বিনোদন
সম্প্রীতির সুর লখনউ উৎসবে
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রইল এ বারের লখনউ উৎসবেও। তিন দিনের উৎসবের সূচনায় হাজির ছিল দুই সম্প্রদায়ের শিশুরা। তার আগে শহর পরিক্রমায় ওদের সঙ্গে পা মিলিয়েছেন বিভিন্ন রাজ্য থেকে আসা অতিথিরা। এ বছর অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়কে।

অঞ্জুম ইসলাম
লখনউয়ের বিশিষ্ট বিচারপতি সৈয়দ হায়দর আব্বাস রাজা উৎসবের প্রথম দিন আসতে পারেননি। তবে শনিবার তিনি উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রধান অঞ্জুম ইসলাম তাঁর দীঘর্র্ বক্তৃতায় এই উৎসবের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “ধর্মের ভেদাভেদ মানুষকে কখনও প্রগতির পথ দেখায় না।” এই প্রথম ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উৎসবের কয়েকটি সেমিনারে অংশ নিয়েছেন।
চব্বিশ বছর আগে এখানকার প্রবাসী বাঙালিরা ‘মুখপত্র উৎসব’-এর সূচনা করেছিলেন। যা পরবর্তীকালে ‘লখনউ উৎসব’ নামে পরিচিতি পায়। উৎসবের উদ্যোক্তা অমলেন্দু দত্তর দাবি, “দু’-একটি রাজ্য বাদ দিলে অন্য সব রাজ্য থেকেই প্রতিনিধিরা উৎসবে অংশ নিয়েছেন।” বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য কিছু ঘটনা ও সমস্যা কয়েকটি নির্দিষ্ট সেমিনারে তুলে ধরেন সেই সব রাজ্য থেকে আসা প্রতিনিধিরা। সেমিনারে অংশ নিতে জামশেদপুর থেকে এসেছেন সর্বভারতীয় নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের সম্পাদক জয়ন্ত ঘোষ। ঝাড়খণ্ডের আদিবাসীদের সমস্যার নানা দিক তুলে ধরেন তিনি। মুম্বই থেকেও শিল্পীরা এসেছিলেন নানা সাংস্কৃতিক সম্ভার নিয়ে। লখনউয়ের সাংসদ লালজি ট্যান্ডন বলেন, “প্রবাসী বাঙালিরা যে ভাবে তিন দিন বিভিন্ন
ভাষাভাষীর মানুষকে মেলামেশার সুযোগ করে দিলেন তা অবশ্যই এক বাড়তি পাওনা।”

শিলিগুড়ি তথ্যচিত্র উৎসব
দ্বিতীয় শিলিগুড়ি আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য এবং তথ্যচিত্র ছায়াছবি উৎসব শুরু হল। শনিবার সন্ধ্যায় রামকিঙ্কর হলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে উৎসবের উদ্বোধন করা হয়। শিলিগুড়ি সিনে সোসাইটির পরিচালনায় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ওই উৎসব চলবে। সংগঠনের সভাপতি সঞ্জীবন দত্ত জানান, ভারত ছাড়াও স্পেন, সিরিয়া, নেপালের প্রায় ৮০টি ছবি উৎসবে দেখানো হবে। সেখানে যেমন সাত মিনিটের ছবি রয়েছে আবার ৩০ মিনিটের তথ্যচিত্রও রয়েছে। এ দিন সব্যসাচী চক্রবর্তীর তথ্যচিত্র ‘সবার সেরা গরুমারা’ দিয়ে উৎসবের সূচনা করা হয়। গৌতম দেব বলেন, “শিলিগুড়ি শুধু বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত। আমরা শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলার দিক থেকেও শিলিগুড়িকে এগিয়ে নিয়ে যেতে চাই। সিনে সোসাইটি যে উদ্যোগ নিয়ে এই উৎসব করছে তাতে সবরকম সহযোগিতা করব আমরা।” আগামী ১৯ নভেম্বর থেকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে চলচিত্র উৎসব শুরু হবে। এ ছাড়াও ২৯ নভেম্বর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত শিশু চলচিত্র উৎসব হবে শিলিগুড়িতে। এদিনের অনুষ্ঠানে শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পাল, অতিথি হিসেবে মনোজ বরকচারি এবং প্রাঞ্জল বোরা উপস্থিত ছিলেন।

সানন্দা টিভির ধারাবাহিক ‘সবিনয় নিবেদন’-এর দুই চরিত্র
জয়দীপ আর নয়নার সঙ্গে নাচের তালে দেব। উপলক্ষ জয়দীপ-নয়নার
বিয়ের অনুষ্ঠান‘সবিনয় নিবেদন মজা হি মজা’। —নিজস্ব চিত্র



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.