অজানা জ্বর ছড়িয়েছে মালদহে। জেলার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৭০টি পরিবার জ্বরে আক্রান্ত হয়েছেন। ওই এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। জেলার অন্যত্রও রোগ ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম লক্ষীরাম মুর্মু (৫০)। মালদহ সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত প্রায় ১০০ জনেরও বেশি ভর্তি হয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে মালদহ সদর হাসপাতালের মেল ও ফিমেল মেডিক্যাল ওয়ার্ড উপচে পড়ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার ঝরিয়াত বলেন, “জ্বরের খবর পাওয়ার পরই নরহাট্টা এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। আক্রান্তদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে ভাইরাল ফিবার। জ্বরে গাজলের ২১ মাইলে একজনের মৃত্যু হয়েছে।” |
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জ্বরে আক্রান্তদের জায়গা করে দিতে একই
শয্যায় রাখা হচ্ছে দু’জনকে। ঠাঁই হচ্ছে মেঝেতেও। ছবি: মনোজ মুখোপাধ্যায়। |
জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি মেডিক্যাল টীম নরহাট্টা এলাকায় জ্বরে আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা শুরু করেছে। নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষাণ চৌধুরি বলেন, “এলাকার ইটাফোঁড়া গ্রামের ৭০-৮০ জন টাওয়ারের কাজ করতে নাগপুরে গিয়েছিলেন। সেখানে জ্বরে আক্রান্ত হওয়ার পর ১৭ জন নাগপুর থেকে ৪-৫ দিন আগে গ্রামে ফিরে এসেছিলেন। এরপরই ইটাফোঁড়া ও আশেপাশের ৭০-৮০ টি পরিবার জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন। চিকুনগুনিয়া ছড়িয়েছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে।” যদিও সদর হাসপাতালের সুপার হিমাদ্রি আড়ি বলেন, “একদিনে জ্বরে আক্রান্ত ১০০ বেশি রোগী ভর্তি হয়েছেন। জায়গা না-থাকায় বারান্দায় রোগীদের রাখতে হচ্ছে। এখন পর্যন্ত জ্বরে আক্রান্তদের কারও শরীরে চিকুনগুনিয়ার লক্ষণ দেখা যায়নি।
|
ন্যূনতম খরচে চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে মেদিনীপুর শহরে হাসপাতাল তৈরি করছে খ্রিস্টিয় সংস্থা ‘আর্চ ডায়োসিস’। প্রথমে দু’টি ভাগে ৮০ শয্যার হাসপাতাল করা হচ্ছে। ‘সেন্ট জোসেফ হাসপাতাল’। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় আগামী রবিবার হাসপাতালের উদ্বোধন হবে। হাসপাতালের দু’টি বিভাগের একটিতে থাকবে ৪০টি শয্যা। সেখানে কুষ্ঠ ও যক্ষ্মার চিকিৎসা করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার চিকিৎসক তাপস ফ্রান্সিস বিশ্বাস। বাকি ৪০টি শয্যার অংশে প্রথমে মেডিসিন ও সার্জারি বিভাগ খোলা হবে। এখানেও ন্যূনতম খরচে পরিষেবা দেওয়া হবে বলে তাপসবাবু জানান। তাঁর কথায়, “আয় বৃদ্ধি আমাদের লক্ষ্য নয়। প্রধান লক্ষ্য ‘পিছিয়ে পড়া’ পশ্চিম মেদিনীপুর জেলার মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া।” দরিদ্রদের জন্য থাকবে বিশেষ ছাড়ের ব্যবস্থা। প্রথমে ছোট পরিসরে হাসপাতাল খোলা হলেও ক্রমে সব বিভাগই খোলার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
|
হলদিয়ার বি সি রায় ডেন্টাল কলেজকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে আরও ১৫ দিন সময় দিল ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিসিআই)। কলেজ-কর্তৃপক্ষ তার মধ্যে কাজ শেষ করতে না-পারলে ডিসিআই-কর্তারা এক বার পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার ডিসিআইয়ের বৈঠকের পরে এ কথা জানান সভাপতি দিব্যেন্দু মজুমদার। এর আগে, ২০ অক্টোবর ডেন্টাল কলেজকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিল ডিসিআই। কিন্তু তার মধ্যে নির্ধারিত কাজ শেষ করতে পারেননি কলেজ-কর্তৃপক্ষ। দিব্যেন্দুবাবু বলেন, “ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই ডেন্টাল কলেজকে আরও কিছু দিন সময় দেওয়া হয়েছে।”
|
জেলা পুলিশের উদ্যোগে এবং নানুর থানার পরিচালনায় বৃহস্পতিবার নানুরে হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। প্রায় দুই শতাধিক ব্যক্তির চক্ষু পরীক্ষা করানো হয়েছে। উপস্থিত ছিলেন বোলপুরের এসডিপিও দেবস্মিতা দাস, নানুরের সিআই লালা মীর, নানুরের ওসি অর্ণব গুহ। এসডিপিও জানান, জনসংযোগ বাড়ানো, প্রত্যন্ত এলাকায় চক্ষু পরীক্ষার সুযোগ পৌঁছে দিতে এই উদ্যোগ।
|
রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে নভেম্বরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে সাফাই অভিযান। দুর্গাপুর মহকুমা হাসপাতালেও সেই কাজ চলছে বলে জানান হাসপাতল সুপার দেবব্রত দাস। হাসপাতালে রং করা হয়েছে। জঞ্জাল সাফাই করা হয়েছে। ঝোঁপ-জঙ্গল পরিষ্কার করার কাজ চলছে। রোগীর পরিজনদের বসার জন্য নতুন চেয়ার লাগানো হচ্ছে। সুপার জানান, উন্নত পরিষেবা দেওয়ার জন্য যা যা করবার তা করার চেষ্টা করা হচ্ছে।
|
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রার করল শিলিগুড়ির কিনস কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। ‘ওয়াকাথন ২০১১’ নামে ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। সকাল ১০টা থেকে সংস্থার কার্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাও হবে। |