্থা কেনার জন্য অর্থ মন্ত্রকের কাছ থেকে অনুমোদন নিতে হবে কোল ইন্ডিয়াকে। সংস্থাটির চেয়ারম্যান এন সি ঝা জানিয়েছেন, “কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে অধিগ্রহণ প্রস্তাবের পিছনে নির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনা দেখাতে পারলে, বেছে নেওয়া সংস্থাটির আয় ওই ১২ শতাংশের নীচে হলেও চলবে।” সংস্থা সূত্রের দাবি, ইতিমধ্যেই বিদেশি কয়েকটি অনথিভুক্ত সংস্থা কেনার বিষয়ে প্রাথমিক প্রস্তাব পেয়েছে বিশ্বের বৃহত্তম কয়লা খননকারী সংস্থা কোল ইন্ডিয়া। সেগুলি অর্থমন্ত্রক খতিয়ে দেখবে বলে জানিয়েছে সংস্থা কর্তৃপক্ষ।

ইউরোপ সঙ্কটের আঁচ পড়বে এশিয়ার উপরেও: ল্যাগার্দে
বেহাল বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে ভরসা এশিয়াই। কিন্তু তা সত্ত্বেও ইউরোপের আর্থিক সঙ্কটের প্রভাব পুরোপুরি এড়াতে পারবে না এই মহাদেশের সম্ভাবনাময় অর্থনীতির দেশগুলি। টোকিওর মাটিতে পা রেখে শনিবার এ কথা জানালেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-এর কর্ণধার ক্রিস্তিন ল্যাগার্দে। তাঁর মতে, এই মুক্ত অর্থনীতির দুনিয়ায় ইউরোপীয় সঙ্কটের আঁচ এড়াতে পারবে না এশীয় দেশগুলির বৈদেশিক বাণিজ্য। সমস্যার ছায়া পড়বে তাদের ব্যাঙ্ক-সহ আর্থিক প্রতিষ্ঠানগুলির উপরেও। প্রসঙ্গত, ইউররোপের সঙ্কট কাটাতে ত্রাণ তহবিলের অর্থ জোগাড়ের লক্ষ্যেই এশিয়ায় এসেছেন ল্যাগার্দে। টোকিওর আগে বৈঠকে বসেছেন মস্কো আর বেজিংয়ে।

ভারতের বাজারে কেনেথ কোল ব্র্যান্ড
ভারতের বাজারে পা রাখছে মার্কিন পোশাকের ব্র্যান্ড কেনেথ কোল। এ জন্য তারা জোট বেঁধেছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের সংস্থা রিলায়্যান্স ব্র্যান্ডের সঙ্গে। পাঁচ বছরে ২৫টি বিপণি খোলার পরিকল্পনা এই জোটের। ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে তাদের। সেই চুক্তি অনুযায়ী, আগামী তিন বছরেই খুলবে পাঁচটি বিপণি। রিলায়্যান্স ব্র্যান্ড-এর প্রেসিডেন্ট ও সিইও দর্শন মেহতা জানান, সব ধরনের পোশাক, জুতো-সহ বিভিন্ন পণ্য নিয়ে দেশের প্রধান শহরগুলিতে চালু হবে বিপণি। পণ্যগুলি বিক্রি হবে কেনেথ কোল নিউ ইয়র্ক ও কেনেথ কোল রিঅ্যাকশন ব্র্যান্ড নামে। কেনেথ কোল প্রোডাকশনের সিইও পল বাম জানান, ভারতের সম্ভাবনাময় বাজারই টেনে এনেছে তাঁদের সংস্থাকে।

কলকাতায় নাতুজি
কলকাতায় পা রাখল ইতালির আসবাবপত্র তৈরির সংস্থা নাতুজি গোষ্ঠী। এ রাজ্যে প্রথম বিপণিটি এজেসি বোস রোডে খুলছে তারা। ৬,০০০ বর্গফুটের ওই দোকানে পাওয়া যাবে আধুনিক নক্শার বিভিন্ন ধরনের সোফা এবং ঘর সাজানোর রকমারি আসবাব।

নয়া উড ভিনিয়ার
নতুন নক্শার ২৫টি উড ভিনিয়ার (কাঠের উপর লাগানোর পাতলা সুদৃশ্য প্লাই) আনছে সেঞ্চুরি প্লাইবোর্ডস। সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘টেরিফিক ২৫’ নামে একটি কর্মশালার আয়োজন করেছিল তারা। যেখানে ডিজাইনারদের সঙ্গেই ভিনিয়ার নক্শায় মত নেওয়া হয়েছিল ক্রেতাদের কাছ থেকেও। আসবাব-সহ অন্যান্য ক্ষেত্রেও এগুলি ব্যবহার করা হবে, দাবি সংস্থার।

মশলার সম্ভার
বাজারে বিভিন্ন ধরনের মশলার সম্ভার আনল এমপিএস ফুড প্রোডাক্টস। মাছ, মাংস, সব্জি ইত্যাদি রান্নার জন্য তৈরি মশলার প্যাকেট ছাড়াও, টম্যাটো কেচাপ, জ্যাম, আচারও এনেছে সংস্থা।

নতুন মোবাইল
ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার জন্য ‘ব্লু’ নামের নতুন ফোন আনল ভোডাফোন। সংস্থার দাবি, ফোনটি চালু করার পর দ্রুত ফেসবুক পেজ দেখা-সহ নানা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম এক বছর বিনামূল্যে ব্যবহার করা যাবে ফেসবুক, দাবি সংস্থার।

নতুন জিন্স
পুরুষদের জন্য নতুন জিন্সের সম্ভার আনল ডলার ক্লাব। প্রধানত তরুণদের কথা মাথায় রেখে ফোর্স ব্র্যান্ডের জিন্সগুলি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

খোঁজখবর নিতে
শহরে নতুন ডিজিটাল পরিষেবা ‘কলজেটিট’ এবং ‘জেটিট ফ্রি অ্যাডস’ চালু করল জেটিট ইনফোসার্ভিসেস। প্রথমটিতে গ্রাহক ৪৪৪৪-৪৪৪৪ নম্বরে ফোন করে শহরের বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে পারবেন। আর দ্বিতীয়টিতে ব্যবহৃত জিনিসের কেনাবেচার জন্য বিজ্ঞাপন দেওয়া যাবে।

নতুন নিয়োগ
সুবোধ ভার্গব টিআরএফ লিমিটেডের পরিচালন পর্ষদে স্বাধীন নন-এগ্জিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। জামশেদ জে ইরানি সম্প্রতি ওই পদ থেকে সরে যাওয়ায় তা খালি হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.